Get on Google Play

বিভিন্ন পরীক্ষার সহায়ক মডেল টেস্ট এবং সাজেশন
#3043
১। বাংলাদেশের সাথে কয়টি দেশের সীমান্ত রয়েছে?
ক) ২টি
খ) ৩টি
গ) ৪টি
ঘ) একটিও না
উত্তরঃ ক) ২টি

২) গারো পাহার কোন জেলায় অবস্থিত?
ক) চট্রগ্রাম
খ) ময়মনসিংহ
গ) সিলেট
ঘ) কক্সবাজার
উত্তরঃ খ) ময়মনসিংহ

৩) বাংলাদেশের নদী গবেষণা ইনস্টিটিউট কোথায় অবস্থিত?
ক) ঢাকা
খ) চট্রগ্রাম
গ) ফরিদপুর
ঘ) বরিশাল
উত্তরঃ ঘ) ফরিদপুর

৪) বাংলাদেশ রুটির ঝুড়ি বলা হয় কোন জেলাকে?
ক) নাটোর
খ) নওগাঁ
গ) দিনাজপুর
ঘ) ঠাকুরগাঁও
উত্তরঃ গ) দিনাজপুর

৫) বাংলাদেশ কমনওয়েলথ এর কততম সদস্য রাষ্ট্র?
ক) ৩৬তম
খ) ৪০তম
গ) ৩৮তম
ঘ) ৪২তম
উত্তরঃ [ ব্যাখ্যাঃ ১৮ এপ্রিল, ১৯৭২ সালে বাংলাদেশ
কমনওয়েলথ এর ৩২তম সদ্যসপদ লাভ করে।]

৬) বাংলাদেশের কোন মসজিদকে ইউনেস্কো
বিশ্ব ঐতিহ্য স্থান ঘোষণা করেছে?
ক) কুসুম্বা মসজিদ
খ) ষাট গম্বুজ মসজিদ
গ) আতিয়া জামে মসজিদ
ঘ) ছোট সোনা মসজিদ
উত্তরঃ খ) ষাট গম্বুজ মসজিদ

৭) সুইফট কোডের সংখ্যা কত?
ক) ৬
খ) ৮
গ) ১০
ঘ) ১২
উত্তরঃ গ) ১০

৮) HTML-এর পূর্নরূপ কী?
ক) High Time Made up Language
খ) Hyper Test Multi Language
গ) Hyper Text Mark up Language
ঘ) High Teller Maximum Language
উত্তরঃ গ) Hyper Text Mark up Language

৯) বাংলা নববর্ষ পহেলা বৈশাখ চালু করেন কে?
ক) সম্রাট আকবর
খ) আবুল ফজল
গ) রবীন্দ্রনাথ ঠাকুর
ঘ) ড. মুহম্মাদ শহীদুল্লাহ
উত্তরঃ ক) সম্রাট আকবর

১০) কেন্দ্রীয় শহিদ মিনারের স্থপতি কে?
ক) মাইনুল হোসেন
খ) হামিদুর রহমান
গ) শামীম শিকদার
ঘ) হামিদজ্জামান
উত্তরঃ খ) হামিদুর রহমান

১১) মালেশিয়ার মুদ্রার নাম কী?
ক) রিংগিট
খ) রুবল
গ) পেসো
ঘ) সীম
উত্তরঃ ক) রিংগিট

১২) হিউম্যান প্যাপিলোমা কী?
ক) ছত্রাক
খ) ব্যাকটেরিয়া
গ) ভাইরাস
ঘ) অণুজীব
উত্তরঃ গ) ভাইরাস

১৩) ‘নিরাপদ মাতৃত্ব দিবস’ কবে?
ক) ২৪ মে
খ) ২৬ মে
গ) ২৮ মে
ঘ) ৩০ মে
উত্তরঃ গ) ২৮ মে

১৪) ইনসুলিন কে আবিস্কার করেন?
ক) ফ্রেডেরিক হপকিন্স
খ) অ্যালেকজান্ডার ফ্লেমিং
গ) গেরহার্ড ডোমাক
ঘ) অ্যাড ওয়ার্ড জেনার
উত্তরঃ [ ব্যাখ্যাঃ অপশনে সঠিক উত্তর নেই। ১৯২২ সালে কানাডার
দুইজন চিকিৎসাবিদ ফ্রেডরিক বেন্টিং ও চার্লস বেস্ট ইনসুলিন আবিস্কার করেন।]

১৫) টেস্ট ক্রিকেটে দ্রুততম সেঞ্চুরি করেন কে?
ক) ব্রায়ান লারা
খ) ভিভ রিচার্ডাস
গ) এবিডি ভিলিয়ার্স
ঘ) ব্রেন্ডন ম্যাককালাম
উত্তরঃ ঘ) ব্রেন্ডন ম্যাককালাম

১৬) মহাকর্ষীয় তরঙ্গ আবিষ্কারক দীপংকর তালকদারের নিজ জেলা কোনটি?
ক) বরিশাল
খ)বরগুনা
গ) ঝালকাঠি
ঘ) পটয়াখালী
উত্তরঃ খ)বরগুনা

১৭) বিশ্বের সর্বাদিক ব্যবহৃত ভাষার মধ্যে বাংলার অবস্থান কততম?
ক) ৪র্থ
খ) ৫ম
গ) ৬ষ্ঠ
ঘ) ৭ম
উত্তরঃ ঘ) ৭ম

১৮) কোন জেলাকে শস্য ভান্ডার বলা হয়?
ক) রংপুর
খ) বরিশাল
গ) যশোর
ঘ) ময়মনসিংহ
উত্তরঃ খ) বরিশাল

১৯) ২১শে ফেব্রুয়ারিকে ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’
হিসেবে ঘোষনা করা হয় কত সালের কত তারিখে?
ক) ১৭ নভেম্বর, ১৯৯৯
খ) ১৮ নভেম্বর, ১৯৯৯
গ) ১৯ নভেম্বর, ১৯৯৯
ঘ) ২০ নভেম্বর, ১৯৯৯
উত্তরঃ ক) ১৭ নভেম্বর, ১৯৯৯

২০) কিসের অভাবে গলগন্ড রোগ হয়?
ক) আমিষ
খ) শর্করা
গ) আয়োডিন
ঘ) ভিটামিন
উত্তরঃ গ) আয়োডিন

২১) লাল গ্রহ কাকে বলে?
ক) মঙ্গল গ্রহ
খ) বুধ
গ) বৃহস্পতি গ্রহ
ঘ) শনি গ্রহ
উত্তরঃ ক) মঙ্গল গ্রহ

২২) এপিকালচার কী?
ক) পাখি পালন বিদ্যা
খ) মৌমাছি পালন বিদ্যা
গ) মৎস পালন বিদ্যা
ঘ) গুটি পোকা চাষ বিদ্যা
উত্তরঃ খ) মৌমাছি পালন বিদ্যা

২৩) সিসমোগ্রাফ কী?
ক) রক্তচাপ মাপক যন্ত্র
খ) ভূমিকম্প মাপক যন্ত্র
গ) বৃষ্টি মাপক যন্ত্র
ঘ) সমদ্রের গভীরতা মাপক যন্ত্র
উত্তরঃ খ) ভূমিকম্প মাপক যন্ত্র

২৪) বাংলাদেশকে স্বীকৃতিদানকারি দ্বিতীয় দেশ কোনটি?
ক) ভারত
খ) ভূটান
গ) মালয়েশিয়া
ঘ) সেনেগাল
উত্তরঃ খ) ভূটান

২৫) ‘আরেক ফাল্গুন’ গ্রন্থটি রচয়িতা কে?
ক) জহির রায়হান
খ) শওকত ওসমান
গ) সৈয়দ শামসুল হক
ঘ) সেলিনা হোসেন
উত্তরঃ ক) জহির রায়হান

২৬) কোন বানানটি শুদ্ধ?
ক) মাষ্টার
খ) পোশাক
গ) জিনিষ
ঘ) পোষ্ট অফিস
উত্তরঃ খ) পোশাক

২৭) কোন বিরাম চিহ্নের বিরতিকাল নেই?
ক) হাইফেন
খ) কমা
গ) সেমিকোলন
ঘ) কোলন
উত্তরঃ ক) হাইফেন

২৮) কোন বানানটি শুদ্ধ?
ক) বিভিষিকা
খ) বিভীষিকা
গ) বিভিষীকা
ঘ) বিভীষীকা
উত্তরঃ খ) বিভীষিকা

২৯) আলালী বা হুতোমী ভাষা বলা হয় কোন ভাষাকে?
ক) সাধু
খ) চলিত
গ) ইংরেজি
ঘ) সংস্কৃত
উত্তরঃ খ) চলিত

৩০) ‘দুহিতা’-এর বিপরীত শব্দ কোনটি?
ক) পুত্র
খ) কন্যা
গ) স্ত্রী
ঘ) স্বামী
উত্তরঃ ক) পুত্র

৩১) ‘Autonomous’ শব্দের অর্থ-
ক) স্বাক্ষর
খ) স্বায়ত্তশাসিত
গ) সত্যায়িত
ঘ) সংশোধিত
উত্তরঃ খ) স্বায়ত্তশাসিত

৩২) ‘জায়া’ শব্দের সমার্থক শব্দ-
ক) অর্ধাঙ্গিনী
খ) কন্যা
গ) নন্দিনী
ঘ) ভগিনি
উত্তরঃ ক) অর্ধাঙ্গিনী

৩৩) ‘চতুষ্পদ’ শব্দের সন্ধি-বিচ্ছেদ কোনটি?
ক) চতুর+পদ
খ) চতুষ+পদ
গ) চতু+পদ
ঘ) চতুঃ+পদ
উত্তরঃ ঘ) চতুঃ+পদ

৩৪) ‘সিংহপুরুষ’ কোন সমাস?
ক) উপমান কর্মাধারায়
খ) উপপদ তৎপুরুষ
গ) উপমিত কর্মধারায়
ঘ) অব্যয়ীভাব
উত্তরঃ গ) উপমিত কর্মধারায়

৩৫) ‘মানব’ শব্দের প্রকৃতি ও প্রত্যয় কোনটি?
ক) মনু+ষ্ণ
খ) মনু+আব
গ) মা+নব
ঘ) মান+আব
উত্তরঃ ক) মনু+ষ্ণ

৩৬) যে উপকারীর অপকার করে-
ক) কৃতজ্ঞ
খ) অকৃতজ্ঞ
গ) কৃতঘ্ন
ঘ) অকৃতঘ্ন
উত্তরঃ গ) কৃতঘ্ন

৩৭) ‘পাপে বিরত থাকো’- কোন কারকে কোন বিভক্তি?
ক) অপাদান কারকে সপ্তমী বিভক্তি
খ) করণ কারকে সপ্তমী বিভক্তি
গ) অধিকরণ কারকে সপ্তমী বিভক্তি
ঘ) কর্ম কারকে সপ্তমী বিভক্তি
উত্তরঃ ক) অপাদান কারকে সপ্তমী বিভক্তি

৩৮) ‘Edition’ শব্দের অর্থ-
ক) সংস্করণ
খ) সম্পাদক
গ) সম্পাদকীয়
ঘ) অনুসন্ধান
উত্তরঃ ক) সংস্করণ

৩৯) ‘রাত্রি’ শব্দের সমার্থক শব্দ নয় কোনটি?
ক) শর্বরী
খ) ত্রিযামা
গ) ক্ষণদা
ঘ) ভানু
উত্তরঃ ঘ) ভানু

৪০) ‘যা পূর্বে ছিল এখন নেই’- বাক্য সংকোচন কোনটি?
ক) ভূতপূর্ব
খ) অভূতপূর্ব
গ) অতীত
ঘ) বর্তমান
উত্তরঃ ক) ভূতপূর্ব

৪১) ‘কেতাদুরস্ত’ বাগধারার অর্থ কী?
ক) অলস
খ) পরিশ্রমী
গ) পরিপাটি
ঘ) দীর্ঘজীবী
উত্তরঃ গ) পরিপাটি

৪২) ‘সন্ধি’ ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়?
ক) রূপতত্ত্বে
খ) বাক্যতত্ত্বে
গ) অর্থতত্ত্বে
ঘ) ধ্বনিতত্ত্বে
উত্তরঃ ঘ) ধ্বনিতত্ত্বে

৪৩) বাংলাভাষার যতি চিহ্নের প্রচলন করেন কে?
ক) রবীন্দ্রনাথ ঠাকর
খ) বঙ্কিমচন্দ্র চট্রোপাধ্যায়
গ) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
ঘ) প্যারীচাদ মিত্র
উত্তরঃ গ) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর

৪৪) ‘মহিমা’ শব্দের প্রকৃতি ও প্রত্যয় কোনটি?
ক) মহি+মা
খ) মহৎ+ইমন
গ) মহা+ইমা
ঘ) মহিম+য়া
উত্তরঃ খ) মহৎ+ইমন

৪৫) ‘আবির্ভাব’-এর বিপরীত শব্দ কোনটি?
ক) অভাব
খ) স্বভাব
গ) তিরোভাব
ঘ) অনুভাব
উত্তরঃ গ) তিরোভাব

৪৬) ‘দহরম মহরম’- এর বিপরীত বাগদারা কোনটি?
ক) জিলাপির প্যাঁচ
খ) অহি-নকুল
গ) দুধের মাছি
ঘ) বসন্তের কোকিল
উত্তরঃ খ) অহি-নকুল

৪৭) নিচের কোন বানানটি শুদ্ধ?
ক) ন্যুনতম
খ) নূনতম
গ) নূন্যতম
ঘ) নুন্যতম
উত্তরঃ গ) নূন্যতম

৪৮) ‘সৌম্য’ শব্দের বিপরীত শব্দ কোনটি?
ক) শান্ত
খ) সুন্দুর
গ) উগ্র
ঘ) কৃষ্ণ
উত্তরঃ গ) উগ্র

৪৯) ‘ডাক্তার ডাক’- কোন কারকে কোন বিভক্তি?
ক) কর্তৃকারকে ষষ্ঠী বিভক্তি
খ) কর্মকারকে শূন্য বিভক্তি
গ) করন কারকে শূন্য বিভক্তি
ঘ) কর্তৃকারকে শূন্য বিভক্তি
উত্তরঃ খ) কর্মকারকে শূন্য বিভক্তি

৫০) ‘মৌমাছি’ কোন সমাস?
ক) কর্মধারয় সমাস
খ) বহুব্রীহি সমাস
গ) দ্বিগু সমাস
ঘ) অব্যয়ীভাব সমাস
উত্তরঃ ক) কর্মধারয় সমাস
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    197 Views
    by tasnima
    0 Replies 
    5626 Views
    by bdchakriDesk
    0 Replies 
    211 Views
    by shohag
    0 Replies 
    823 Views
    by rajib
    0 Replies 
    210 Views
    by mousumi
    long long title how many chars? lets see 123 ok more? yes 60

    We have created lots of YouTube videos just so you can achieve [...]

    Another post test yes yes yes or no, maybe ni? :-/

    The best flat phpBB theme around. Period. Fine craftmanship and [...]

    Do you need a super MOD? Well here it is. chew on this

    All you need is right here. Content tag, SEO, listing, Pizza and spaghetti [...]

    Lasagna on me this time ok? I got plenty of cash

    this should be fantastic. but what about links,images, bbcodes etc etc? [...]