Get on Google Play

বিষয় ভিত্তিক প্রস্তুতি : বাংলদেশ ও বিশ্ব, দৈনন্দিন বিজ্ঞান এবং সাম্প্রতিক ঘটনাবলি
#7367
১। বাউল গানকে কি সাহিত্য বলা হয়?
- তত্ত্ব সাহিত্য
২। কবিগানের রচিয়তা ছিলেন কারা—
- নিম্ন বর্ণের হিন্দু
৩। চাচা কাহিনীর লেখক কে?
- সৈয়দ মুজতবা আলী
৪। পঞ্চপাণ্ডব বলা হয় কাদের—
- তিরিশের কবিদের
৫। খানকাহ্ কি?
- সুফীদের আস্তানা
৬। 'এ জগতে হায়, সেই বেশি চায় আছে যার ভূরি ভূরি রাজার হস্ত করে সমস্ত কাঙ্গালের ধন চুরি'— চরণটি কোন কবিতার অংশ?
- দুই বিঘা জমি
৭। 'কত ছবি, কত গান'— এর লেখক কে?
- আলাউদ্দিন আল আজাদ
৮। "মরিতে চাহিনা আমি সুন্দর ভুবনে" —এই চরণটি কার লেখা?
- রবীন্দ্রনাথ ঠাকুর
৯। "এ ভরা বাদর মাহ ভাদর
শূন্য মন্দির মোর" —এ পঙতিটির রচিয়তা কে?
- বিদ্যাপতি
১০। 'কমলাকান্তের দপ্তর' বঙ্কিমচন্দ্রের একটি —
- রম্যরচনা গ্রন্থ
১১।' কার্য ' শব্দের প্রকৃতি ও প্রত্যয় কোনটি?
- √কৃ + য
১২। দিন ও রাতের সন্ধিক্ষণ— এক কথায় কি হবে?
- গোধূলি
১৩। 'স্মৃতিসৌধ' কোন কর্মধারয় সমাস?
- মধ্যপদলোপী
১৪। যে কাজ এখনো চলছে তাকে কি বলে?
- ঘটমান বর্তমান
১৫। ' আমার বই পড়া হয়েছে ' বাক্যটির কর্তৃবাচ্য রূপ হচ্ছে —
- আমি বই পড়েছি
১৬। 'চকলেট' কোন ভাষার শব্দ?
- মেক্সিকান
১৭। 'নজরুলজয়ন্তী' হচ্ছে—
- নজরুলের জন্ম দিবস
১৮। 'মন্ত্রের সাধন কিংবা শরীর পাতন' — এখানে কিংবা কোন অব্যয়?
- বিয়োজক অব্যয়
১৯। 'সন্ধ্যায় সূর্য অস্ত যায়' — কোন বর্তমান কালের উদাহরণ?
- নিত্যবৃত্ত
২০। 'গাঁয়ে ফু দিয়ে বেড়ানো' বাগধারাটির অর্থ কি?
- কোন দায়িত্ব গ্রহণ না করা
২১। তিন ঘণ্টা ধরে প্রবল বৃষ্টি হচ্ছে
- it has been raining heavily for three hours.
২২। ট্রেন না আসা পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করতে হবে
- we shall have to wait until train arrives.
২৩। তার স্বপ্ন কখনো বাস্তবায়িত হবে না
- his dream will never come into reality.
২৪। হয় সংগ্রাম কর, নতুবা অত্যাচারীত হও।
- either fight or be oppressed
২৫। চন্দ্র যেন রাতের প্রদীপ
- the moon is as it were the lamp of the night
২৬। অপমানের চেয়ে মৃত্যু শ্রেয়
- death is preferable to dishonour
২৭। কলম দুটির একটিতেও চলবে না
- neither of the pens will do
২৮। আমি অর্থের চেয়ে সন্মান পছন্দ করি
- i prefer honour to money
২৯। মৃত্যুর সময় অসময় নেই
- death knows no times
৩০। ছাত্রজীবন শিক্ষা লাভের সময়
- student life is the time for receiving education
৩১। আপন ভালো তো জগৎ ভালো
- to the pure all things are pure
৩২। বিনা মেঘে বজ্রপাত
- A bolt from the blue
৩৩। মরা হাতী লাখ টাকা
- the very ruins of greatness are great
৩৪। যেমন কর্ম তেমন ফল
- as you sow, so you reap
৩৫। যতক্ষণ শ্বাস ততক্ষণ আশ
- while there is life, there is hope
৩৬। বাংলার নারীরা প্রথম ভোটাধিকার অর্জন করেন কবে?
- ১৯২৯ সালে
৩৭। দোজোংখা কোন দেশের ভাষা?
- ভুটান
৩৮। আইসল্যান্ডের আইনসভার নাম কি?
- আলথিং
৩৯। জার্মানির বিমান সংন্থার নাম কি?
- লুফথানসা
৪০। জাতিসংঘের প্রথম মহিলা উপমহাসচিব কে?
- লুইজি ফ্রেজেট
৪১। বিশ্বের কোন দেশে প্রথম মার্স ভাইরাস দেখা যায়?
- সৌদি আরব
৪২। যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণঙ্গ পররাষ্ট্র মন্ত্রী কে?
- কলিন পাওয়েল
৪৩। বাংলাদেশের ভাসমান হাসপাতালের নাম কি?
- জীবনতরী
৪৪। ল্যান্ড অব মার্বেল কোন দেশের উপনাম?
- ইতালি
৪৫। পৃথিবীর প্রধান লৌহ উৎপাদনকারী দেশ কোনটি?
- চীন
৪৬। আফ্রিদি উপজাতির বাস কোথায়?
- পাকিস্তান
৪৭। পৃথিবীর উচ্চতম রাজধানী শহর কোনটি?
- লাপাজ
৪৮। পশ্চিম তীর কোন নদীর তীরে অবস্থিত?
- জর্ডান
৪৯। ফার্ণ আমাদের দেশে কি নামে পরিচিত?
- ঢেঁকিশাক
৫০। প্রথম নারী মহাকাশচারী কে?
- ভ্যালেন্তিনা তেরেসকোভা
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    201 Views
    by shohag
    0 Replies 
    813 Views
    by rajib
    0 Replies 
    197 Views
    by tamim
    0 Replies 
    191 Views
    by tasnima
    0 Replies 
    166 Views
    by raja

    বিষয় : রাষ্ট্রপতির কার্যালয়, আপন বিভাগের “[…]

    বিষয় : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্[…]

    Amendment of Vacancy announcement for the post of […]