Get on Google Play

বিষয় ভিত্তিক প্রস্তুতি : বাংলদেশ ও বিশ্ব, দৈনন্দিন বিজ্ঞান এবং সাম্প্রতিক ঘটনাবলি
#3410
১. পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি কবে হয়েছিল
= ২ ডিসেম্বর , ১৯৯৭ । এতে স্বাক্ষর করেন বাংলাদেশ সরকারের পক্ষে আবুল হাসনাত আব্দুল্লাহ এবং শান্তি বাহিনীর পক্ষে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির নেতা সন্তু লারমা।
২. মুসলমান উপজাতি
=পাঙন ও লাউয়া
৩. মাতৃতান্ত্রিক উপজাতি
=গারো, খাসিয়া ( এদুটো বাদে সবগুলো পিতৃতান্ত্রিক )
৪. যে উপজাতির মধ্যে বিবাহ বিচ্ছেদ, বহু বিবাহ ও বিধবা বিবাহের প্রচলন রয়েছে
= হাজং
৫. উপজাতীয় সাংস্কৃতিক একাডেমি
- বিরিশিরি, নেত্রকোণা (প্রথম প্রতিষ্ঠিত; ১৯৭৭ সালে)
৬. ট্রাইবাল কালচারাল ইন্সটিটিউট
- রাঙামাটি
৭. ট্রাইবাল কালচার একাডেমি
- দিনাজপুর
৮. পার্বত্য চট্টগ্রামের উপজাতিদের বর্ষবরণকে সামগ্রিকভাবে বলা হয়- বৈসাবি
৯. ত্রিপুরাদের কাছে বর্ষবরণ--বৈসু
১০. মারমাদের কাছে বর্ষবরণ--সাংগ্রাইং
১১. চাকমাদের কাছে বর্ষবরণ—বিঝু নামে পরিচিত ।
১২. একমাত্র খেতাবপ্রাপ্ত আদিবাসী/উপজাতি মুক্তিযোদ্ধা- ইউ কে চিং (বীর বিক্রম)
১৩. ইউ কে চিং ছিলেন—মারমা উপজাতি ।
১৪. শান্তিবাহিনীর প্রতিষ্ঠাতা- মানবেন্দ্র নারায়ণ লারমা
১৫. শান্তিবাহিনীর বর্তমান চেয়ারম্যান- জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারাম (সন্তু লারমা)
১৬. জনসংখ্যায় সবচেয়ে বেশি – চাকমা ।
১৭. ‘চাকমা’ শব্দের অর্থ—মানুষ ।
১৮. চাকমা --চট্টগ্রাম, রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান (চট্টগ্রামের খাবার)
১৮. চাকমা বিদ্রোহের নায়ক- জুম্মা খান (কার্পাস বিদ্রোহ) (১৭৭৬-৮৭)
২০. চাকমাদের কাছে বর্ষবরণ—বিঝু নামে পরিচিত ।
২১. জনসংখ্যায় দ্বিতীয়- সাঁওতাল
২২. সাঁওতাল বাস করে--রাজশাহী, রংপুর, বগুড়া ও দিনাজপুর
২৩. সাঁওতাল বিদ্রোহের নায়ক- ২ ভাই কানু আর সিদু (১৮৫৫-৫৬)
২৪. সবচেয়ে বেশি উপজাতি বাস করে--পার্বত্য চট্টগ্রামে ।
২৫.. পার্বত্য চট্টগ্রামে উপজাতি বাস করে- ১৩টি
২৬ পার্বত্য চট্টগ্রামের প্রাচীনতম অধিবাসী- মুরং বা ম্রো
২৭. রাখাইনরা এসেছে- মায়ানমার থেকে

সংগৃহীত:-
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    231 Views
    by raihan

    বিষয় : রাষ্ট্রপতির কার্যালয়, আপন বিভাগের “[…]

    বিষয় : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্[…]

    Amendment of Vacancy announcement for the post of […]