Get on Google Play

বিষয় ভিত্তিক প্রস্তুতি : বাংলদেশ ও বিশ্ব, দৈনন্দিন বিজ্ঞান এবং সাম্প্রতিক ঘটনাবলি
#7317
খ. আন্তর্জাতিক বিষয়াবলি ও চলতি ঘটনাবলি
* রাশিয়ায় প্রথম পঞ্চবার্ষিক পরিকল্পনা গ্রহণ করেন – জোসেফ স্ট্যালিন।
* ব্যাবিলনের শূন্যোদ্যান নির্মিত হয় – রাজা নেবুচাঁদনেজারের রানি আমিতিস-এর মনোরঞ্জনের জন্য।
* সুইডেন নরওয়ের সাথে একত্রিত হয় – ১৮১৪ সালে।
* মার্শাল দ্বীপপুঞ্জের প্রতিরক্ষা ও অর্থনীতি নিয়ন্ত্রণ করে – যুক্তরাষ্ট্র।
* মার্কিন যুক্তরাষ্ট্রের কনিষ্ঠতম প্রেসিডেন্ট ছিলেন – থিওডোর রুজভেল্ট।
* চীনা জনগোষ্ঠী মূলত যে বংশোদ্ভূত – মঙ্গোলীয়।
* ‘ইন্তিফাদা’ হলো – ইসরায়েলি দখলদারিত্বের বিরুদ্ধে ফিলিস্তিনিদের গণজাগরণ।
* আফগানিস্তানে জহির শাহকে বিতাড়িত করে ক্ষমতায় আসেন – দাউদ খান।
* ইনকা সভ্যতা গড়ে উঠেছিল – দক্ষিণ আমেরিকায়।
* তালেবান-মার্কিন চুক্তি স্বাক্ষরিত হয় – ২৯ ফেব্রুয়ারি ২০২০।
* চীনের পার্লামেন্ট ভবনের নাম – গ্রেট হল অব দি পিপলস।
* চীন প্রজাতন্ত্রের প্রথম প্রেসিডেন্ট – সান ইয়াৎসেন।
* ইরান-যুক্তরাষ্ট্র কূটনৈতিক সম্পর্ক ছিন্ন হয় – ১৯৮০ সালে।
* ২০০৭ সালে মিয়ানমারে বৌদ্ধ ভিক্ষুর আন্দোলন যে নামে পরিচিত – স্যাফরন বিপ্লব (জাফরানি বিপ্লব)।
* ‘থাইল্যান্ড’ শব্দের অর্থ – স্বাধীন ভূমি বা মুক্তভূমি।
* ’ইউরোপের লৌহমানবী’ হিসেবে পরিচিত – মার্গারেট থ্যাচার।
* ফরাসি বিপ্লবের সূচনা হয় – বাস্তিল দুর্গ আক্রমণের মধ্য দিয়ে।
* আয়তন ও জনসংখ্যায় আফ্রিকার ক্ষুদ্রতম দেশ – সিচেলেস।
* পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম স্বাদু পানির হ্রদ – ভিক্টোরিয়া।
* দক্ষিণ সুদানের স্বাধীনতার নেতৃত্ব দেন – জন গারাং মাবিওর।
* ‘লাইন অব কন্ট্রোল’ যে দু’দেশের সীমানা – ভারত ও পাকিস্তান।
* শেনঝেন’ চুক্তি হচ্ছে – অবাধ চলাচল সংক্রান্ত চুক্তি।

গ. বিজ্ঞান-প্রযুক্তি, পরিবেশ এবং রোগব্যাধি সম্পর্কি মৌলিক জ্ঞান
* মেঘাচ্ছন্ন আকাশে রাত অপেক্ষাকৃত গরম হয়, কারণ – মেঘ মাটি থেকে বায়ুতে চাপ বিকিরণে বাঁধা দেয়।
* সাধারণত ট্রানজিস্টরের ব্যবহার – বিবর্ধক হিসেবে।
* মহাজাগতিক রশ্মির আবিষ্কারক – বিজ্ঞানী হেস।
* কার্বনের দুটি রূপভেদ হলো – হীরক ও গ্রাফাইট।
* ‘টেস্টিং সল্ট’ নাম পরিচিত – মনো সোডিয়াম গ্লুটামেট।
* সৌরকোষে ব্যবহৃত হয় – সিলিকন।
* জারণ-বিজারণ বিক্রিয়ায় ধাতুর ক্ষয়কে বলে – করোসান।
* PVC হলো – CH2=CHCI ।
* ফসফরাস হলো – একটি গ্রিক শব্দ যার অর্থ দীপ্তিমান।
* জীব ও জড়ের মধ্যে সংযোগ রক্ষাকারী হলো – ভাইরাস।
* কম্পিউটারের ব্রেইন হলো – মাইক্রোপ্রসেসর।
* ‘হার্ডডিস্ক’ মাপার একক হলো - গিগাবাইট।
* ‘ মেকিন্টোস প্ল্যাটফর্মে জনপ্রিয় ইন্টারফেস হলো – ফায়ারওয়্যার।
* প্রোটিন পরিপাক শুরু হয় – পাকস্থলীতে।
* রেডিও আইসোটোপ ব্যবহৃত হয় - গলগণ্ড রোগ নির্ণয়ে।
* দুধকে টক করে – ব্যাটেরিয়া।
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    213 Views
    by tamim
    0 Replies 
    179 Views
    by raja
    0 Replies 
    197 Views
    by tasnima
    1 Replies 
    863 Views
    by tasnima
    0 Replies 
    44 Views
    by bdchakriDesk
    long long title how many chars? lets see 123 ok more? yes 60

    We have created lots of YouTube videos just so you can achieve [...]

    Another post test yes yes yes or no, maybe ni? :-/

    The best flat phpBB theme around. Period. Fine craftmanship and [...]

    Do you need a super MOD? Well here it is. chew on this

    All you need is right here. Content tag, SEO, listing, Pizza and spaghetti [...]

    Lasagna on me this time ok? I got plenty of cash

    this should be fantastic. but what about links,images, bbcodes etc etc? [...]