Get on Google Play

লিখিত পরীক্ষা বিষয়ক
#2993
51) স্পিকার ও ডেপুটি স্পিকার সংক্রান্ত অনুচ্ছেদ কোনটি?
উঃ- ৭৪ অনুচ্ছেদ।
52) ন্যায়পাল নিয়োগ সংক্রান্ত কথা বলা হয়েছে?
উঃ- ৭৭ অনুচ্ছেদে।
53) জাতীয় সংসদে ন্যায়পাল আইন কবে পাস হয়?
উঃ- ১৯৮০ সালে।
54) বাংলাদশের সংবিধানের এ পর্যন্তু মোট কতটি সংশোধনী আনা হয়েছে?
উঃ- ১৬ টি।
55) ইনডেমনিটি অধ্যাদেশ কবে জারী করা হয়?
উঃ- ২৬ সেপ্টেম্বর, ১৯৭৫।
56) ইনডেমনিটি অধ্যাদেশ কবে বাতিল করা হয়?
উঃ- ১২ নভেম্বর, ১৯৯৬।
58) বাংলাদেশের আইন সভার নাম কি?
উঃ- জাতীয় সংসদ।
59) জাতীয় সংসদ ভবনের ভিত্তিপ্রস্তর কবে স্থাপন করা হয়?
উঃ- ১৯৬২ সালে।
60) জাতীয় সংসদ ভবনের স্থপতি কে?
উঃ- লুই আই কান।
61) লুই আই কান কোন দেশের নাগরিক?
উঃ- যুক্তরাষ্ট্রের নাগরিক।
62) জাতীয় সংসদ ভবনের ছাদ ও দেয়ালের স্ট্রাকচারাল ডিজাইনার কে?
উঃ- হ্যারি পাম ব্লুম।
63) জাতীয় সংসদ ভবনের নির্মাণ কাজ শুরম্ন হয় কবে?
উঃ- ১৯৬৫ সালে।
64) জাতীয় সংসদ ভবনের ভূমির পরিমান কত?
উঃ- ২১৫ একর।
65) জাতীয় সংসদ ভবন উদ্বোধন করা হয়?
উঃ- ২৮ জানুয়ারী, ১৯৮২।
66) জাতীয় সংসদ ভবন কত তলা বিশিষ্ট?
উঃ- ৯ তলা।
67) জাতীয় সংসদ ভবনের উচ্চতা কত?
উঃ- ১৫৫ ফুট।
68) বাংলাদেশের জাতীয় সংসদের প্রতীক কি?
উঃ- শাপলা ফুল।
69) জাতীয় সংসদ ভবন কে উদ্বোধন করেন?
উঃ- রাষ্ট্রপতি আব্দুস সাত্তার।
70) বর্তমান জাতীয় সংসদের প্রথম অধিবেশন কবে বসে?
উঃ- ১৫ ফেব্রুয়ারী, ১৯৮২।
71) বাংলাদেশের সংসদের মোট আসন সংখ্যা কতটি?
উঃ- ৩৫০ টি।
72) বাংলাদেশের সংসদের সাধারন নির্বাচিত আসন সংখ্যা কতটি?
উঃ- ৩০০ টি।
73) সংসদে মহিলাদের জন্য সংরক্ষিত আসন স্যখ্যা কতটি?
উঃ- ৫০ টি।
74) বাংলাদেশের জাতীয় সংসদের ১ নং আসন কোনটি?
উঃ- পঞ্চগড়-১।
75) বাংলাদেশের জাতীয় সংসদের ৩০০ নং আসন কোনটি?
উঃ- বান্দরবান।
76) জাতীয় সংসদের কাস্টি ভোট বলা হয়?
উঃ- স্পিকারের ভোটকে।
77) সংসদের এক অধিবেশনের সমাপ্তি ও পরবর্তী অধিবেশনের প্রথম বৈঠকের মধ্যে ব্যবধান কতদিন?
উঃ- ৬০ দিন।
78) গণতন্ত্র ও মানবাধিকার এবং মৌলিক অধিকার বলবৎকরন কোন কোন অনুচ্ছেদে বলা হয়েছে?
উত্তর: যথাক্রমে ১১ ও ৪৪ অনুচ্ছেদ।
79) সাধারন নির্বাচনের কতদিনের মধ্যে সংসদ অধিবশন আহবান করতে হবে?
উঃ- ৩০ দিন।
80) সংসদ অধিবেশন কে আহবান করেন?
উঃ- রাষ্ট্রপতি।
81) সংসদ অধিবেশনের কোরাম পূর্ন হয় কত জন সংসদ হলে?
উঃ- ৬০ জন।
বইওয়ালা বিসিএস সল্যুশন এর সাথেই থাকুন
82) সংবিধান সংশোধনের জন্য কত সংসদ সদস্যের ভোটের প্রয়োজন হয়?
উঃ- দুই-তৃতীয়াংশ।
83) একাধারে কতদিন সংসদে অনুপস্থিত থাকলে সংসদ সদস্য পদ বাতিল হয়?
উঃ- ৯০ কার্যদিবস।
84) গণ-পরিষদের প্রথম স্পিকার কে?
উঃ- শাহ আব্দুল হামিদ।
85) গণ-পরিষদের প্রথম ডেপুটি স্পিকার কে?
উঃ- মোহাম্মদ উল্ল্যাহ।
86) এ দেশের সংসদীয় রাজনীতির ইতিহাস কবে থেকে চর্চা শুরু হয়?
উঃ- ১৯৩৭ সালে।
87) কোন কোন বিদেশী প্রথম জাতীয় সংসদে ভাষণ দেন?
উঃ- যুগোশ্লেভিয়ার প্রেসিডেন্ট মার্শাল জোসেফ টিটো-৩১ জানু, ১৯৭৪ এবং ভারতের প্রেসিডেন্ট ভি.ভি. গিরি-১৮ জুন, ১৯৭৪।
88) বাংলাদেশের অষ্টম জাতীয় সংসদ নিবার্চনে নির্বাচিত একজন সদস্য নিজেই নিজের শপথ বাক্য পাঠ করিয়েছেন, তিনি কে?
উঃ- এডভোকেট আবদুল হামিদ।
বইওয়ালা বিসিএস সল্যুশন এর সাথেই থাকুন
89) নির্বাচন কমিশন কার সমমর্যাদার অধিকারী?
উঃ- সুপ্রীম কোর্ট।
90) বাংলাদেশের প্রথম নির্বাচন কমিশনার কে?
উঃ- বিচারপতি এম ইদ্রিস।
91) বাংলাদেশের বর্তমান নির্বাচন কমিশনার কে?
উঃ- কাজী রকিবউদ্দীন আহমদ
92) নির্বাচন কমিশন কেমন প্রতিষ্ঠান?
উঃ- স্বতন্ত্র ও নিরপেক্ষ প্রতিষ্ঠান।
93) “তত্ত্বাবধায়ক সরকার বিল” কবে সংসদে পাশ হয়?
উঃ- ২৭ মার্চ, ১৯৯৬।
94) বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি কে?
উঃ- সৈয়দ নজরুল ইসলাম (অস্থায়ী)।
95) এডভোকেট আবদুল হামিদ বাংলাদেশের কততম প্রেসিডেন্ট?
উঃ- ২০তম।
96) বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী কে?
উঃ- তাজউদ্দিন আহমেদ।.

কে কাকে শপথ পড়ানঃ-

রাষ্ট্রপতি শপথ করানঃ
১। প্রধানমন্ত্রীকে।
২। মন্ত্রী গনকে।
৩। উপমন্ত্রী দেরকে।
৪। প্রতিমন্ত্রী দেরকে।
৫। স্পীকারকে।
৬। ডেপুটি স্পিকারকে।
৭। প্রধান বিচারপতি কে।
.
প্রধানমন্ত্রী যাদের শপথ পড়ানঃ
১। সিটি কর্পোরেশনের মেয়র দেরকে।
২। জেলা পরিষদের চেয়ারম্যানদের কে।
.
স্পিকার শপথ পড়ান যাদেরঃ
১। রাষ্ট্রপতিকে।
২। সকল সংসদ সদস্যদের কে।
.
প্রধান বিচারপতি শপথ পড়ান যাদেরঃ
১। সুপ্রীম কোর্টের কোন বিভাগের কোন বিচারককে।
২। প্রধান নির্বাচন কমিশনার বা নির্বাচন কমিশনার কে।
৩। মহা হিসাব-নিরীক্ষক ও নিয়ন্ত্রক কে।
৪। সরকারী কর্মকমিশনের সদস্যদেরকে।
.
**১। সিটি কর্পোরেশন এর সংরক্ষিত মহিলা কাউন্সিলর ও ওয়ার্ড কাউন্সিলদের শপথ পড়ান কে?
>> উঃ স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ওসমবায় মন্ত্রী।
**২। পৌরসভার মেয়র-কাউন্সিলররা শপথ গ্রহণ করেন কার কাছে?
>>উঃ বিভাগীয় কমিশনার এর কাছে
**৩। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে শপথপড়ান কে?
>>উঃ জেলা প্রশাসক
**৪। ইউনিয়ন মেম্বারদদের শপথ পড়ান কে?
>>উঃ উপজেলা নির্বাহী কর্মকর্তা
**৫। উপজেলা পরিষদের চেয়ারম্যান ওভাইস চেয়ারম্যানরা কার কাছে শপথ নেন?
>>উঃ বিভাগীয় কমিশনার এর কাছে।
**৬। জেলা পরিষদের সদস্যরা শপথ নেন কার কাছে?
>>উঃ পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী।
সাংবিধানিক_সংস্থাঃ যে সকল প্রতিষ্ঠান সংবিধানের সুনির্দিস্ট বিধি মতে (সংবিধানের চতুর্থ ভাগ থেকে নবম ভাগ পর্যন্ত দেয়া আছে) গঠিত হয়, সেগুলোই সাংবিধানিক সংস্থা।

সাংবিধানিক সংস্থা ৬ টি
১) আইনসভা
২) নির্বাহী বিভাগ
৩) বিচার বিভাগ
৪) নির্বাচন কমিশন
৫) মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক এর কার্যালয়
৬) সরকারি কর্ম কমিশন

সংবিধানিক পদ------ যারা সংবিধানের ৩য় তফসিল অনুযায়ী শপথ নিয়ে দায়িত্ব পালন করে, সেগুলোই সাংবিধানিক পদ।

সাংবিধানিক পদের সংখ্যা ৯ টি
১) রাষ্ট্রপতি
২) প্রধানমন্ত্রী, মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী
৩) স্পীকার
৪) ডেপুটি স্পীকার (৩য় তফসিল অনুযায়ী স্পিকার ডেপুটি স্পিকার আলাদা দেয়া আছে)
৫) সংসদ সদস্য
৬) প্রধান বিচারপতি ও অন্যান্য বিচারপতি
৭) প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য কমিশনার
৮) মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক
৯) কর্মকমিশনের চেয়ারম্যান ও সদস্য গণ

যে সকল পদ সংবিধানের বিধান মোতাবেক সৃষ্টি হয় কিন্তু নির্বাচিত ব্যক্তি শপথ গ্রহণ করে না, তাকে সংবিধিবদ্ধ পদ বলে।
যেমনঃ আটর্নি জেনারেল (৬৪), ন্যায়পাল (৭৭)।
পার্লামেন্টের রক্ষাকবচ কী?
=> স্পিকারের নিরপেক্ষতা
পার্লামেন্টের সভাপতি?
=> স্পিকার
নির্বাহী কর্মকর্তা কে?
=> স্পিকার
পার্লামেন্টের অভিভাবক কে?
=> স্পিকার
সংসদের কার্যপনালী নিয়ন্ত্রন করে কে?
=> স্পিকার
trouble shooters কে?
=> হুইপ
সংবিধান অনুসারে শিশুর বয়স
-১৬ বছর
জরুরি অবস্থা ঘোষণা - ১৪১(ক)
সংবিধান সংশোধন - ১৪২
আইনের সংঙ্গা - ১০২
আইনের ব্যাখ্যা -১৫২
১) প্রশাসনিক ট্রাইবুনাল আইন পাশ করা হয় কত সালে?
-১৯৮১
২)গনপরিষদ আদেশ জারি করেন?
আবু সাঈদ চৌধুরী, ২৩ মার্চ ১৯৭২
৩)'কোর্ট অব রেকর্ড ' বলা হয়? কত অনুচ্ছেদে বলা হয়?
সুপ্রিম কোর্ট
বর্তমানে আপিল বিভাগে বিচারকের সংখ্যা
=৭জন !
২)অস্থায়ী সংবিধান আদেশ জারি করা হয় কবে?
১৯৭২ সালের ১১ জানুয়ারি , বঙ্গবন্ধু
৩)গণপরিষদ সভাপতি ছিলেন কে?
মাওলানা আব্দুর রশীদ তর্কবাগীশ
৪)গণপরিষদ আদেশ জারিকারীর নামম?
আবু সাঈদ চৌধুরী
৫)হস্তলিখিত সংবিধান লিপিকারকে?
শিল্পী আব্দুর রউফ
৬)সংসদে উত্থাপিত খসড়া আইনকে কি বলে?
বিল

    বিষয় : রাষ্ট্রপতির কার্যালয়, আপন বিভাগের “[…]

    বিষয় : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্[…]

    Amendment of Vacancy announcement for the post of […]