Get on Google Play

লিখিত পরীক্ষা বিষয়ক
#2555
১। দেশের প্রথম ওষুধ পার্ক কোথায় স্থাপিত হয়?
- গজারিয়া।
২। ক্রিকেটে বাংলাদেশ কোন সালে টেস্ট মর্যাদা পায়?
- ২০০০ সালে।
৩। বাংলাদেশের জাতীয় ফল কোনটি?
উত্তর : কাঁঠাল।
৪। ষোড়শ সার্ক সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়?
- থিম্পু।
৫। বিশ্বের সবচেয়ে বড় অর্থনৈতিক জোট কোনটি?
- EU.
৬। আলফ্রেড নোবেল কী আবিষ্কার করেন?
- ডিনামাইট।
৭। কোন দেশটি G-8 এর সদস্য নয়?
- সুইডেন।
৮। হাজার হ্রদের দেশ কোনটি?
- ফিনল্যান্ড।
৯। কোথায় সেনাবাহিনী নেই?
- মালদ্বীপ।
১০। কবে রেডক্রস প্রতিষ্ঠা হয়?
- ১৮৬৩ সালে।
১১। ‘বিশ্ব মানবাধিকার দিবস’ কবে পালন হয়?
- ১০ ডিসেম্বর।
১২। FIFA প্রতিষ্ঠা হয় কবে?
- ১৯০৪ সালে।
১৩। কিরগিস্তানের রাজধানী কোথায়?
- বিশকেক।
১৪। রাসায়নিক অগ্নিনির্বাপক কাজ করে অগ্নিতে-
- অক্সিজেন সরবরাহে প্রতিবন্ধকতা সৃষ্টি করে।
১৫। গ্রীনহাউস ইফেক্টের পরিণতিতে বাংলাদেশের সবচেয়ে গুরুতর ক্ষতি কী হবে?
- নিম্নভূমি নিমজ্জিত হবে।
১৬। বঙ্গবন্ধু জেল জীবনের ওপর রচিত বইয়ের নাম কী.?
- ৩০৫৩ দিন।
১৭। ৮ আগস্ট ২০১৮ জাতীয় বিশ্ববিদ্যালয়ের কতটি আঞ্চলিক কেন্দ্র উদ্বোধন করা হয়.?
- ৬ টি।
১৮। মোট উৎপাদনরত গ্যাস ক্ষেত্র কতটি.?
- ১৯ টি।
১৯। বর্তমানে দেশে সরকারি কলেজ কতটি.?
- ৫৯৮ টি।
২০। ভারতের প্রথম নারী বিচারপতি কে.?
- ফাতিমা বিবি।
২১। ঢাকা থেকে প্রকাশিত প্রথম বাংলা সংবাদপত্র -
- ঢাকা প্রকাশ।
২২। বিশ্বে বাংলা ভাষার অবস্থান কততম.?
- ৬ষ্ঠ।
২৩। উদ্ভিদের প্রাণের অস্তিত্ব আবিষ্কার করেন.?
- জগদীশচন্দ্র বসু।
২৪। বর্তমান বিশ্বে একমাত্র স্বাধীন নগর রাষ্ট্র -
- সিঙ্গাপুর।
২৫। বিশ্বে কার্বনমুক্ত প্রথম দেশ-
- ভুটান।
২৬। ন্যাটোর বর্তমান সদস্য হচ্ছে-
- ২৯ টি।
২৭। মুক্তিযুদ্ধ বিষয়ক উপন্যাস 'দুই সৈনিক' এর রচয়িতা কে.?
- শওকত ওসমান।
২৮। 'অগ্নিবীণা' কাব্যের কবিতা সংখ্যা.?
- ১২ টি।
২৯। 'পুরোনো বাংলা গদ্য' গ্রন্থের লেখক কে.?
- আনিসুজ্জামান।
৩০। জনসংখ্যার দিক থেকে বিশ্বে ঢাকা কততম শহর?
- ১৬তম
৩১। বিশ্বের কতটি দেশে বনভূমি নাই?
- ৪৩টি।
৩২। টেকসই উন্নয়ন সূচকে বাংলাদেশের অবস্থান কততম?
- ১১৮ (১৪৯টি দেশের মধ্যে)।
৩৩। বাংলাদেশের প্রতি হাজারে কতজন ৫ বছরের শিশু মারা যায়?
- ৩৮জন।
৩৪। বিশ্ব ব্যাংকের তথ্য অনুযায়ী বাংলাদেশের মাথাপিছু আয় কত?
- ১৬১০ মার্কিন ডলার।
৩৫। প্রস্তাবিত যমুনা রেলওয়ে সেতুর দৈর্ঘ্য কত?
- ৪.৫ কি.মি.।
৩৬। বিশ্বের ৫ম অর্থনীতির দেশ হচ্ছে?
- ভারত।
৩৭। সংবিধানে নির্বাচন কমিশন গঠনের কথা বলা আছে-
- ১১৮ অনুচ্ছেদে।
৩৮। তাইওয়ানের সাথে সম্পর্ক স্থাপনকারী দেশ-
- ২১টি।
৩৯। বাংলাদেশের নামটি প্রথম কত সালে ব্যবহৃত হয়?
- ১৯৬৯ সালে।
৪০। বিশ্বের প্রথম টেস্টটিউব বেবির নাম কী?
- লুইস ব্রাউন।
৪১। প্রকৃতির লাঙল বলা হয় কাকে?
- কেঁচো।
৪২। ‘দেশ বন্ধু’ কার উপাধি?
- চিত্তরঞ্জন দাস।
৪৩। এভারেষ্ট জয়ী প্রথম বাঙালি কে?
- সত্যব্রত দাস।
৪৪। ‘আলোকিত মানুষ চাই’ -এটি কোন প্রতিষ্ঠানের শ্লোগান?
- বিশ্ব সাহিত্য কেন্দ্র।
৪৫। EPZ -এর পূর্ণরূপ কি?
- Export Processing Zone.
৪৬ব্যাকরণ চর্চার আদিভূমি কোন দেশ?
- গ্রিস।
৪৭। বিশ্বের সবচেয়ে বড় আইনসভা কোন দেশের?
- ভারত।
৪৮। ‘সায়াহ্ন’ শব্দের অর্থ কি?
- সন্ধ্যা।
৪৯। ‘বিজয় উল্লাস’ ভাস্কর্যটি কোথায় অবস্থিত?
- কুষ্টিয়া।
৫০। বিশ্বের সর্বাধিক রাষ্ট্র দ্বারা পরিবেষ্টিত দেশ?
- রাশিয়া।

সংগৃহীত
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    197 Views
    by mousumi
    0 Replies 
    3235 Views
    by apple
    0 Replies 
    77 Views
    by raihan
    0 Replies 
    930 Views
    by mousumi
    0 Replies 
    16112 Views
    by tasnima

    বিষয় : রাষ্ট্রপতির কার্যালয়, আপন বিভাগের “[…]

    বিষয় : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্[…]

    Amendment of Vacancy announcement for the post of […]