Get on Google Play

বিষয় ভিত্তিক প্রস্তুতি : বাংলদেশ ও বিশ্ব, দৈনন্দিন বিজ্ঞান এবং সাম্প্রতিক ঘটনাবলি
#4582
১.বাংলাদেশের কোথায় কোথায় বন্য কুকুর দেখা যায়?
-সুন্দরবন এবং দেশের পূর্বাঞ্চলীয় পাহাড়িয়া বনভূমিতে।
২.বাংলাদেশের কোথায় অধিক পরিমাণে কুমির বাস করে?
-সুন্দরবনের পানিতে।
৩.পৃথিবীর কোন অঞ্চল থেকে বাংলাদেশে অতিথি পাখিরা আসে?
-সূদুর সাইবেরিয়া থেকে।
৪.বাংলাদেশের বৃহত্তম পশু কোনটি?
-হাতি।
৫.খামার পর্যায়ে ছাগল পালনে ছাগলের কোন অঙ্গে নম্বর লাগাতে হয়?
-কানে।
৬.বাংলাদেশের হরিণ প্রজনন কেন্দ্রটি কোথায় অবস্থিত?
-কক্সবাজার জেলার চকোরিয়াতে।
৭.বাংলাদেশের মহিষ প্রজনন কেন্দ্রটি কোথায় অবস্থিত?
-বাগেরহাটে।
৮.কোন নদীতে কুমির সদৃশ ঘড়িয়াল দেখা যায়?
-পদ্মা নদীতে।
৯.বাংলাদেশের কোন কোন জেলায় গোচারনের জন্য বাথান আছে?
-পাবনা ও সিরাজগঞ্জে।
১০.যমুনাপাড়ী ছাগলের অপর নাম কী?
-রাম ছাগল।
১১.বাংলাদেশে কত প্রকারের স্তন্যপায়ী পশু দেখা যায়?
-১০৫ প্রকারের।
১২.বাংলাদেশে কত প্রজাতির সরীসৃপ প্রাণী দেখা যায়?
-১২০ প্রজাতির।
১৩.বাংলাদেশে কত প্রজাতির পাখি দেখা যায়?
- ৫৬৭ প্রজাতির।
১৪.ব্ল্যাক বেঙ্গল কী?
-কালো জাতের ছাগল।
১৫.বাংলাদেশে কয়টি ভেটেরিনারি বিশ্ববিদ্যালয় আছে?
-১টি।
১৬.বাংলোদেশে কতটি ভেটেরিনারি কলেজ আছে?
-৩টি।
১৭.মুরগির সবচেয়ে মারাত্মক রোগ কোনটি?
-রানীক্ষেত।
১৮.মুরগীর ডিম ফুটে বাচ্চা বের হয় কতদিনে?
-২১ দিনে।
১৯.হাঁসের ডিম ফুটে বাচ্চা বের হয় কতদিনে?
-২৮দিনে।
২০.কবুতর ও কোয়েলের ডিম থেকে কতদিনে বাচ্চা বের হয়?
-১৮ দিনে।
২১.ফাওমি কোন দেশের মুরগী?
-মিশরীয়।
২২.গরু ও মহিষের গর্ভকাল কতদিন?
-২৮০ দিন।
২৩.পশুর ক্ষুরা রোগ কোন জীবাণু দ্বারা হয়?
-ভাইরাস।
২৪.প্রতি মিনিটে গরু-মহিষের স্বাভাবিক শ্বাস-প্রশ্বাসের হার কত?
-১২-১৬।
২৫.কুকুর কামড়ানোর কতদিন পর জলাতঙ্ক রোগের লক্ষণ দেখা যায়?
-সাধারণত ৭-১০ দিন পর।
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    99 Views
    by shahan
    0 Replies 
    83 Views
    by rafique
    0 Replies 
    91 Views
    by raihan
    0 Replies 
    391 Views
    by sajib
    0 Replies 
    228 Views
    by kajol
    long long title how many chars? lets see 123 ok more? yes 60

    We have created lots of YouTube videos just so you can achieve [...]

    Another post test yes yes yes or no, maybe ni? :-/

    The best flat phpBB theme around. Period. Fine craftmanship and [...]

    Do you need a super MOD? Well here it is. chew on this

    All you need is right here. Content tag, SEO, listing, Pizza and spaghetti [...]

    Lasagna on me this time ok? I got plenty of cash

    this should be fantastic. but what about links,images, bbcodes etc etc? [...]