Get on Google Play

বিভিন্ন পরীক্ষার সহায়ক মডেল টেস্ট এবং সাজেশন
#6497
৪১.দুটি রাশির ল.সা.গু ও গ.সা.গু যথাক্রমে 6x³+35x²-7x-6 এবং 2x-1 তাদের একটি 6x²-x-1 হলে, অপরটি কত?
-2x²+11x-6
৪২.শতকরা বার্ষিক 5 টাকা হার মুনাফায় 750 টাকার 4 বছরের মুনাফা কত?
-150 টাকা
৪৩.পাটিগণিতে ব্যবহৃত প্রতীক ‡ দ্বারা বোঝায় –
-সমান নয়
৪৪.ফরিদ সাহেব তার বার্ষিক আয়ের ওপর ১৫% হারে ৮২৫০ টাকা আয়কর দিলেন। ফরিদ সাহেবের বার্ষিক আয় কত ছিল?
-৫৫০০০ টাকা
৪৫.১০০ টাকা ২৫টি করে কমলা ক্রয় করে ১০০ টাকায় ২০টি করে কমলা বিক্রয় করলে, শতকরা কত লাভ হবে?
-২৫%
৪৬.৪: ৩, ৭:১২, ৯:৫ এর মিশ্র অনুপাত হবে কোনটি?
-৭:৫
৪৭.৫০ কেজি চিনির দাম ১৪৭৫ টাকা হলে, ৬৩ কেজি চিনির দাম কত?
-১৮৫৮.৫০ টাকা
৪৮.একটি গার্মেন্টস ফ্যাক্টরিতে ১৫০ জন শ্রমিক ১৫ দিনে ৬৭৫০ টি জামা তৈরি করতে পারেন। ঐ ফ্যাক্টরির ৬৫ জন শ্রমিক কত দিনে ৩৩১৫ টি জামা তৈরি করতে পারবেন?
-১৭দিন
৪৯.১ বিলিয়ন কত কোটির সমান?
-১০০ কোটি
৫০.আসলাম বাজার থেকে ২৫ ৩/৫ কেজি চাল, ৩ ৭/১০ কেজি ডাল ১ ৭/৫০ কেজি হলুদ ও ১০ ৩/২০ কেজি আলু কিনল। সে মোট কত কেজি জিনিস কিনল?
-৪০ ৫৯/১০০ কেজি
৫১.৪ জন পুরুষ বা ৬ জন স্ত্রীলোক যে কাজ ১৫ দিনে করতে পারে, ৮ জন পুরুষ ও ১৮ জন স্ত্রীলোক ঐ কাজ কত দিনে করতে পারবে?
-৩ দিন
৫২.পাঁচ অঙ্কের কোন বৃহত্তম সংখ্যা ৮৮ দিয়ে নিঃশেষে বিভাজ্য?
-৯৯৯৬৮
৫৩.১ মণ=কত কিলোগ্রাম?
-৩৭.৩২ কি.গ্রাম (প্রায়)
৫৪.দু অঙ্কবিশিষ্ট একটি সংখ্যার মান ৫৪ বেশি হয় যদি অঙ্ক দুটি বিপরীতভাবে লেখা হয়। অঙ্ক দুটির যোগফল ১২ হলে সংখ্যাটি কত?
-৩৯
৫৫.-১ থেকে কত বিয়োগ করলে বিয়োগফল শূন্য হবে?
--১
৫৬.কোনো সম্পত্তির ৭/৮ অংশের মূল্য ৯,২১২ টাকা। ঐ সম্পত্তির ৩/৪ অংশের মূল্য কত?
-৭,৮৯৬ টাকা
৫৭.দু অঙ্কবিশিষ্ট কোনো সংখ্যার অঙ্ক দুটির অন্তর ২, অঙ্ক দুটি স্থান বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যায়, তা প্রদত্ত সংখ্যার দ্বিগুণ অপেক্ষা ৬ কম। সংখ্যাটি কত?
-২৪
৫৮.একজন নৌকার মাঝি স্রোতের অনুকূলে ৫ ঘন্টায় ৪৫ কিমি অতিক্রম করল। স্থির পানিতে নৌকার গতিবেগ ঘন্টায় ৭ কিলোমিটার হলে, ঘন্টায় স্রোতের গতিবেগ কত?
-২ কিমি/ঘন্টা
৫৯.কঃখ=৪:৫, খঃগ=৭:১১ হলে, ক এর মান কত?
-২৮
৬০.একজন ছাত্র ঢাকা থেকে বাড়ি যাওয়ার সময় ১৫ কিলোমিটার পধ লঞ্চে গেল। ঢাকা থেকে তার বাড়ির দূরত্ব ৩০০ কিলোমিটার। সে মোট পথের কত অংশ লঞ্চ এ গেল?
-১/২০ অংশ
৬১.পৃথিবীতে মোট মৌলিক পদার্থ আছে –
-১১৮ টি
৬২.যে পদার্থের নির্দিষ্ট আয়তন আছে কিন্তু নির্দিষ্ট আকার নেই তাকে কী বলে?
-তরল
৬৩.বায়ু একটি পদার্থ। কারণ বায়ুর –
-স্থান দখল করে
৬৪.টমেটোর জাত কোনটি?
-মানিক
৬৫.বাংলাদেশ নামের সৃষ্টি হয় কখন?
-১৯৭১ সালের ২৬ মার্চ
৬৬.আইন-ই আকবরী গ্রন্থের লেখক কে?
-আবুল ফজল
৬৭.শশাঙ্কের রাজধানীর নাম কি ছিল?
-আবুল ফজল
৬৮.প্রাচীন চন্দ্রদ্বীপের বর্তমান নাম কী?
-বরিশাল
৬৯.সুলতান মাহমুদ মোট কতবার ভারত আক্রমণ করেন?
-১৭ বার
৭০.পলাশী দিবস কোনটি?
-২৩ জুন
৭১.ছিয়াত্তরের মন্বন্তর কত খ্রি. সংগঠিত হয়?
-১৭৭০
৭২.বঙ্গভঙ্গ রদ হয় কোন সালে?
-১৯১১ সালে
৭৩.অপারেশন সার্চলাইট কোন ঘটনার সাথে সম্পর্কিত?
-১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধ
৭৪.বাংলাদেশ গণতন্ত্রের ঘোষণা হয়েছিল –
-১১ এপ্রিল ১৯৭১
৭৫.বালিশিরা ভ্যালি কোথায় অবস্থিত?
-মৌলভিবাজার
৭৬.ডব্লিউটিও এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
-জেনেভা
৭৭.সর্বশেষ জাতিসংঘের সদস্যপদ গ্রহণ করেছে কোন দেশটি?
-দক্ষিণ সুদান
৭৮.কমিউনিজম এর অর্থ –
-সাম্যবাদ
৭৯.কোন দেশে এক দেশ দুই নীতি প্রথা বিদ্যমান?
-চীন
৮০.ইরানের পুরাতন নাম কী?
-পারস্য
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    5619 Views
    by bdchakriDesk
    0 Replies 
    201 Views
    by shohag
    0 Replies 
    19 Views
    by bdchakriDesk
    0 Replies 
    197 Views
    by tamim
    0 Replies 
    166 Views
    by raja

    বিষয় : রাষ্ট্রপতির কার্যালয়, আপন বিভাগের “[…]

    বিষয় : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্[…]

    Amendment of Vacancy announcement for the post of […]