Page 1 of 1

প্রাথমিক শিক্ষক নিয়োগ ও সরকারি চাকরির প্রস্তুতি: Part 01

Posted: Tue Oct 20, 2020 5:11 pm
by Rabeyaakther16
১। দুই জার্মানি আনুষ্ঠানিক ভাবে একত্রিত হয় কবে?
- ৩ অক্টোবর, ১৯৯০
২। বাংলাদেশে কত সালে গ্যাসক্ষেত্র আবিষ্কৃত হয়?
- ১৯৫৫ সালে
৩। তাইওয়ানের পার্লামেন্টের নাম কি?
- উয়ান
৪। সিডনি শহর কোন নদীর তীরে অবস্থিত?
- মারে ডার্লিং
৫। শিশু একাডেমি প্রতিষ্টা হয় কত সালে?
- ১৯৭৭ সাল
৬। ইনকা সভ্যতা কোথায় গড়ে উঠেছিল?
- দক্ষিণ আমেরিকায়
৭। বাকল্যান্ড বাঁধ কোন নদীর তীরে অবস্থিত?
- বুড়িগঙ্গা
৮। উচ্চতা নির্ণয়ের যন্ত্রের নাম কি?
- অলটিমিটার
৯। বুশম্যান জাতি কোথায় বাস করে?
- বতসোয়ানা
১০। উড়োজাহাজের গতি নির্ণায়ক যন্ত্রের নাম কি?
- ট্যাকোমিটার
১১। ১২০ টি ২৫ পয়সার মুদ্রা ও ১০ পয়সার মুদ্রা একত্রে ২৭ টাকা হলে, ২৫ পয়সার মুদ্রার সংখ্যাব কত?
- ১০০ টি
১২। ৫০ মিটার দীর্ঘ একটি ট্রেন ঘণ্টায় ৩৬ কি.মি বেগে চলে। রাস্তার পাশের একটি খুঁটিকে ট্রেনটি কত সেকেন্ডে অতিক্রম করবে?
- ৫ সেকেন্ড
১৩। শতকরা বার্ষিক কত হার সুদে ৫ বছরে ৪০০ টাকার সুদ ১৪০ টাকা হবে?
- ৭ টাকা
১৪। যে ভগ্নাংশের লব হরের চেয়ে ছোট তাকে কি বলে?
- প্রকৃত ভগ্নাংশ
১৫। দুটি সংখ্যার অনুপাত ৫:৬ এবং তাদের গ.সা.গু. ৪ হলে, সংখ্যা দুটির ল.সা.গু কত?
- ১২০
১৬। ৫+৮+১১+.............ধারার কোন পদ ৩৮৩?
- ১২৭
১৭। a–1/a = 5 √3 হলে, a²+1/a² = কত?
- 77
১৮। x²–7x+12 = কত?
- (x–4) (x–3)
১৯। m²+n² = 8 এবং mn =7 হল (m+n)² এর মান কত?
- 22
২০। p+q+r = 0 হলে, p³+q³+r³ এর মান কত?
- 3pqr
২১। দুধে ভাতে উৎপাত গল্পগ্রন্থটির রচিয়তা কে?
- আখতারুজ্জামান ইলিয়াস
২২। চাঁদ সওদাগর বাংলা কোন কাব্যধারার চরিত্র?
- মনসামঙ্গল
২৩। সঞ্চিতা কোন কবির কাব্য সংকলন?
- রবীন্দ্রনাথ ঠাকুর
২৪। মানচিত্র নাটকটির রচিয়তা কে?
- আনিস চৌধুরী
২৫। জন্ডিস ও বিবিধ বেলুন নাটকটি কে রচনা করেন?
- সেলিম আল দীন
২৬। সুবচন নির্বাসনে নাটকটি কে রচনা করেছেন?
- আবদুল্লাহ আল মামুন
২৭। রতন নামের নায়িকা চরিত্রটি কোন ছোট গল্পের?
- পোস্ট মাস্টার
২৮। রাজলক্ষী চরিত্রের স্রষ্টা কে?
- শরৎচন্দ্র
২৯। মুস্তফা চরিত গ্রন্থের রচিয়তা কে?
- মাওলানা আকরাম খাঁ
৩০। ধর্মবিষয়ক আখ্যান গ্রন্থ–
- মঙ্গলকাব্য
31. You should not blush ____ shame at you own mistake
- with
32. The pros and cons _______ phrase টির অর্থ–
- good and evil
33. Neither Raz nor Mitu _____ qualified for the job
- is
34. I hope you are not angry ____ her
- with
35. The synonym of 'Abhor'–
- detest
36. My friend _____ before I came
- had left
37. He always goes home _____ foot
- on
38. the car is almost –
- the same as mine
39. My uncle deals _____ rice
- in
40. No man can ____ alone
- live
৪১।"এ এক বিরাট সত্য" এখানে সত্য কোন পদ রূপে ব্যবহৃত হয়েছে ?
- বিশেষ্য
৪২।“গাড়ী ষ্টেশন ছাড়ে"। এখানে ষ্টেশন কোন কারকে কোন বিভক্তি ?
-অপাদান কারকে শূন্য
৪৩। বাংলা সাহিত্যের প্রথম নারী কবি কে ?
- চন্দ্রাবতী
৪৪।‘আজকে তোমায় দেখতে এলাম জগৎ আলো নূরজাহান’ – ‘আজকে’ শব্দটির কারক ও বিভক্তি কোনটি?
- অধিকরণে ২য়া
৪৫।পুত্রের নিকট মাতার পত্রের সম্ভোধন কোনটি হবে?
- স্নেহাসম্পদ
৪৬। বাংলা সাহিত্যে চলিত ভাষায় রচিত প্রথম গ্রন্থ–
- বীরবলের হালখাতা
৪৭।দোসরা তারিখ জ্ঞাপক শব্দটি কোন ভাষা থেকে এসেছে-
- হিন্দি
৪৮। ষাট বছর পূর্ণ হওয়ার উৎসবকে এককথায় বলে–
- হীরক জয়ন্তী
৪৯। কোন ভাষায় সাহিত্যের আভিজাত্য প্রকাশ পায়?
- সাধু ভাষায়
৫০। ‘বগুড়ার চিনিপাতা দই সুস্বাদু’-বাক্যটির চিনিপাতা কোন কারক?
- করণ কারক
Collected:-