Get on Google Play

বিভিন্ন পরীক্ষার সহায়ক মডেল টেস্ট এবং সাজেশন
#4364
১.গৃহদাহ উপন্যাসটির রচয়িতা কে?
-শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
২.প্রকৃতি ও প্রত্যয় নির্নয় কোনটি ঠিক?
-উৎ+ভিদ
৩.শিশুগণ দেয় মন নিজ নিজ পাঠে। বাক্যে পাঠে শব্দটি কোন কারখে কোন বিভক্তি?
-অধিকরণে সপ্তমী
৪.মৌলিক শব্দ কোনটি?
-গোলাপ
৫.I have to do it’ বাক্যের passive from হচ্ছে –
-it has to be done by me
৬.The mother said to her son, May you pass the examination, বাক্যের indirect speech হচ্ছে -
-The mother wished that her son might pass the examination.
৭.I am convinced --- the necessity of prudence. বাক্যে শূন্যস্থানে সঠিক শব্দ বসবে -
-of
৮.নিচের কোন বাক্যটি শুদ্ধ?
-He acted in a cowardly manner
৯.He tried all plans. বাক্যটির Negative from হবে -
-He left no plan untried
১০.৩, ৪, ৭, ১১, ১৮, ২৯ --- ধারাটির পরবর্তী সংখ্যাটি কত?
-৪৭
১১.১ থেকে ৯৯ পর্যন্ত সংখ্যাসমূহের যোগফল কত?
-৪৯৫০
১২.a-1/a=5√3 হলে, a²+1/a²=কত?
-77
১৩.2x²-5x-7 এর উৎপাদক -
-(2x-7) (x+1)
১৪.সমবাহু ত্রিভূজের বাহুর দৈর্ঘ্য ৬ মিটার হলে ত্রিভূজটির ক্ষেত্রফল কত হবে?
-৯√৩ বর্গমিটার
১৫.৪০ গ্যালন অকটেন মিশ্রিত পেট্রোল প্রেটোল ও অকটেনের অনুপাত ৩: ১। এতে আর কত গ্যালন অকটেন মিশালে পেট্রোল ও অকটেনের অনুপাত ৫:২ হবে?
-২ গ্যালন
১৬.যুক্তরাজ্য থেকে ফ্রান্সকে পৃথক করেছে কোন প্রণালি?
-ডোভার
১৭.আইএমএফ এর সদর দপ্তরে কোথায়?
-ওয়াশিংটন ডিসি
১৮.কবর কবিতায় দাদু কোন হাটে তরমুজ বিক্রি করতেন?
-শাপলার হাটে
১৯.বাংলা ভাষার ইতিবৃত্ত গ্রন্থের রচয়িতা –
-ড. মুহম্মদ শহীদুল্লাহ
২০.শক্রকে দমন করে যে এক কথায় প্রকাশ কী হবে –
-অরিন্দম
২১.প্রাচীনতম বাঙালি মুসলমান কবি কে?
-শাহ মুহম্মদ সগীর
২২.Complete the unfinished simile by choosing the right word: as cunning as ___.
-fox
২৩. A= {x€N: x²>8, x³<30} হলে, x এর মান কত?
-3
২৪.একজন বিক্রেতা ১০ টি কমলা যে দামে কেনে ৮টি কমলা সেই দামে বিক্রি করে । তার শতকরা কত লাভ হয়?
-২৫%
২৫.একটি ১৩ মিটার লম্বা মই একটি দেয়ালে হেলান দিয়ে রাখা হয়েছে। মইটির এক প্রান্ত দেয়াল থেকে ৫ মিটার দূরে ভূমি স্পর্শ করেছে। মইটির অন্য প্রান্ত ভূমি থেকে কত উচ্চতায় দেয়াল স্পর্শ করেছে?
-১২ মিটার
২৬.মূল্য সংযোজন কর বাংলাদেশে কখন চালু হয়?
-১ জুলাই ১৯৯১
২৭.পদ্মা ও যমুনা নদী কোথায় মিলিত হয়েছে?
-গোয়ালন্দ
২৮.শান্তির জন্য প্রথম কোন মহিলা নোবেল পুরস্কার লাভ করেন?
-মাদার তেরেসা
২৯.কোন ভিটামিনের অভাবে মুখে ও জিহ্বায় ঘা হয়?
-ভিটামিন বি২
৩০.ল্যুভর মিউজিয়াম কোন দেশে অবস্থিত?
-ফ্রান্স
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    209 Views
    by shohag
    0 Replies 
    210 Views
    by tamim
    0 Replies 
    820 Views
    by rajib
    0 Replies 
    197 Views
    by tasnima
    0 Replies 
    177 Views
    by raja
    long long title how many chars? lets see 123 ok more? yes 60

    We have created lots of YouTube videos just so you can achieve [...]

    Another post test yes yes yes or no, maybe ni? :-/

    The best flat phpBB theme around. Period. Fine craftmanship and [...]

    Do you need a super MOD? Well here it is. chew on this

    All you need is right here. Content tag, SEO, listing, Pizza and spaghetti [...]

    Lasagna on me this time ok? I got plenty of cash

    this should be fantastic. but what about links,images, bbcodes etc etc? [...]