Get on Google Play

লিখিত পরীক্ষা বিষয়ক
#3022
1. Mother laughs বাক্যে laughs কিসের উদাহরণ?
- Intransitive verb
2. I attend _____ office punctually
- at
3. Humility is –
Abstract Noun
4. Antonym of the word 'Doctrine' is –
- error
5. One should be careful about ____ duty.
- one's
6. Aroma এর সঠিক synonym কোনটি?
- fragrance
7. She ______ home yesterday
- came
8. কোন Word টি একই সাথে Noun ও Verb?
- brush
9. My brother has no interest ____ music
- in
10. 'Prior to' means–
- before
১১। বনফুল কার ছদ্মনাম?
- বলাইচাঁদ মুখোপাধ্যায়
১২। মাইকেল মধুসূদন দত্তের তিলোত্তমাসম্ভব কাব্য একটি–
- কাহিনীকাব্য
১৩। সিন্ধু হিন্দোল কাব্যের বিখ্যাত কবিতা কোনটি?
- দারিদ্র
১৪। বেহুলা গীতাভিনয় নাটকটি কে রচনা করেন?
- মীর মশাররফ হোসেন
১৫। কমেডি অব এররস থেকে অনুদিত গ্রন্থ হল–
- ভ্রান্তিবিলাস
১৬। যোগাযোগ উপন্যাসের নায়িকা চরিত্র কে?
- কুমুদিনি
১৭। পৃথিবীতে কে কাহার? – এই উক্তিটি কোন ছোট গল্পের?
- পোস্ট মাস্টার
১৮। রূপসী বাংলা কাব্যগ্রন্থ কিসের পরিচায়ক?
- স্বদেশপ্রীতি
১৯। মানব-মুকুট গ্রন্থটি কার রচিত?
- এয়াকুব আলী চৌধুরী
২০। হয়রত মুহাম্মাদ (সঃ) এর জীবনী গ্রন্থ–
- মরু ভাস্কর
২১। প্রকৃত গতিবেগ ঘণ্টায় ৭ কিমি এরূপ নৌকায় নদীর স্রোতের অনুকূলে ৩৩ কিমি যেতে ৩ ঘণ্টা লেগেছে। ফিরে আসতে কত সময় লাগবে?
- ১১ ঘণ্টা
২২। ১২০ জন ছাত্রের মধ্যে ৩০ জন ফেল করলে পাশের হার কত?
- ৭৫%
২৩। একটি ছাগল ৮% ক্ষতিতে বিক্রয় করা হল। ছাগলটি আরো ৮০০ টাকা বেশি মূল্যে বিক্রয় করলে ৮% লাভ হত। ক্রয়মূল্য কত?
- ৫০০০ টাকা
২৪। ১৫০ টাকায় একটি জিনিস ক্রয় করে দামে বিক্রয় করলে ৩০% লাভ হবে?
- ১৯৫ টাকা
২৫। শতকরা বার্ষিক কত হার সুদে কোন মূলধন ২৫ বছরে সুদে-মূলে ৪ গুণ হবে?
- ১২ টাকা
২৬। ১,৩,৬,১০,১৫,২১,............... ধারাটির দ্বাদশ পদ কত?
- ৭৮
২৭। ৫ সন্তানের বয়সের গড় ৭ বছর এবং পিতা সহ তাদের বয়সের গড় ১৩ বছর। পিতার বয়স কত?
- ৪৩ বছর
২৮। কোন গ্রামের লোকসংখ্যা ৩% বৃদ্ধি পেয়ে ২০৬০ জন হল। পূর্বে ঐ গ্রামের লোকসংখ্যা কত ছিল?
- ২০০০ জন
২৯। বৃত্তের একটি চাপের ওপর অঙ্কিত কেন্দ্রস্থ কোণ বৃতস্থ কোণের কত অংশ?
- দ্বিগুন
৩০। ১৮০° বা দুই সমকোণ বড় কিংবা ৩৬০° বা চার সমকোণ অপেক্ষা ছোট কোণ কে কি বলে?
- প্রবৃদ্ধ কোণ
৩১। পৃথিবীর সর্বাপেক্ষা খর্বকায় জাতি কোনটি?
- পিগমি
৩২। কোন দেশের সংবিধান অলিখিত?
- যুক্তরাজ্য
৩৩। ১,২ ও ৫ টাকার নোটে কার স্বাক্ষর থাকে?
- অর্থ সচিব
৩৪। বাংলাদেশের সর্বনিম্ন বৃষ্টিপাতের অঞ্চল –
- লালপুর
৩৫। জাপানের আইন সভার নাম কি?
- ডায়েট
৩৬। কাজাখস্তান এর রাজধানীর নাম কি?
- আলমাআতা
৩৭। বংশগতির জনক কে?
- জোহান মেন্ডেল
৩৮। জাগ্রত চৌরঙ্গী স্মৃতিসৌধটি কোথায় অবস্থিত?
- জয়দেবপুর
৩৯। সিন্ধু সভ্যতার অপর নাম কি?
- নগর সভ্যতা
৪০। ফরাসি বিপ্লবের সময় ফ্রান্সের রাজা কে ছিলেন?
- ষোড়শ লুই
৪১। ব্যাকরণ শব্দটি হলো?
- তৎসম
৪২। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর প্রণীত ব্যাকরণ গ্রন্থের নাম কি?
- ব্যাকরণ কৌমুদী
৪৩। অলি-গলি " শব্দটিকে ব্যাকরণের সংজ্ঞায় বলে হয়?
- দ্বিরুক্ত অনুচর শব্দ
৪৪। বাগধারা ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়?
- বাক্যতত্ত্ব
৪৫। বাংলা ব্যাকরণ প্রথম যে ভাষায় লেখা হয়?
- পর্তুগিজ
৪৬। ভাষার মৌলিক উপাদান কোনটি?
- ধ্বনি
৪৭। রাজ রামমোহন রায় প্রাণীত ব্যাকরণের নাম কি?
- গৌড়ীয় ব্যাকরণ
৪৮। কোন শব্দটি ব্যাকরণের আলোচ্যসূচিতে পড়ে না?
- মনস্তত্ত্ব
৪৯। বাংলা ভাষায় প্রথম ব্যাকরণ কে রচনা করেন?
- মানুয়েল ডি আসসুম্পসাম
৫০। ভাষা প্রকাশ বাংলা ব্যাকরণ " কে রচনা করেন?
- সুনীতিকুমার চট্টোপাধ্যায়

Collected
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    191 Views
    by tasnima
    0 Replies 
    201 Views
    by shohag
    0 Replies 
    813 Views
    by rajib
    0 Replies 
    26 Views
    by bdchakriDesk
    0 Replies 
    197 Views
    by mousumi

    বিষয় : রাষ্ট্রপতির কার্যালয়, আপন বিভাগের “[…]

    বিষয় : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্[…]

    Amendment of Vacancy announcement for the post of […]