Get on Google Play

লিখিত পরীক্ষা বিষয়ক
#2553
১। নয়নচারা গল্পটি কার লিখা?
- সৈয়দ ওয়ালী উল্লাহ
২। "শান্তির পরশ লাগি নত হয় মন
পরিপূর্ণ শুচিতায় আকাশ ভুবন'
— লাইন দুটি কোন কবিতার অংশ?
- সন্ধ্যা
৩। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় যে বিশেষণে অধিক পরিচিত—
- অপরাজেয় কথাশিল্পী
৪। একসূত্রে গল্পটির লেখক কে?
- শওকত ওসমান
৫। চাঁদ সওদাগর কোন মঙ্গলকাব্যের নায়ক?
- মনসামঙ্গল
৬। আমরা সবাই রাজা — এ পঙক্তিটির রচিয়তা কে?
- রবীন্দ্রনাথ ঠাকুর
৭। জন্মেছি এই দেশে — কবিতাটিতে প্রকাশ পেয়েছে?
- দেশের মাটির প্রতি সুগভীর মমত্ব
৮। জৈনক বঙ্গ মহিলা কার ছদ্মনাম?
- কামিনী রায়
৯। বাংলা সাহিত্যের প্রথম মুসলিম সার্থক গদ্যশিল্পী —
- মীর মশাররফ হোসেন
১০। জীবন বিনিময় করিতার বিষয় কি?
- পিতৃস্নেহের জয়
১১। ভালো করে পড়লে সফল হবে— এখানে ক্রিয়ার কোন ভাব প্রকাশ পেয়েছে?
- সাপেক্ষ
১২। আপন ভালো পাগলেও বুঝে। এখানে " ভাল" কোন পদ?
- বিশেষ্য
১৩। সন্দেশ শব্দটির প্রকৃত ও প্রত্যয়জাত অর্থ কি?
- সংবাদ
১৪। দাখিলা শব্দের অর্থ কি?
- খাজনা আদায়ের রশিদ
১৫। এই বিষয়ে আপনি মাথা ঘামাবেন না। এখানে মথা শব্দের অর্থ কি?
_ ভাবনা করা
১৬। উচ্চারণের দিক থেকে 'ল' হচ্ছে—
- দন্তবর্ণ
১৭। থেকে থেকে শিশুটি কাঁদছে। বাক্যে থেকে থেকে কি অর্থ প্রকাশ করেছে?
- কালের বিস্তার
১৮। কোথায় যাওয়া হচ্ছে?—এটা কোন বাচ্যের উদাহরণ?
- ভাববাচ্য
১৯। আবু ইসহাক বাংলা একাডেমি পুরস্কার কবে লাভ করেন?
- ১৯৬০ সালে
২০। কোন ভাষায় সাহিত্যের গাম্ভীর্য্য ও আভিজাত্য প্রকাশ পায়?
- সাধু ভাষায়
২১। মানব দেহে জ্বীনের সংখ্যা কত?
- ৪০০০০
২২। যক্ষ্মার প্রতিষেধক কোনটি?
- B.C.G
২৩। E.Coli মানবদেহের কোথায় থাকে?
- অন্ত্রে
২৪। মাশরুম এক ধরণের-
- ফাঙ্গাস
২৫। মাইট্রোকন্ড্রিয়ায় কত ভাগ প্রোটিন থাকে?
- ৭৩%
২৬। মানুষের গায়ের রং কোন উপাদানের উপর নির্ভর করে?
- মেলানিন
২৭। প্রজাতির নামকরণ শুরু হয় কত সালে?
- ১৭৬০
২৮। রক্তে PH এর মান কত?
- ৭.২-৭.৪
২৯। প্রথম জীবনের উদ্ভিদ হয় কোন পরিবেশে ?
- জলজ
৩০। উদ্ভিদের বৃদ্ধি নির্ণায়ক যন্ত্র-
- ক্রেসকোগ্রাফ
৩১। ৪০ কেজি জৈব ও ইউরিয়া সারের মিশ্রণে জৈব সারের পরিমাণ ১০%। কত কেজ সার মিশালে নতুন মিশ্রণে জৈব সারের পরিমাণ ২০% হবে?
- ৫ কেজি
৩২। কোন সংখ্যার তিন চতুর্থাংশের এক পঞ্চমাংশের মান ৬০। সংখ্যাটি কত?
- ৪০০
৩৩। একটি দ্রব্য ৪২০ টাকায় ক্রয় করে ১৫% লাভে বিক্রয় করা হল। বিক্রয়মূল্য ক্রয়মূল্য অপেক্ষা কত টাকা বেশি?
- ৬৩ টাকা
৩৪। মাতা ও কন্যার বয়সের সমষ্টি ৬০ বছর। ৫ বছর আগে মাতার কন্যার বয়সের ৪ গুণ ছিল। ৭ বছর পর মাতার বয়স কত হবে?
- ৫২ বছর
৩৫। একটি পাইপ দ্বারা একটি ট্যাংক ৩ ঘন্টায় পূর্ণ হয়। দ্বিতীয় পাইপটি দ্বারা ট্যাংকটি পূর্ণ হতে ৬ ঘন্টা সময় লাগে। দুইটি পাইপ একসাথে ছেড়ে দেয়া হলে ট্যাংকটি পূর্ণ হতে কত মিনিট লাগবে?
- ১২০ মিনিট
৩৬। একটি বর্গাকার জমির এক পার্শ্ব মাপার সময় ভুলে দৈর্ঘ্যে ১০ শতাংশ বেশি মাপা হয়। ক্ষেত্রফলের ক্ষেত্রে ভুলের পরিমাণ কত শতাংশ?
- ২১%
৩৭। ৩০০ মিটার দীর্ঘ একটি মালবাহী ট্রেন ঘন্টায় ৭২কিলোমিটার বেগে ২৫ সেকেন্ডে একটি সেতু অতিক্রম করে । সেতুটির দৈর্ঘ্য কত?
- ২০০ মিটার
৩৮। Log2√520 এর মান –
- 2
৩৯। (a-b)/ab + (b-c)/bc + (c – a)/ca এর মান –
- 0
৪০। 82x+3 = 23x+6 হলে, x এর মান –
-1
41. 9. Climate is a _____ of the environment.
- state
42. He talked as if he _______ everything.
- had known
43. wish if I ______ a cricketer.
- were
44. I would have lent you my notes if you _______ me.
- had asked
45. It is high time we ___________ ready or we may miss the train.
- got
46. The word ‘acrimonious’ is the antonym of—
- hostile
47. What kind of noun is “man”?
- Common
48. She was absent ________ her cold.
- because of
49. Every one ________ Ruma wants milk in the tea.
- except
50. It _____________ a hot day, we remained in the tent.
- was

সংগৃহীত
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    211 Views
    by mousumi
    0 Replies 
    3251 Views
    by apple
    0 Replies 
    91 Views
    by raihan
    0 Replies 
    939 Views
    by mousumi
    0 Replies 
    16127 Views
    by tasnima
    long long title how many chars? lets see 123 ok more? yes 60

    We have created lots of YouTube videos just so you can achieve [...]

    Another post test yes yes yes or no, maybe ni? :-/

    The best flat phpBB theme around. Period. Fine craftmanship and [...]

    Do you need a super MOD? Well here it is. chew on this

    All you need is right here. Content tag, SEO, listing, Pizza and spaghetti [...]

    Lasagna on me this time ok? I got plenty of cash

    this should be fantastic. but what about links,images, bbcodes etc etc? [...]