Get on Google Play

লিখিত পরীক্ষা বিষয়ক
#3005
১। ভাষা আন্দোলন ভিক্তিক প্রথম পত্রিকার সম্পাদকের
নাম কী? [১৬,২০ প্রিলি, ২২,২৩ লিখিত]
উত্তরঃ হাসান হাফিজুর রহমান।
২।কোনটি মৌলিক শব্দ? [১৪ তম বিসিএস প্রিলি]
উত্তরঃ গোলাপ।
৩। ‘কল্লোল’ পত্রিকার প্রথম সম্পাদকের নাম কী? [ ২৪ তম
বাংলা লিখিত]
উত্তরঃ দীনেশরঞ্জন দাশ।
৪। পূর্ববঙ্গ ও আসাম প্রদেশ গঠনকালে ব্রিটিশ ভারতের
গভর্নর জেনারেল ও ভাইসরয় কে ছিলেন? [২৯ তম বিসিএস,
চবি-০৯, শাবি-১১]
উত্তরঃ লর্ড কার্জন।
.
৫। কোন জেলায় হাজংদের বসবাস নেই? [২৮ তম বিসিএস]
উত্তরঃ সিলেট।
.
৬। বাংলাদেশ সিভিল সার্ভিসে ক্যাডার সংখ্যা
কতটি? [২৩, ২১ তম বিসিএস]
উত্তরঃ ২৭ টি।
.
৭। সংবিধানের কোন অনুচ্ছেদে সরকারি কর্ম কমিশন
গঠনের কথা উল্লেখ আছে? [বিসিএস-৩১, ২২ তম]
উত্তরঃ ১৩৭।
.
৮। বাংলাদেশ কখন টেস্ট ক্রিকেটের মর্যাদা পায়? [৩০,
২৬ তম বিসিএস]
উত্তরঃ ২০০০ সালে।
.
৯। IMF এর সদর দফতর কোথায়? [১০ ম বিসিএস]
উত্তরঃ ওয়াসিংটন ডিসি।
.
১০। ‘গ্রিনপিস’ কবে যাত্রা শুরু করে? [২৬ তম বিসিএস, নন
ক্যাডার জব-১৫]
উত্তরঃ ১৯৭১ সালে।
.
১১। কোন দুর্যোগটি বাংলাদেশের জনগণের জীবিকা
পরিবর্তনের ক্ষেত্রে দীর্ঘস্থায়ী প্রভাব ফেলতে
পারে? [৩০, ২৬, ২২, ১৯, ১৫ তম বিসিএস]
উত্তরঃ সমুদ্রের জলস্থর বৃদ্ধি।
.
১২। ধরিত্রী সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়? [২১ তম
বিসিএস]
উত্তরঃ ব্রাজিলের রিওডিজেনেরোতে।
.
১৩। চা পাতায় কোন ভিটামিন থাকে? [২৮ তম বিসিএস]
উত্তরঃ ভিটামিন বি কমপ্লেক্স।
.
১৫। ভোর বেলায় আপনি বেড়াতে বের হয়েছেন। বের
হওয়ার সময় সূর্য্ আপনার সমনে ছিল। কিছুক্ষণ পরে আপনি
বামদিকে ঘুরলেন। কয়েক মিনিট পরে আপনি ডান দিকে
ঘুরলেন। এখন আপনার মুখ কোন দিকে? [ ২৭ তম মানসিক
দক্ষতা লিখিত]
উত্তরঃ পূর্ব দিকে।
.
১৬। Who has written the poem “Elegy Written in a Country
Churchyrd”? [৩৬ তম প্রিলি]
Ans: Thomas Gray
.
১৭। ২০০৯ সালের ২৮ আগস্ট শুক্রবার ছিল। ঐ বছরের ১
অক্টোবর কি বার ছিল? [২৯, ৩০ তম লিখিত]
উত্তরঃ বৃহস্পতিবার।
.
১৮। ২য় বৃত্তের মধ্যে সঠিক সংখ্যাটি কত হবে? [৩৫ তম মা.
দ. লিখিত]
উত্তরঃ ৯
.
১৯। ০.৪ × ০.০২ ×০.০৮ =? [৩৩ তম মা. দ. লিখিত]
উত্তরঃ০.০০০৬৪
.
২০। ১৯৫৪ সালে প্রাদেশিক নির্বাচনে যুক্তফ্রন্টের
প্রতীক ছিলো কী? [বিসিএস ভাইবা-৩৫ তম]
উত্তরঃ নৌকা।
.
২১। ঐতিহাসিক ৬ দফাকে কিসের সাথে তুলনা করা হয়?
[বিসিএস ভাইবা-৩৫ তম]
উত্তরঃ ম্যাগনাকার্টা।

Collected
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    72 Views
    by rafique
    0 Replies 
    77 Views
    by raihan
    0 Replies 
    356 Views
    by sajib
    0 Replies 
    203 Views
    by kajol
    0 Replies 
    813 Views
    by rajib

    বিষয় : রাষ্ট্রপতির কার্যালয়, আপন বিভাগের “[…]

    বিষয় : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্[…]

    Amendment of Vacancy announcement for the post of […]