Page 1 of 1

নৈতিকতা, মূল্যবোধ ও সুশাসন সংক্রান্ত সংক্ষিপ্ত প্রশ্ন: পার্ট-০১

Posted: Wed Jan 13, 2021 1:34 pm
by aliraihanpsy08
১.মূল্যবোধ বিষয়টি বিশ্লেষণ করে পাওয়া যায় কোনটি?
-মানসিক প্রক্রিয়া।
২.নৈতিক চেতনার ধারণা আসে কোথা থেকে?
-মূল্যবোধ শিক্ষা থেকে।
৩.উৎপত্তিগত অর্থে নীতি জ্ঞান হলো –
-মানুষের রীতিনীতি বা অভ্যাস সম্পর্কিত বিজ্ঞান।
৪.সমাজে মানুষের কাজের ভালো-মন্দ বিচার হয় কিসের দ্বারা?
-ইচ্ছা ও ঔচিত্যবোধের মাপকাঠি দ্বারা।
৫.আইন ও নৈতিকতার আলোচ্য বিষয় কোনটি?
-মানুষ ও সমাজ।
৬.গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠার জন্য কী প্রয়োজন?
-ব্যক্তি স্বাধীনতা নিশ্চিত করার জন্য।
৭.নৈতিকতার বড় রক্ষাকবচ কোনটি?
-বিবেক।
৮.দুটি চরমপন্থার মধ্যবর্তী অবস্থা কোনটি?
-সুবর্ণ মধ্যক ।
৯.আধুনিক বিশ্বে অধিকাংশ দেশে যে ধরনের রাজনীতি বিদ্যমান –
-গণতান্ত্রিক।
১০.প্রতিটি শিশুই কোন মূল্যবোধ নিয়ে জন্মায়?
-ব্যক্তিগত মূল্যবোধ।
১১.প্রশাসনিক জবাবদিহিতার অভাবে ব্যাহত হয় কোনটি?
-সুশাসন।
১২.বিশ্বব্যাংক সুশাসন প্রত্যয়টি প্রথম ব্যবহার করে কত সালে?
-১৯৮৯ সালে।
১৩.রাষ্টের সকল ক্ষেত্রে উন্নয়নের জন্য সুশাসন অত্যাবশ্যক উক্তিটি কার?
-মিশেল ক্যামডোসাস।
১৪.একটি কাক্ষিত রাষ্ট্রীয় ব্যবস্থার প্রতিফলন হলো ---
-সুশাসন।
১৫.আইডিএ এর মতে সুশাসনের উপাদান কতটি?
-৬টি।
১৬.সমাজ ও রাষ্ট্রীয় ক্ষেত্রে ন্যায়বিচারের প্রতিশ্রুতি আসে –
-মূল্যবোধ চর্চা থেকে।
১৭.কোনটিকে সুশাসনের প্রাণ বলা হয়?
-শাসনকার্যে জনগণের অংশগ্রহণ
১৮.এশীয় উন্নয়ন ব্যাংকের মতে সুশাসনের উপাদান কতটি?
-৪টি।
১৯.টেকসই উন্নয়নে যার গুরুত্ব সবচেয়ে বেশি –
-সুশাসন।
২০.গণতন্ত্র প্রতিষ্ঠা ও বিকাশের জন্য অপরিহার্য কোনটি?
-সহনশীলতা।

Re: নৈতিকতা, মূল্যবোধ ও সুশাসন সংক্রান্ত সংক্ষিপ্ত প্রশ্ন: পার্ট-০১

Posted: Thu Jan 14, 2021 4:25 pm
by sharmin
অনেক ভালো