Get on Google Play

বিষয় ভিত্তিক প্রস্তুতি : বাংলদেশ ও বিশ্ব, দৈনন্দিন বিজ্ঞান এবং সাম্প্রতিক ঘটনাবলি
#4783
১.কলেরা বা উদরাময় কী?
-এক ধরনের ব্যাকটেরিয়া অস্ত্রে সংক্রমিত হওয়ার ফলে সৃষ্ট রোগ।
২.কর্ণগ্রন্থির প্রদাহজনিত ছোঁয়াচে রোগ কোনটি?
-মাম্পস।
৩.আমিষের অভাবে শিশুদের কোন রোগ হয়?
-মেরাসমাস ও কোয়াশিয়রকর।
৪.বিশ্বের প্রথম বার্ড ফ্ল’র অস্তিত্ব পাওয়া যায় কোথায়?
-হংকং।
৫.বাংলাদেশের সর্বাধিক আর্সেনিক পাওয়া যায় কতটি জেলায়?
-৬১টি।
৬.পেনিসিলিন কী দিয়ে তৈরি হয়?
-পেনিসিলিয়াম নামক ছত্রাক।
৭.মানবদেহে রক্তের গ্লকোজের মাত্রা অভুক্ত অবস্থায় সাধারণত কত?
-৮০-৯০ মিলিগ্রাম।
৮.মানবদেহে জিনের প্রভাব কোনটিতে?
-বংশগতি, মানব স্বভাব, বিভন্ন রোগ ইত্যাদি।
৯.ডিএনএ আবিষ্কৃত হয় কত সালে?
-১৯৫৩ সালে।
১০.মানবদেহের সবচেয়ে ছোট গ্রন্থি কোনটি?
-কানের অস্থি।
১১.মেলানিন খুব বেশি পরিমাণ থাকলে গায়ের রং কী হয়?
-কালো।
১২.মানুষের রক্তে বিলিরুবিনের স্বাভাবিক মাত্রা কত?
-০.২-০.৮ মিগ্রাম।
১৩.মস্তিষ্কের রক্তনালিতে রক্ত জমাট বাধলে তাকে কী বলে?
-সেরিব্রাল থ্রাম্বোসিস।
১৪.হার্ট অ্যাটাক হলো –
-হঠাৎ করে হৃদস্পন্দন বন্ধ হয়ে যাওয়া।
১৫.মানুষ যখন চিন্তা করে তখন মস্তিষ্কের কোন অংশটি কাজ করে?
-সেরিব্রাম।
১৬.অ্যান্টিবডি ক্ষরণ করে –
-প্লাজমা কোষ
১৭.বাংলাদেশের একমাত্র ওষুধ প্রতিষ্ঠানের নাম কী?
-এসেনসিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেড।
১৮.বাংলাদেশের প্রধান ডায়া্েটিস চিকিৎসা কেন্দ্রর নাম কী?
-বারডেম।
১৯.সাইনাসের প্রদাহজনিত রোগকে কী বলে?
-সাইনুসাইটিস।
২০.আর্সেনিকের প্রতীক কী?
-As.
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    740 Views
    by bdchakriDesk
    0 Replies 
    26 Views
    by bdchakriDesk
    0 Replies 
    26 Views
    by bdchakriDesk
    0 Replies 
    201 Views
    by shohag
    0 Replies 
    198 Views
    by tamim

    বিষয় : রাষ্ট্রপতির কার্যালয়, আপন বিভাগের “[…]

    বিষয় : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্[…]

    Amendment of Vacancy announcement for the post of […]