Get on Google Play

লিখিত পরীক্ষা বিষয়ক
#2993
51) স্পিকার ও ডেপুটি স্পিকার সংক্রান্ত অনুচ্ছেদ কোনটি?
উঃ- ৭৪ অনুচ্ছেদ।
52) ন্যায়পাল নিয়োগ সংক্রান্ত কথা বলা হয়েছে?
উঃ- ৭৭ অনুচ্ছেদে।
53) জাতীয় সংসদে ন্যায়পাল আইন কবে পাস হয়?
উঃ- ১৯৮০ সালে।
54) বাংলাদশের সংবিধানের এ পর্যন্তু মোট কতটি সংশোধনী আনা হয়েছে?
উঃ- ১৬ টি।
55) ইনডেমনিটি অধ্যাদেশ কবে জারী করা হয়?
উঃ- ২৬ সেপ্টেম্বর, ১৯৭৫।
56) ইনডেমনিটি অধ্যাদেশ কবে বাতিল করা হয়?
উঃ- ১২ নভেম্বর, ১৯৯৬।
58) বাংলাদেশের আইন সভার নাম কি?
উঃ- জাতীয় সংসদ।
59) জাতীয় সংসদ ভবনের ভিত্তিপ্রস্তর কবে স্থাপন করা হয়?
উঃ- ১৯৬২ সালে।
60) জাতীয় সংসদ ভবনের স্থপতি কে?
উঃ- লুই আই কান।
61) লুই আই কান কোন দেশের নাগরিক?
উঃ- যুক্তরাষ্ট্রের নাগরিক।
62) জাতীয় সংসদ ভবনের ছাদ ও দেয়ালের স্ট্রাকচারাল ডিজাইনার কে?
উঃ- হ্যারি পাম ব্লুম।
63) জাতীয় সংসদ ভবনের নির্মাণ কাজ শুরম্ন হয় কবে?
উঃ- ১৯৬৫ সালে।
64) জাতীয় সংসদ ভবনের ভূমির পরিমান কত?
উঃ- ২১৫ একর।
65) জাতীয় সংসদ ভবন উদ্বোধন করা হয়?
উঃ- ২৮ জানুয়ারী, ১৯৮২।
66) জাতীয় সংসদ ভবন কত তলা বিশিষ্ট?
উঃ- ৯ তলা।
67) জাতীয় সংসদ ভবনের উচ্চতা কত?
উঃ- ১৫৫ ফুট।
68) বাংলাদেশের জাতীয় সংসদের প্রতীক কি?
উঃ- শাপলা ফুল।
69) জাতীয় সংসদ ভবন কে উদ্বোধন করেন?
উঃ- রাষ্ট্রপতি আব্দুস সাত্তার।
70) বর্তমান জাতীয় সংসদের প্রথম অধিবেশন কবে বসে?
উঃ- ১৫ ফেব্রুয়ারী, ১৯৮২।
71) বাংলাদেশের সংসদের মোট আসন সংখ্যা কতটি?
উঃ- ৩৫০ টি।
72) বাংলাদেশের সংসদের সাধারন নির্বাচিত আসন সংখ্যা কতটি?
উঃ- ৩০০ টি।
73) সংসদে মহিলাদের জন্য সংরক্ষিত আসন স্যখ্যা কতটি?
উঃ- ৫০ টি।
74) বাংলাদেশের জাতীয় সংসদের ১ নং আসন কোনটি?
উঃ- পঞ্চগড়-১।
75) বাংলাদেশের জাতীয় সংসদের ৩০০ নং আসন কোনটি?
উঃ- বান্দরবান।
76) জাতীয় সংসদের কাস্টি ভোট বলা হয়?
উঃ- স্পিকারের ভোটকে।
77) সংসদের এক অধিবেশনের সমাপ্তি ও পরবর্তী অধিবেশনের প্রথম বৈঠকের মধ্যে ব্যবধান কতদিন?
উঃ- ৬০ দিন।
78) গণতন্ত্র ও মানবাধিকার এবং মৌলিক অধিকার বলবৎকরন কোন কোন অনুচ্ছেদে বলা হয়েছে?
উত্তর: যথাক্রমে ১১ ও ৪৪ অনুচ্ছেদ।
79) সাধারন নির্বাচনের কতদিনের মধ্যে সংসদ অধিবশন আহবান করতে হবে?
উঃ- ৩০ দিন।
80) সংসদ অধিবেশন কে আহবান করেন?
উঃ- রাষ্ট্রপতি।
81) সংসদ অধিবেশনের কোরাম পূর্ন হয় কত জন সংসদ হলে?
উঃ- ৬০ জন।
বইওয়ালা বিসিএস সল্যুশন এর সাথেই থাকুন
82) সংবিধান সংশোধনের জন্য কত সংসদ সদস্যের ভোটের প্রয়োজন হয়?
উঃ- দুই-তৃতীয়াংশ।
83) একাধারে কতদিন সংসদে অনুপস্থিত থাকলে সংসদ সদস্য পদ বাতিল হয়?
উঃ- ৯০ কার্যদিবস।
84) গণ-পরিষদের প্রথম স্পিকার কে?
উঃ- শাহ আব্দুল হামিদ।
85) গণ-পরিষদের প্রথম ডেপুটি স্পিকার কে?
উঃ- মোহাম্মদ উল্ল্যাহ।
86) এ দেশের সংসদীয় রাজনীতির ইতিহাস কবে থেকে চর্চা শুরু হয়?
উঃ- ১৯৩৭ সালে।
87) কোন কোন বিদেশী প্রথম জাতীয় সংসদে ভাষণ দেন?
উঃ- যুগোশ্লেভিয়ার প্রেসিডেন্ট মার্শাল জোসেফ টিটো-৩১ জানু, ১৯৭৪ এবং ভারতের প্রেসিডেন্ট ভি.ভি. গিরি-১৮ জুন, ১৯৭৪।
88) বাংলাদেশের অষ্টম জাতীয় সংসদ নিবার্চনে নির্বাচিত একজন সদস্য নিজেই নিজের শপথ বাক্য পাঠ করিয়েছেন, তিনি কে?
উঃ- এডভোকেট আবদুল হামিদ।
বইওয়ালা বিসিএস সল্যুশন এর সাথেই থাকুন
89) নির্বাচন কমিশন কার সমমর্যাদার অধিকারী?
উঃ- সুপ্রীম কোর্ট।
90) বাংলাদেশের প্রথম নির্বাচন কমিশনার কে?
উঃ- বিচারপতি এম ইদ্রিস।
91) বাংলাদেশের বর্তমান নির্বাচন কমিশনার কে?
উঃ- কাজী রকিবউদ্দীন আহমদ
92) নির্বাচন কমিশন কেমন প্রতিষ্ঠান?
উঃ- স্বতন্ত্র ও নিরপেক্ষ প্রতিষ্ঠান।
93) “তত্ত্বাবধায়ক সরকার বিল” কবে সংসদে পাশ হয়?
উঃ- ২৭ মার্চ, ১৯৯৬।
94) বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি কে?
উঃ- সৈয়দ নজরুল ইসলাম (অস্থায়ী)।
95) এডভোকেট আবদুল হামিদ বাংলাদেশের কততম প্রেসিডেন্ট?
উঃ- ২০তম।
96) বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী কে?
উঃ- তাজউদ্দিন আহমেদ।.

কে কাকে শপথ পড়ানঃ-

রাষ্ট্রপতি শপথ করানঃ
১। প্রধানমন্ত্রীকে।
২। মন্ত্রী গনকে।
৩। উপমন্ত্রী দেরকে।
৪। প্রতিমন্ত্রী দেরকে।
৫। স্পীকারকে।
৬। ডেপুটি স্পিকারকে।
৭। প্রধান বিচারপতি কে।
.
প্রধানমন্ত্রী যাদের শপথ পড়ানঃ
১। সিটি কর্পোরেশনের মেয়র দেরকে।
২। জেলা পরিষদের চেয়ারম্যানদের কে।
.
স্পিকার শপথ পড়ান যাদেরঃ
১। রাষ্ট্রপতিকে।
২। সকল সংসদ সদস্যদের কে।
.
প্রধান বিচারপতি শপথ পড়ান যাদেরঃ
১। সুপ্রীম কোর্টের কোন বিভাগের কোন বিচারককে।
২। প্রধান নির্বাচন কমিশনার বা নির্বাচন কমিশনার কে।
৩। মহা হিসাব-নিরীক্ষক ও নিয়ন্ত্রক কে।
৪। সরকারী কর্মকমিশনের সদস্যদেরকে।
.
**১। সিটি কর্পোরেশন এর সংরক্ষিত মহিলা কাউন্সিলর ও ওয়ার্ড কাউন্সিলদের শপথ পড়ান কে?
>> উঃ স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ওসমবায় মন্ত্রী।
**২। পৌরসভার মেয়র-কাউন্সিলররা শপথ গ্রহণ করেন কার কাছে?
>>উঃ বিভাগীয় কমিশনার এর কাছে
**৩। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে শপথপড়ান কে?
>>উঃ জেলা প্রশাসক
**৪। ইউনিয়ন মেম্বারদদের শপথ পড়ান কে?
>>উঃ উপজেলা নির্বাহী কর্মকর্তা
**৫। উপজেলা পরিষদের চেয়ারম্যান ওভাইস চেয়ারম্যানরা কার কাছে শপথ নেন?
>>উঃ বিভাগীয় কমিশনার এর কাছে।
**৬। জেলা পরিষদের সদস্যরা শপথ নেন কার কাছে?
>>উঃ পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী।
সাংবিধানিক_সংস্থাঃ যে সকল প্রতিষ্ঠান সংবিধানের সুনির্দিস্ট বিধি মতে (সংবিধানের চতুর্থ ভাগ থেকে নবম ভাগ পর্যন্ত দেয়া আছে) গঠিত হয়, সেগুলোই সাংবিধানিক সংস্থা।

সাংবিধানিক সংস্থা ৬ টি
১) আইনসভা
২) নির্বাহী বিভাগ
৩) বিচার বিভাগ
৪) নির্বাচন কমিশন
৫) মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক এর কার্যালয়
৬) সরকারি কর্ম কমিশন

সংবিধানিক পদ------ যারা সংবিধানের ৩য় তফসিল অনুযায়ী শপথ নিয়ে দায়িত্ব পালন করে, সেগুলোই সাংবিধানিক পদ।

সাংবিধানিক পদের সংখ্যা ৯ টি
১) রাষ্ট্রপতি
২) প্রধানমন্ত্রী, মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী
৩) স্পীকার
৪) ডেপুটি স্পীকার (৩য় তফসিল অনুযায়ী স্পিকার ডেপুটি স্পিকার আলাদা দেয়া আছে)
৫) সংসদ সদস্য
৬) প্রধান বিচারপতি ও অন্যান্য বিচারপতি
৭) প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য কমিশনার
৮) মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক
৯) কর্মকমিশনের চেয়ারম্যান ও সদস্য গণ

যে সকল পদ সংবিধানের বিধান মোতাবেক সৃষ্টি হয় কিন্তু নির্বাচিত ব্যক্তি শপথ গ্রহণ করে না, তাকে সংবিধিবদ্ধ পদ বলে।
যেমনঃ আটর্নি জেনারেল (৬৪), ন্যায়পাল (৭৭)।
পার্লামেন্টের রক্ষাকবচ কী?
=> স্পিকারের নিরপেক্ষতা
পার্লামেন্টের সভাপতি?
=> স্পিকার
নির্বাহী কর্মকর্তা কে?
=> স্পিকার
পার্লামেন্টের অভিভাবক কে?
=> স্পিকার
সংসদের কার্যপনালী নিয়ন্ত্রন করে কে?
=> স্পিকার
trouble shooters কে?
=> হুইপ
সংবিধান অনুসারে শিশুর বয়স
-১৬ বছর
জরুরি অবস্থা ঘোষণা - ১৪১(ক)
সংবিধান সংশোধন - ১৪২
আইনের সংঙ্গা - ১০২
আইনের ব্যাখ্যা -১৫২
১) প্রশাসনিক ট্রাইবুনাল আইন পাশ করা হয় কত সালে?
-১৯৮১
২)গনপরিষদ আদেশ জারি করেন?
আবু সাঈদ চৌধুরী, ২৩ মার্চ ১৯৭২
৩)'কোর্ট অব রেকর্ড ' বলা হয়? কত অনুচ্ছেদে বলা হয়?
সুপ্রিম কোর্ট
বর্তমানে আপিল বিভাগে বিচারকের সংখ্যা
=৭জন !
২)অস্থায়ী সংবিধান আদেশ জারি করা হয় কবে?
১৯৭২ সালের ১১ জানুয়ারি , বঙ্গবন্ধু
৩)গণপরিষদ সভাপতি ছিলেন কে?
মাওলানা আব্দুর রশীদ তর্কবাগীশ
৪)গণপরিষদ আদেশ জারিকারীর নামম?
আবু সাঈদ চৌধুরী
৫)হস্তলিখিত সংবিধান লিপিকারকে?
শিল্পী আব্দুর রউফ
৬)সংসদে উত্থাপিত খসড়া আইনকে কি বলে?
বিল
    long long title how many chars? lets see 123 ok more? yes 60

    We have created lots of YouTube videos just so you can achieve [...]

    Another post test yes yes yes or no, maybe ni? :-/

    The best flat phpBB theme around. Period. Fine craftmanship and [...]

    Do you need a super MOD? Well here it is. chew on this

    All you need is right here. Content tag, SEO, listing, Pizza and spaghetti [...]

    Lasagna on me this time ok? I got plenty of cash

    this should be fantastic. but what about links,images, bbcodes etc etc? [...]