Get on Google Play

বিভিন্ন পরীক্ষার সহায়ক মডেল টেস্ট এবং সাজেশন
#5895
৪১.ax²+(a²+1) x+a কে উৎপাদকে বিশ্লেষণ করলে পাওয়া যায় -
-(x+a) (ax+1)
৪২.ধানে চাল ও তুষের অনুপাত 7:3 হলে, এতে শতকরা কি পরিমাণ চাল আছে?
-70%
৪৩.5x-3=2x+9 এর সমাধান সেট কত হবে?
-4
৪৪.একটি সংখ্যা অপর একটি সংখ্যার 2/3 গুণ। সংখ্যা দুটির সমষ্টি 100 হলে সংখ্যা দুটির একটি হলো -
-60
৪৫.শতকরা বার্ষিক কত হার সুদে ৫ বছরে ৪০০ টাকার সুদ ১৪০ টাকা হবে?
-৭ টাকা
৪৬.ভাষা সংক্ষেপ করার জন্য ব্যবহৃত প্রদত্ত সাংকেতিক চিহ্ন (||) এর অর্থ কী?
-সমান্তরাল।
৪৭.বিশুদ্ধ পানিতে অক্সিজেন ও হাইড্রোজেনের ওজনের অনুপাত ৮৮.৯: ১১.১ হলে, ১০০ কিলোগ্রাম পানিতে অক্সিজেনের পরিমাণ কত?
-৮৮.৯ কিলোগ্রাম।
৪৮.২৫০ মিটার দীর্ঘ একটি সেতু অতিক্রম করতে ১৫০ মিটার দীর্ঘ একটি ট্রেনের ৩০ সেকেন্ড সময় লাগে। ১৩০ মিটার দীর্ঘ প্লাটফর্ম অতিক্রম করতে ট্রেনটির কত সেকেন্ড লাগবে?
-২১ সেকেন্ড
৪৯.নিচের কোন সংখ্যাগুলো ১৫ এর গুণনীয়ক?
-১৫,৫,৩
৫০.একটি সেনাবাহিনীল গুদামে ১২০০ জন সৈনিকের ৩০ দিনের খাদ্য মজুদ আছে। ১০ দিন পরে ঐ সেনাবাহিনীতে আরও ৩০০ জন সৈনিক আসল। বাকি খাদ্যে তাদের আর কত দিন চলবে?
-১৬ দিন
৫১.কোনো পরীক্ষায় গণিতে ৭৫% এবং বিজ্ঞানে ৪৫% শিক্ষার্থী কৃতকার্য হয়েছে। যদি উভয় বিষয়ে ৩০% শিক্ষার্থী কৃতকার্য হয়ে থাকে, তবে উভয় বিষয়ে শতকরা কত জন শিক্ষার্থী অকৃতকার্য হয়েছে?
-১০%
৫২.মনিরকে ত্রিশ হাজার চারশ পাঁচ লিখতে বলায় সে ৩০৪০০৫ লিখল। সে কত কমা বা বেশি লিখলো?
-২৭৩৬০০ বেশি লিখেছে।
৫৩.একটি গ্রামের ভোটার ৫০০০ জন। এদের মধ্যে পুরুষ মোট ভোটারের ১১/২০ অংশ। মহিলা ভোটারের মধ্যে ৪/১৫ অংশ ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোট দিলেন। কতজন মহিলা ভোটার ভোট দিয়েছেন?
-৬০০ জন
৫৪.নিচের ভগ্নাংশগুলোর মধ্যে কোনটির মান সবচেয়ে বেশি?
-১/১২
৫৫.একটি মাকড়সা ভিন্ন ভিন্ন গতিতে যথাক্রমে হাঁটে ও দৌড়ায়। মাকড়সাটি ১০ সেকেন্ড হেটে এবং ৯ সেকেন্ড দৌড়ে ৮৫ মিটার দূরত্ব অতিক্রম করে। আবার ৩০ সেকেন্ড হেটে এবং ২ সেকেন্ড দৌড়ে ১৩০ মিটার দূরত্ব অতিক্রম করে। মাকড়সাটির উভয় ক্ষেত্রে গতিবেগ কত?
-হাঁটা ৪ মি/সে., দৌড় ৫ মি/সে.।
৫৬.একটি কলম ও একটি বইয়ের মোট দাম ৮৫ টাকা। কলমটির দাম ১৫ টাকা বেশি ও বইটির দাম ৪ টাকা কম হলে, কলমটির দাম বইয়ের দামের ২ গুন হতো। একটি কলমের দাম কত?
-৪৯
৫৭.৮৭৩৬০ মিনিটকে মাস, দিন ও ঘন্টায় পরিণত করলে পাওয়া যায় –
-২ মাস ১৬ ঘন্টা।
৫৮.নিচের ভগ্নাংশগুলোর মধ্যে কোনটি বৃহত্তম?
-৫/৬
৫৯.কোন সংখ্যার ৭৫% সমান ৯০?
-১২০
৬০.১ থেকে ৫০ পর্যন্ত কতটি মৌডিলক সংখ্যা আছে?
-১৫
৬১.এক কিলোমিটার সমান কত?
-১০০০ মিটার।
৬২.এককের এস.আই একক কত সালে চালু হয়?
-১৯৬০ সালে।
৬৩.বায়ুর কত অংশ আগুণ জ্বালাতে সাহায্য করে?
-এক-পঞ্চমাংশ।
৬৪.কোনটিকে কোষের প্রাণকেন্দ্র বলা হয়?
-মাইটোকন্ড্রিয়া।
৬৫.মসবর্গ উদ্ভিদে নিচের কোনটি নেই?
-মূল
৬৬.নাইট্রোজেন সার ব্যবহার করলে –
-গাছের বৃদ্ধি ত্বরাণ্বিত হয়ে
৬৭.বাংলার কোন বীর সন্তান ইংরেজদের বিরূদ্ধে অস্ত্রধারণ করে শহিদ হয়?
-তিতুমীর।
৬৮.ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেন –
-রাজা রামমোহন রায়
৬৯.কার প্রচেষ্টায় বিধবা বিবাহ আইন পাশ হয়?
-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
৭০.কার চেষ্টায় কলকাতার আলিয়া মাদ্রাসায় ইংরেজি বিভাগ খোলা হয়?
-নওয়াব আবদুল লতিফ
৭১.বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ খনিজ সম্পদে কোনটি?
-গ্যাস
৭২.সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি কার দ্বারা নিযুক্ত হন?
-রাষ্ট্রপতি কর্তৃক।
৭৩.বাংলাদেশের জাতীয় সংসদের সংসদ নেতা হলেন –
-প্রধানমন্ত্রী
৭৪.কোন জাতের ছাগল বাংলাদেশে বেশি পাওয়া যায়?
-ব্লাক বেঙ্গল
৭৫.জাতীয় পুরস্কার প্রদানকারী সংস্থা কয়টি?
-৪টি।
৭৬.নোবেল পুরস্কার প্রদানকারী সংস্থা কতটি?
-৪টি।
৭৭.নায়াগ্রা জলপ্রপাতের অবস্থান কোথায়?
-যুক্তরাষ্ট্র-কানাডা।
৭৮.মুসলিম অধ্যুষিত মান্নার দ্বীপটি কোথায় অবস্থিত?
-শ্রীলংকা।
৭৯.ব্যাবিলনের শূণ্য উদ্যান কে নির্মাণ করেন?
-নেবুচাদ নেজার।
৮০.শিশুতোষ গ্রন্থ হ্যারি পটার সিরিজের লেখক কে?
-জোয়ান ক্যাথলিন রাওলিং।
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    5619 Views
    by bdchakriDesk
    0 Replies 
    201 Views
    by shohag
    0 Replies 
    19 Views
    by bdchakriDesk
    0 Replies 
    197 Views
    by tamim
    0 Replies 
    166 Views
    by raja

    বিষয় : রাষ্ট্রপতির কার্যালয়, আপন বিভাগের “[…]

    বিষয় : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্[…]

    Amendment of Vacancy announcement for the post of […]