Get on Google Play

লিখিত পরীক্ষা বিষয়ক
#3711
১। ১৫ টি ভেড়ার মূল্য ৫ টি গরুর মূল্যের সমান। ২ টি গরুর মূল্য ৩০০০ টাকা হলে ৬ টি ভেড়ার মূল্য কত?
- ৩০০০ টাকা
২। ১,২,৩,৫,৮,১৩,২১,৩৪ .........ধারাটির পরবর্তী সংখ্যা কত?
- ৫৫
৩। কোন ত্রিভুজের তিনটি বাহুকে একই ভাবে বর্ধিত করলে উৎপন্ন বহিঃস্থ কোণ তিনটির সমষ্টি কত?
- ৩৬০°
৪। যদি ১০ টি বলদ ২০ দিনে ৫০ বিঘা জমি চাষ করতে পারে, তবে ১২ টি বলদ ১৫ দিনে কত বিঘা জমি চাষ করতে পারবে?
- ৪৫ বিঘা
৫। একটি আয়তক্ষেত্রের পরিসীমা ৪৪ মিটার। প্রস্থ অপেক্ষা দৈর্ঘ্য ২ মিটার বেশি হলে, দৈর্ঘ্য ও প্রস্থ কত হবে?
- ১২ মিটার, ১০ মিটার
৬। a+b=c হলে, a³+b³+3abc = কত?
- c³
৭। তিন পুত্রের বয়সের গড় ১৬ বছর। পিতাসহ পুত্রদের বয়সের গড় ২৫ বছর। পিতার বয়স কত?
- ৫২ বছর
৮। 3x+7y=10 এবং 4x–y=3 হলে, x ও y এর মান কত?
- 1,1
৯। বর্তমানে ৫ কেজি আলুর দাম পূর্বে ৪ কেজি আলুর দামের সমান হলে আলুর দাম শতকরা কত কমেছে?
- ২০%
১০। ১০ থেকে বড় কিন্তু ৫০ থেকে ছোট সংখ্যাগুলোর মধ্যে কয়টি মৌলিক সংখ্যা আছে?
- ১১ টি
১১। প্রঞ্জলতা শব্দের অর্থ কি?
- সহজবোধ্যতা
১২। বৃক্ষ কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে?
- বনবাণী
১৩। কামিনী রায় রচিত আলো ও ছায়া কি?
- কাব্যগ্রন্থ
১৪। মঙ্গল কাব্যে কতজন কবির সন্ধান পাওয়া যায়?
- ৬২ জন
১৫। মরু-ভাস্কর অর্থ কি?
- মরভূমির সূর্য
১৬। উমর ফারুক কবিতায় কাকে পরশ মানিক বলা হয়েছে?
- ইসলামকে
১৭। দুরন্ত পথিক কিসের প্রতীক?
- তারুণ্যের
১৮। পল্লীবর্ষা কবিতায় আসরের মধ্যমণি কে?
- গাঁয়ের বৃদ্ধ
১৯। জীবনানন্দ দাশ প্রধানত —
- প্রকৃতির কবি
২০। রবীন্দ্রনাথ ঠাকুরের কোন কাব্যকে অনুবিশ্ব বলা হয়?
- মানসী
২১। লাজুক লতা গল্পগ্রন্থটি কার রচিত?
- মানিক বন্দ্যোপাধ্যায়
২২। ডা. লুৎফর রহমান রচিত প্রথম বইটি একটি?
- উপন্যাস
২৩। মোসলেম ভারত পত্রিকাটি কে সম্পন্ন করেন?
- মোজাম্মেল হক
২৪। টুনি চরিত্রটি কোন উপন্যাসের?
- হাজার বছর ধরে
২৫। নীহারিকা দেবী কার ছদ্মনাম?
- অচিন্ত্যকুমার সেনগুপ্ত
২৫। বুদ্ধদেব বসু কর্তৃক প্রকাশিত 'বিখ্যাত কবিতা' একটি—
- পত্রিকা
২৬। স্বামী কালিকানন্দ এর ছদ্মনাম কি ছিল?
- অবধূত
২৭। 'অভাগা যদ্যপি চায়, সাগর শুকায়ে যায়' প্রবাদটির রচিয়তা কে?
- মুকুন্দরাম
২৮। 'আমি বিজয় দেখেছি' গ্রন্থের প্রকৃতি কি?
- মুক্তিযুদ্ধ চালাকলীন স্মৃতিকথা
২৯। মানুষ যা চায় ভুল করে চায়, যা পায় তা চায় না— উক্তিটি কার?
- রবীন্দ্রনাথ ঠাকুর
৩০। বাংলা সাহিত্যে গাজী মিয়া কে?
- মীর মশাররফ হোসেন
31. With open arms — এর অর্থ কি?
- warmly
32. 'Few and far between' means—
- seldom
33. He is accessible _____ all
- to
34. 'Bill of fare' is—
- a list of dishes at a restaurant
35. What is the adjective of the word 'Heart'?—
- heartening
36. What is the antonym of 'Expel'?
- admit
37. The synonym of 'serene' is—
- severe
38. Opposite word of 'apex' is —
- bottom
39. Rahim died ____ over eating.
- from
40. Bangladesh was liberated _____ 1971
- in
৪১। ইরানের অইন সভার নাম কি?
- মজলিশ
৪২। কিসের জন্য জীব নাড়াচাড়া করতে পারে?
- প্রোটোপ্লাজমের জন্য
৪৩। সিলেট কোন নদীর তীরে অবস্থিত?
- সুরমা
৪৪। মাটির প্রধান উপাদান কি?
- অজৈব পদার্থ
৪৫। কেন্দ্রীয় শহীদ মিনার কে উন্মোচন করেন?
- শহীদ শফিউর রহমানের বাবা
৪৬। সুয়েজ খাল জাতীয়করণ করা হয় কবে?
- ১৯৫৬ সালে
৪৭। পার্ল হারবার কোথায় অবস্থিত?
- যুক্তরাষ্ট্রের হাওয়াই
৪৮। মানবাধিকার দিবস পালিত হয় কবে?
- ১০ ডিসেম্বর
৪৯। যুক্তরাষ্ট্রের ক্রীতদাস প্রথা বিলোপকারী প্রেসিডেন্ট এর নাম কি?
- আব্রাহাম লিংকন
৫০। হেলসিংকি কোন দেশের রাজধানী?
- ফিনল্যান্ড

সংগৃহীত:-
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    197 Views
    by tasnima
    0 Replies 
    211 Views
    by mousumi
    0 Replies 
    91 Views
    by raihan
    1 Replies 
    867 Views
    by tasnima
    0 Replies 
    939 Views
    by mousumi
    long long title how many chars? lets see 123 ok more? yes 60

    We have created lots of YouTube videos just so you can achieve [...]

    Another post test yes yes yes or no, maybe ni? :-/

    The best flat phpBB theme around. Period. Fine craftmanship and [...]

    Do you need a super MOD? Well here it is. chew on this

    All you need is right here. Content tag, SEO, listing, Pizza and spaghetti [...]

    Lasagna on me this time ok? I got plenty of cash

    this should be fantastic. but what about links,images, bbcodes etc etc? [...]