Get on Google Play

লিখিত পরীক্ষা বিষয়ক
#3165
- মালভেসি গোত্রের সবজি - ঢেঁড়স।
- রোপণ পদ্ধতিতে চাষাবাদ করা হয় যে সবজি - মরিচ।
- বীজতলার জন্য ভালো মাটি - বেলে দোআঁশ।
- বীজতলার মাটি ও জৈব সারের অনুপাত হওয়া উচিত - ২:১।
- ৩ মি. X ১ মি. বীজতলায় যতটুকু চুন প্রয়োগ করা উচিত - ২০০ গ্রাম।
- বীজতলার চারার গোড়া পচে নষ্ট হয় যার আক্রমণে - ছত্রাকের।
- প্রতিদিন যখন বীজতলার ঢাকনি খুলে দিতে হবে - বিকালে।
- পেঁয়াজের চারা যতদিন বয়সে রোপণ করা উচিত - ২০-৩০ দিন।
- সাধারণত ডিমের মধ্যে ভ্রূণের ফিজিওলজিক্যাল জিরো তাপমাত্রা গড়ে - ৭৫° ফারেনহাইট হয়ে থাকে।
- ফ্রিজার বার্ণ ও জারণ থেকে রক্ষার জন্য হিমায়িত করার পূর্বে মাছের দেহের উপর বরফের যে আস্তরণ দেয়া হয় তাকে বলা হয় - গ্লেজিং।
- বীজতলা জীবাণুমুক্ত করার জন্য যে রাসায়নিক দ্রব্যটি প্রয়োগ করা যেতে পারে - ফরমালডিহাইড।
- মিডিয়ামের বৃদ্ধি উদ্দীপক উপাদান হিসেবে ব্যবহৃত হয় যে টিস্যু কালচার - অক্সিন।
- নার্সারিতে উৎপাদিত প্রতিটি ফসলের উৎপাদন খরচ আলাদা আলাদাভাবে নিরূপণ করার জন্য যে রেজিস্টারটি ব্যবহৃত হয় - কালটিভেশন রেজিস্টার।
- একটি কৃষিতাত্ত্বিক ফসল বা মাঠ ফসল হলো - সরিষা।
- পশুখাদ্য সংরক্ষণে সাইলেজ তৈরির জন্য উৎকৃষ্ট ঘাস - ভুট্টা।
- ডিম পাড়া হাঁসের একটি উন্নত জাত - খাকি ক্যাম্পবেল।
- ডিপ লিটার পদ্ধতিতে মুরগি পালনের ক্ষেত্রে প্রতিটি মুরগির জন্য দরকার হয় - ২ বর্গফুট জায়গার।
- প্রাকৃতিক পদ্ধতিতে উর্বর ডিম উৎপাদনের জন্য পালের মধ্যে মোরগ ও মুরগির অনুপাত - ১:১০।
- ফলগাছ চাষাবাদ সম্বন্ধীয় বিজ্ঞানকে বলা হয় - Pomolgy।
- উদ্ভিদের মুখ্য পুষ্টি উপাদান - ৯টি।
- শস্য উৎপাদনে ফসফরাসের উপকারী ভূমিকা - শিকড় গঠন বৃদ্ধিতে সাহায্য করে।
- যে পুষ্টি উপাদানটি উদ্ভিদ মাটি থেকে পেয়ে থাকে - সালফার।
- অ্যাযোলা সার যে শ্রেণির জৈব সার - জীবাণু সার।
- আগাছানাশকের পরিমাণ ৮০% এবং প্রয়োগ মাত্রা ২ কোজি/হেক্টর হলে ১,০০০ বর্গমিটার স্থানের জন্য আগাছানাশক লাগবে - ২৫০ গ্রাম।
- পুকুরে মাছের সম্পূরক খাদ্য হিসেবে ব্যবহৃত হয় - চালের কুঁড়া।
- মাছের সঠিক বৃদ্ধির জন্য পুকুরের পানিতে দ্রবীভূত ন্যূনতম অক্সিজেন থাকা বাঞ্ছনীয় - ৫-৮ পিপিএম।
- যে জাতের পেঁয়াজ সারা বছর চাষ করা যায় - বারি পেঁয়াজ-৩।
- ধানের ব্লাস্ট রোগ সৃষ্টির জন্য দায়ী - ছত্রাক।
- বোর্দো মিক্সার তৈরির উপাদানগুলো হলো - তুঁতে, চুন ও পানি।
- ফসফরাসের অভাব পূরণকারী রাসায়নিক সার - টিএসপি।
- উদ্ভিদের মুখ্য পুষ্টি উপাদানগুলোর মধ্যে প্রাথমিক উপাদানগুলো - N, P, K ।
- বাংলাদেশে কৃষিঋণের প্রাতিষ্ঠানিক উৎসসমূহের মধ্যে সবচেয়ে বেশি অবদান রাখে - বাংলাদেশ কৃষি ব্যাংক।
- ভিটামিন বি-৩ বা ‘নায়াসিন’ প্রচুর পরিমাণে পাওয়া যায় - মাশরুমে।
- একটি দ্বি-বর্ষজীবী সবজি - আদা।
- ভূ-নিম্নস্থ রূপান্তরিত কাণ্ড বা রাইজোমের মাধ্যমে বংশ বিস্তার করে - আদা।
- বাংলাদেশ কৃষি গবেষণা প্রতিষ্ঠান কর্তৃক উদ্ভাবিত উচ্চ ফলণশীল বেগুনের জাত - শুকতারা।
- গোল আলুর ব্লাইট বা ধ্বসা রোগ দমনে ব্যবহৃত হয় - ডাইথেন এম-৪৫।
- বীজ উৎপাদনের নিয়মনীতি মেনে কৌলিকভাবে সনাক্তকরণযোগ্য অবস্থায় উৎপাদিত বীজকে বলা হয় - ভিত্তি বীজ।
- কাঠ ও বাঁশের আয়ুষ্কাল বাড়ানোর জন্য নিয়ন্ত্রিত পদ্ধতিতে পানি অপসারণ করাকে বলা হয় - সিজনিং।
- বেসিন সেচ পদ্ধতি যে ফসলের জন্য সবচেয়ে বেশি উপযোগি - ধান।
- একটি ফসলের বেইজ পিরিয়ড (B) ১২৫ দিন ও ডেল্টা (A) ২৫ সে.মি. হলে ডিউটি (D) - ৪,৩২০ কিউসেক।
- ফসলের জন্য উপকারী পোকা - ড্রাগন ফ্লাই।
- প্রধান ফসল হিসেবে আম লাগালে তার সাথে সাথী ফসল হিসেবে লাগানো যেতে পারে- আদা।
- কলা গাছের সবচেয়ে মারাত্মক রোগ - পানামা রোগ।
- বাংলাদেশের অন্যতম প্রধান রপ্তানি কৃষিপণ্য - পাট ও পাটজাত দ্রব্য।
- উত্তম বাছুর ক্রয় করার সময় সাধারণত যে বৈশিষ্ট্য দেখে বাছুর নির্বাচন করা যেতে পারে - বাছুরের পূর্ব বংশ ভালো, প্রশস্ত কপাল বিশিষ্ট এবং ঘাড় খাটো প্রকৃতির।
- পুকুরে চাষকৃত মাছকে আলফাটক্সিন সংক্রমিত ও অপরিশোধিত তৈরি খাদ্য খাওয়ালে যে রোগ হয় - হেপাটোমা।
- বাণিজ্যিকভাবে ডিম পাড়া মুরগি সাধারণত উৎপাদনশীল থাকে - ২১-৮০ সপ্তাহ বয়স পর্যন্ত।
- স্বাদু পানির মাছ - গলদা চিংড়ি।
- বাংলাদেশের যে বনভূমি থেকে প্রচুর পরিমাণে মধু আহরণ করা হয় - সুন্দরবন।
- বহুবিধ ব্যবহার উপযোগী বৃক্ষ -নারিকেল।
- পুকুরের ইকোসিস্টেমের একটি জড় উপাদান - অক্সিজেন।
- ধান মাড়াইয়ের কাজে যে যন্ত্রটি ব্যবহৃত হয় - পাওয়ার থ্রেসার।
- কৃষি বনায়ন পদ্ধতিতে গাছের সাথে ফসলের পানি ও খনিজ পদার্থের জন্য প্রতিযোগিতা কমানোর জন্য বৃক্ষের পার্শ্বমূল ছাটাই করার প্রক্রিয়াকে বলা হয় - রুট প্রুনিং।
- প্র্রক্রিয়াজাতকরণকালে বিভিন্ন ওজনের বীজ আলাদা করার জন্য যে যন্ত্রটি ব্যবহৃত হয় - স্পেসিফিক গ্র্যাভিটি সেপারেটর।
- দেশি মাপের দেড় বিঘা জমির জন্য বীজতলা প্রয়োজন -১০৫ বর্গমিটার।
- পানিতে দ্রবীভূত চুন মাছের জন্য সরবরাহ করে - ক্যালসিয়াম।
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    536 Views
    by bdchakriDesk
    0 Replies 
    37 Views
    by bdchakriDesk
    0 Replies 
    71 Views
    by bdchakriDesk
    0 Replies 
    3251 Views
    by apple
    0 Replies 
    4243 Views
    by bdchakriDesk
    long long title how many chars? lets see 123 ok more? yes 60

    We have created lots of YouTube videos just so you can achieve [...]

    Another post test yes yes yes or no, maybe ni? :-/

    The best flat phpBB theme around. Period. Fine craftmanship and [...]

    Do you need a super MOD? Well here it is. chew on this

    All you need is right here. Content tag, SEO, listing, Pizza and spaghetti [...]

    Lasagna on me this time ok? I got plenty of cash

    this should be fantastic. but what about links,images, bbcodes etc etc? [...]