Get on Google Play

লিখিত পরীক্ষা বিষয়ক
#5594
১.কৌটিল্যের মতে, সুশাসনের উপাদান কতটি?
-৪টি।
২.সুশাসন প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কোনটি?
-গণতান্ত্রিক ব্যবস্থা।
৩.নাগরিকের জীবন রক্ষার জন্য পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণ হলো –
-গণতান্ত্রিক মূল্যবোধ।
৪.এশীয় উন্নয়ন ব্যাংক এর মতে সুশাসনের উপাদান কতটি?
-৪টি।
৫.১৯৮৯ সালে প্রথম সুশাসন প্রত্যয়টি ব্যবহার করে কোন ব্যাংক?
-বিশ্বব্যাংক।
৬.সুশাসনের মূল উদ্দেশ্য ও লক্ষ্য কোনটি?
-মৌলিক অধিকারের উন্নয়ন।
৭.সুশাসনের জন্য সরকারি উদ্যোগের সাথে জরুরি কোনটি?
-জনগণের অংশগ্রহণ।
৮.নৈতিক আচরণবিধি বলতে কী বোঝায়?
-পেশাগত দৈনন্দিন দায়িত্ব ও কর্তব্যের পরিচিতি ও প্রযোজ্য নিয়মনীতি ।
৯.মূল্যবোধের নেতিবাচক পরিবর্তনে অনিশ্চিত হয়ে পড়ে?
-সুশাসন।
১০.সুশাসন হলো এমন শাসনব্যবস্থা যা শাসক ও শাসিতের মধ্যে কী গড়ে তোলে?
-আস্থার সম্পর্ক গড়ে তোলে।
১১.নাগরিক কর্তব্য পালনের শিক্ষা দিয়ে সুশাসনকে ত্বরান্বিত করে কোনটি?
-মূল্যবোধের শিক্ষা।
১২.জাতিসংঘের অভিমত অনুসারে সুশাসনের লক্ষ্য ও উদ্দেশ্য হলো কী?
-মৌলিক স্বাধীনতার উন্নয়ন।
১৩.সুশাসন বলতে রাষ্ট্রের সাথে সুশীল সমাজের, সরকারের সাথে শাসিত জনগণের, শাসকের সাথে শাসিতের সম্পর্ক বোঝায় উক্তিটি কার?
-ম্যাককরনির।
১৪.নৈতিক চেতনার ধারণা আসে কোথা থেকে?
-মূল্যবোধ শিক্ষা থেকে।
১৫.ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়-বাক্যটিতে কোন মূল্যবোধ প্রকাশিত হয়?
-রাজনৈতিক মূল্যবোধ।
১৬.সুশাসন প্রতিষ্ঠার নাগরিকের কর্তব্য হরো কী?
-সরকার পরিচালনায় সাহায্য করা।
১৭.অর্থনৈতিক ক্ষেত্রে সুশাসন প্রতিষ্ঠিত হলে কী হয়?
-বিনিয়োগ বৃদ্ধি পায়।
১৮.ই-গভর্নেন্সের মূল উদ্দেশ্য কী?
-স্বচ্ছতা ও জবাবদিহিতা।
১৯.যোগ্য নেতার আবির্ভাবের জন্য পূর্বশর্ত কী?
-সুশাসন।
    long long title how many chars? lets see 123 ok more? yes 60

    We have created lots of YouTube videos just so you can achieve [...]

    Another post test yes yes yes or no, maybe ni? :-/

    The best flat phpBB theme around. Period. Fine craftmanship and [...]

    Do you need a super MOD? Well here it is. chew on this

    All you need is right here. Content tag, SEO, listing, Pizza and spaghetti [...]

    Lasagna on me this time ok? I got plenty of cash

    this should be fantastic. but what about links,images, bbcodes etc etc? [...]