Get on Google Play

লিখিত পরীক্ষা বিষয়ক
#4025
১। এবার আমি পরীক্ষায় উর্ত্তীর্ণ হয়েছি— বাক্যটি কোন কালের?
- পুরাঘটিত বর্তমান
২। বাড়ি থেকে নদী দেখা যায়— এই বাক্যে 'বাড়ি থেকে' কোন কারকে কোন বিভক্তি?
- অধিকরণে ৫ মী
৩। অস্থির মানব মন— এই বাক্যের বাগধারা কি?
- মন না মতি
৪। তৎপুরুষ সমাসে কোন পদ প্রধান?
- পরপদ
৫। কদাচর শব্দটি কোন সমাস?
- কর্মধারয়
৬। ঘরে-বাইরে কোন সমাস—
- অলুক দ্বন্দ্ব
৭। ক্রিয়া ও ধাতুর পরে যে প্রত্যয় যুক্ত হয়—
- কৃৎ প্রত্যয়
৮। শত্রুকে দমন করে যে — এই বাক্যের এক কথায় প্রকাশ—
- অরিন্দম
৯। করপল্লব কোন সমাসের উদাহরণ?
- উপমিত কর্মধারয়
১০। বাক্য গঠনের অপরিহার্য অঙ্গ কোনটি?
- ক্রিয়া
১১। বিদ্রোহী কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত?
- অগ্নিবীণা
১২। সংবাদ প্রভাকর পত্রিকার প্রতিষ্ঠাটা সম্পাদক কে ছিলেন?
- ঈশ্বরচন্দ্র গুপ্ত
১৩। সধবার একাদশী কোন ধরনের রচনা?
- প্রহসন
১৪। এক পয়সার বাঁশি কোন ধরনের রচনা—
- ছোটদের জন্য রচিত
১৫। মহান বিজ্ঞানী জগদীশ রচনার লেখকের নাম কি?
- বন্দে আলী মিয়া
১৬। নারীতীর্থ প্রতিষ্ঠান কে গড়ে তোলেছিল?
- মোহাম্মদ লুৎফর রহমান
১৭। অন্নদাশঙ্কর রায়ের 'পারী' একটি—
- ভ্রমণকাহিনী
১৮। পুস্তকের শ্রেণীবদ্ধ সংগ্রহকে কি বলে?
- লাইব্রেরি
১৯। ডার-হরকরা গল্পের প্রধান চরিত্র কে?
- দীনু
২০। কবি ফররুখ আহমেদ কোথায় জন্মগ্রহণ করেন?
- যশোর
21. He acted as if he (know) everything
- knew
22. Adjective of the word 'envy' is —
- envious
23. You are not amenable _____ reason
- to
24. The disgusted man grumbled ____ his fat
- at
25. What is the synonym of 'Hamlet'?
- village
26. 'If winter comes can spring be far behind'— said by—
- Shelley
27. He use to smoke, _____?
- didn't he
28. The antonym of 'Meticulous'—
- careless
29. 'A man of letters' means—
- a scholar
30. His father came to see him —
- off
৩১। শতকরা বার্ষিক ৭.৫০ টাকা হার সুদে কত টাকার ৭৩ দিনের সুদ ৬০ টাকা হবে?
- ৪০০০ টাকা
৩২। ২০ থেকে ১০০ এর মধ্যবর্তী মৌলিক সংখ্যা কতটি?
- ১৭ টি
৩৩। একটি সংখ্যার ৩ গুণের সাথে দ্বিগুণ যোগ করলে ৯০ হয়। সংখ্যাটি কত?
- ১৮
৩৪। ১ গ্যালন = কত লিটার?
- ৪.৫৪৬ লিটার
৩৫। ৪০ থেকে বড় কিন্তু ৫০ থেকে ছোট মৌলিক সংখ্যা কোনগুলো?
- ৪১,৪৩,৪৭
৩৬। একটি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল ২০ সেমি। সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্য ৩ সেমি ও ৫ সেমি। সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কত?
- ৪ সেমি
৩৭। a+b+c =9 এবং a²+b²+c² =29 হলে, ab+bc+ca এর মান কত?
- 26
৩৮। (x–7) (4x–29) = (2x–5) (2x–17) + 1 হলে x এর মান কত?
- 9
৩৯। x+y =12 এবং x–2 =2 হলে, xy=?
- 32
৪০। x–2 =2 এবং xy =3 হলে, x+y এর মান কত?
- 19/4
৪১। রক্তে হিমোগ্লোবিন থাকে—
- লোহিত রক্ত কণিকায়ক
৪২। বাংলাদেশ বিমানের প্রতীক —
- বলাকা
৪৩। কোন রঙের কাপে চা তাড়াতাড়ি ঠাণ্ডা হয়?
- কালো
৪৪। সবচেয়ে বড় স্তন্যপায়ী প্রানী কি?
- নীল তিমি
৪৫। লেবুতে কোন এসিড থাকে?
- সাইট্রিক এসিড
৪৬। বাগদাদ শহর কোন নদীর তীরে অবস্থিত?
- টাইগ্রিস
৪৭। বাংলাদেশে টিকাদান কর্মসূচি চালু হয় কবে?
- ১৯৭৯
৪৮। বাংলাপিডিয়া প্রকাশ করে কারা?
- এশিয়াটিক সোসাইটি
৪৯। কোন পদার্থ রক্ত জমাট বাঁধতে বাঁধা দেয়?
- হেপারিন
৫০। কোন দ্বীপে নেপোলিয়নকে নির্বাসন দেওয়া হয়েছিল—
- সেন্ট হেলেনা

সংগৃহীত:-
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    191 Views
    by tasnima
    0 Replies 
    198 Views
    by tamim
    0 Replies 
    166 Views
    by raja
    0 Replies 
    19 Views
    by bdchakriDesk
    0 Replies 
    25 Views
    by bdchakriDesk

    বিষয় : রাষ্ট্রপতির কার্যালয়, আপন বিভাগের “[…]

    বিষয় : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্[…]

    Amendment of Vacancy announcement for the post of […]