Get on Google Play

লিখিত পরীক্ষা বিষয়ক
#5620
১.বঙ্গবন্ধুকে কবে পিআইয়ের বিশেষ বিমানে ঢাকার উদ্দেশ্যে লন্ডন পাঠানো হয়?
-৮ জানুয়ারি ১৯৭২ সালে।
২.বঙ্গবন্ধু কবে দিল্লি হয়ে বাংলাদেশে প্রত্যাবর্তন করেন?
-১০ জানুয়ারি ১৯৭২।
৩.বঙ্গবন্ধু কবে ভারত সরকারের আমন্ত্রণে ভারত সফর করেন?
-৬ ফেব্রুয়ারি ১৯৭২।
৪.বঙ্গবন্ধুর অনুরোধে ভারতীয় মিত্র বাহিনী বাংলাদেশ ত্যাগ করে কবে?
-১২ মার্চ ১৯৭২।
৫.বঙ্গবন্ধু কবে বাংলাদেশের প্রথম সংবিধানে স্বাক্ষর করেন?
-১৪ ডিসেম্বর ১৯৭২।
৬.বঙ্গবন্ধু কবে প্রথম বাংলাদেশী হিসেবে জাতিসংঘের সাধারণ পরিষদে বাংলায় ভাষণ দেন?
-২৫ সেপ্টেম্বর ১৯৭৪।
৭.জাতিসংঘের সাধারণ পরিষদের কততম অধিবেশনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলায় ভাষণ দেন?
-২৯ তম।
৮.বঙ্গবন্ধু কবে শহীদ হন?
-১৫ আগস্ট ১৯৭৫ সালে।
৯.বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে কোথায় সমাহিত করা হয়?
-টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
১০.বিশ্ব শান্তি পরিষদ বঙ্গবন্ধুকে কোন পদকে ভূষিত করে?
-জুলিও কুরী পদক।
১১.বঙ্গবন্ধু হত্যার আসামীদের বিচারপথকে রুদ্ধ করে ইনডেমনিটি অধ্যাদেশ জারি করা হয় কবে?
-২৬ সেপ্টেম্বর ১৯৭৫।
১২.জাতীয় সংসদে ইনডেমনিটি অধ্যাদেশ বাতিল বিল পাস হয় কবে?
-১২ নভেম্বর ১৯৯৬।
১৩.বঙ্গবন্ধু হত্যা মামলার এজাহার কে দায়ের করেন?
-আ ফ ম মোহিতুল ইসলাম।
১৪.বঙ্গবন্ধু হত্যা মামলার চূড়ান্ত রায় ঘোষণা করা হয় কবে?
-১৯ নভেম্বর ২০০৯ সালে।
১৫.পাকিস্তানের সরকার কবে তাকে মুক্তি দেয়?
-৮ জানুয়ারি ১৯৭২ সালে।
১৬.কবে বঙ্গবন্ধুর গোপন বিচার করে তাকে দেশদ্রোহী ঘোষণা করে মৃত্যুদন্ড প্রদান করা হয়?
-৭ সেপ্টেম্বর ১৯৭১।
১৭.বঙ্গবন্ধুকে কবে গ্রেফতার করে করাচিতে নিয়ে যাওয়া হয়?
-২৬ মার্চ ১৯৭১।
১৮.বঙ্গবন্ধু কবে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন?
-২৬ মার্চ ১৯৭১।
১৯.৭ মার্চের ভাষণে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কয় দফা দাবি পেশ করেন?
-৪ দফা।
২০.বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে কবে জাতির জনক ঘোষণা করা হয়?
-৩ মার্চ ১৯৭১।
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    197 Views
    by tamim
    0 Replies 
    166 Views
    by raja
    0 Replies 
    354 Views
    by sajib
    0 Replies 
    813 Views
    by rajib
    0 Replies 
    201 Views
    by shohag

    বিষয় : রাষ্ট্রপতির কার্যালয়, আপন বিভাগের “[…]

    বিষয় : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্[…]

    Amendment of Vacancy announcement for the post of […]