Get on Google Play

লিখিত পরীক্ষা বিষয়ক
#3155
বাংলা
- চর্যাপদে যে ধর্মমতের কথা রয়েছে - বৌদ্ধধর্ম।
- ’শ্রীকৃষ্ণকীর্তন’ কাব্যটি আবিষ্কৃত হয় - ১৯০৯ সালে।
- ’সারা দুপুর’ কাব্যটির রচয়িতা - আহসান হাবীব।
- ’চর্যাচর্যবিনিশ্চয়’-এর অর্থ - কোনটি আচরণীয়, আর কোনটি নয়।
- Executive-এর পরিভাষা - নির্বাহী।
- ধর্মমঙ্গল কাব্যধারার প্রথম কবি - ময়ূরভট্ট।
- ’রাজা প্রতাপাদিত্য চরিত্র’ গ্রন্থটির প্রণেতা - রামরাম বসু।
- বাংলা সাহিত্যে গদ্যের সূচনা হয় - উনিশ শতকে।
- ’অভিরাম’ শব্দের অর্থ - সুন্দর।
- ’আবদুল্লাহ’ উপন্যাসটির রচয়িতা - কাজী ইমদাদুল হক।
- ধাতুর পর যে প্রত্যয় যুক্ত করে ভাববাচক বিশেষ্য বোঝায় - আই।
- ’চেষ্টায় সুসিদ্ধ করে জীবনের আশা’-বাক্যটির রচয়িতা - ঈশ্বরচন্দ্র গুপ্ত।
- ’অচিন’ শব্দের ’অ’ উপসর্গটি যে অর্থে ব্যবহৃত - নঞর্থক।
- চর্যাপদের পদগুলো রচিত - মাত্রাবৃত্ত ছন্দে।
- ’কালকূট’ যার ছদ্মনাম - সমরেশ বসু।
- ’প্রিয়ংবদা’ শব্দটি যে সমাস - উপপদ তৎপুরুষ।
- বাংলা সাহিত্যের প্রথম সনেট কবিতা - বঙ্গভাষা।
- Too many cooks spoil the broth- এর অর্থ - অতি সন্ন্যাসীতে গাজন নষ্ট।
- ’সমিতি’ শব্দটি যে লিঙ্গের উদাহরণ - উভয়লিঙ্গ।
- পল্লিকবি জসীমউদ্দীন মারা যান - ১৯৭৬ সালে।
- ’ঔ’ যে ধরনের স্বরধ্বনি - যৌগিক স্বরধ্বনি।
- ’অগস্ত্য যাত্রা’ বাগধারাটির অর্থ - শেষ বিদায়।
- ’গৃহদাহ’ উপন্যাসের রচনাকাল - ১৯২০ সাল।
- ট্র্যাজেডি, কমেডি ও ফার্সের মূল পার্থক্য - জীবনানুভূতির গভীরতায়।
- ’পেয়ারা’ যে ভাষা থেকে আগত শব্দ - পর্তুগিজ।
- ’পালামৌ’ ভ্রমণকাহিনিটির রচয়িতা - সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়।
- ’প্রভাতে উঠিল রবি লোহিতবরণ’ বাক্যে নিম্নরেখ শব্দটি যে কারকে যে বিভক্তি - অধিকরণে ৭মী।
- ’নারী’ কবিতাটি নজরুলের যে কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত - সাম্যবাদী।
- ’বাহুতে ভর করে চলে যে’- এর বাক্য সংকোচন - ভুজঙ্গ।
- ফলাহার > ফলার যে ধরনের ধ্বনি পরিবর্তন - অন্তর্হতি।
- অপকার শব্দটি যে উপসর্গযোগে গঠিত - তৎসম।
- ’ইয়ং বেঙ্গল’ গোষ্ঠীর মুখপত্ররূপে যে পত্রিকা প্রকাশিত হয় - জ্ঞানান্বেষণ।
- ’দ্বৈপায়ন’ শব্দের সন্ধিবিচ্ছেদ - দ্বীপ+অয়ন।
- ’দেশের সব আলেমগণই উপস্থিত ছিলেন’ - বাক্যটি যে দোষে দুষ্ট - বাহুল্য।
- ’আহবায়ক’ শব্দের প্রমিত উচ্চারণ - আওভায়োক।
- বাংলা ভাষায় যতি চিহ্নের প্রচলন করেন - ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর।
- মুক্তিযুদ্ধের কাহিনি-নির্ভর প্রথম উপন্যাস - রাইফেল রোটি আওরাত।
- ’রোহিনী’ যে সাহিত্যকর্মের চরিত্র - কৃষ্ণকান্তের উইল।
- ’চাক্ষুস’ শব্দের বিপরীত শব্দ - অগোচর।
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    286 Views
    by shohag
    0 Replies 
    988 Views
    by rajib
    0 Replies 
    342 Views
    by tamim
    0 Replies 
    253 Views
    by tasnima
    0 Replies 
    285 Views
    by raja

    ] Global China Hardware & Trading Ltd. is[…]

    Thanks for the information.

    ইবনে সিনা ট্রাস্ট নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ নিয়োগ বিজ[…]

    Achieving the best SEO (Search Engine Optimization[…]