Get on Google Play

বিষয় ভিত্তিক প্রস্তুতি : বাংলদেশ ও বিশ্ব, দৈনন্দিন বিজ্ঞান এবং সাম্প্রতিক ঘটনাবলি
#2963
১৫১। বস্তুর মধ্যে পদার্থের মোট পরিমাণকে কি বলে?
- ভর
১৫২। ক্যালকুলাস কে আবিষ্কার করেন?
- নিউটন
১৫৩। হোয়াইট হল কোথায় অবস্থিত?
- লন্ডন
১৫৪। বঙ্গভবন ব্রিটিশ আমলে কি নামে পরিচিত ছিলো?
- লাট ভবন
১৫৫। স্থায়ী সালিসি আদালত কোথায় অবস্থিত?
- হেগে
১৫৬। টুগরিক কোন দেশের মুদ্রার নাম?
- মঙ্গোলিয়া
১৫৭। ইসলাম খান বাংলার রাজধানী রাজমহল থেকে কোথায় নেন?
- ঢাকা
১৫৮। কসোভোকে স্বীকৃতি দানকারী প্রথম দেশ কোনটি?
- আফগানিস্তান
১৫৯। রেশম চাষকে বলা হয়?
- Sericulture
১৬০। সুমেরীয় সভ্যতা কোথায় গড়ে উঠেছিলো?
- মেসোপোটেমিয়ায়
১৬১। কনফুসিয়াস হল-
- চীনের দার্শনিক
১৬২। আলীবর্দী খান জাতিতে কি ছিলেন?
- তুর্কি
১৬৩। ভার্সাই নগরী কোন দেশে অবস্থিত?
- ফ্রান্স
১৬৪। মানবদেহের সবচেয়ে কঠিন পদার্থ কোনটি?
- এনামেল
১৬৫। এশীয় অবকাঠামো বিনিয়োগ ব্যাংক এর সদর দপ্তর
- বেইজিং, চীন।
১৬৬। এশীয় অবকাঠামো বিনিয়োগ ব্যাংক এর প্রেসিডেন্ট
- জিন লিকুন।
১৬৭। World Meteorological Organization এর বর্তমান মহাসচিব
- ফিনল্যান্ডের নাগরিক পেত্তেরি তালাশ।
১৬৮। “টু কিল এ মকিং বার্ড ” উপন্যাসের রচয়িতা কে
- যুক্তরাষ্ট্রের হারপার লি।
১৬৯। “দ্য নেম অব দ্য রোজ ” উপন্যাসের রচয়িতা
- ইতালির উমবের্তো একো।
১৭০। গম উৎপাদনে শীর্ষ জেলা
- ফরিদপুর।
১৭১। বাংলাদেশ থেকে সবচেয়ে বেশি জনশক্তি রপ্তানি করা হয়
- ওমানে।
১৭২। প্রথম বাংলাদেশি হিসেবে UNDP ‘র শুভেচ্ছা দূত নিযুক্ত হয়
- মাশরাফি বিন মর্তুজা।
১৭৩। দেশে বর্তমান ইউনিয়ন পরিষদের সংখ্যা
- ৪৫৫৩ টি।
১৭৪। কবি রফিক আজাদের মৃত্যু হয়
- ১২ মার্চ ২০১৬।
১৭৫। আরব লীগের নতুন ও বর্তমান (৮ম) মহাসচিব
- আহমেদ আবুল ঘেইত।
১৭৬। “জননী ও গর্বিত বর্ণমালা “ভাস্কর্যের স্থপতি
- মৃণাল হক। এটি ঢাকার পরিবাগে অবস্থিত।
১৭৭। বাংলাদেশের সর্বোচ্চ চূড়া “সাকা হাফং ” এ প্রথম আরোহীর নাম
- জিঙ ফুলেন।
১৭৮। দেশের প্রথম ও একমাত্র বিশ্ব বাণিজ্য কেন্দ্র প্রতিষ্ঠা করা হয়
- চট্টগ্রামে, ।
১৭৯। জিকা ভাইরাস কোন মশার মাধ্যমে ছড়ায়?
- এডিস।
১৮০। বর্তমান বিশ্বে সবচেয়ে দীর্ঘ উড়োজাহাজের নাম
- এয়ারল্যান্ডার ১০।
১৮১। মার্শাল দীপপুঞ্জের প্রথম নারী প্রেসিডেন্ট
- হিলদা হাইনে।
১৮২। Queen of facebook কে?
- সঙ্গীত শিল্পী শাকিরা।
১৮৩। আর্থিক লেনদেনের বার্তা প্রদানকারী আন্তর্জাতিক নেটওয়ার্ক ব্যবস্থার নাম - - SWIFT (Society for Worldwide Interbank Financial Telecommunication)
১৮৪। জাতিসংঘের সাবেক মহাসচিব বুট্রোস ঘালি মারা যান
- ১৬ ফেব্রুয়ারি ২০১৬।
১৮৫। নৌবাহিনীর প্রধানের পদবী – এডমিরাল বিমান বাহিনীর প্রধানের পদবী—
– এয়ার চীফ মার্শাল। (১৭ জানুয়ারী ২০১৬ এ পরিবর্তন আনা হয়)
১৮৬। ১ ফেব্রুয়ারি ২০১৬ কোন সংস্থার সামনে একুশে ভাস্কর্য উন্মোচন করা হয়? – জাতিসংঘ।
১৮৭। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট পদক প্রাপ্ত বাংলাদেশী নাগরিক —
– সাঈফ সালাউদ্দীন।
১৮৮। “গ্লোবাল ম্যাকেঞ্জি ইন্সটিটিউট ” এর তালিকায় বিশ্বের মাথাপিছু ঋণ
– ২৭,২০০ মার্কিন ডলার।
১৮৯। দেশে এই পর্যন্ত কতবার রোহিঙ্গা শুমারি হয়?
– ১ বার ।
১৯০। বর্তমানে দেশে উপজেলার সংখ্যা কতটি?
- ৪৯০টি ( সর্বশেষ কর্ণফুলী। )
১৯১। বর্তমানে দেশে থানার সংখ্যা কতটি?
- ৬৩৯টি ( সর্বশেষ মহিপুর, পুটুয়াখালী )
১৯২। বর্তমানে দেশে পৌরসভার সংখ্যা কতটি?
- ৩২৬টি ( আলফাডাঙ্গা, ফরিদপুর )
১৯৩। বর্তমানে মাথাপিছু আয় কত মার্কিন ডলার?
- ১৯০৯ মার্কিন ডলার
১৯৪। জনসংখ্যার ঘনত্ব (প্রতি বর্গ কি.মি.) কত?
- ১০৩০ জন
১৯৫। দেশে বর্তমানে সচিব পদের সংখ্যা কতটি?
- ১১০ টি
১৯৬। দেশে মোট স্থলবন্দর কয়টি?
- ২৩টি (বাল্লা, হবিগন্জ)
১৯৭। মোট সরকারি কলেজ কতটি?
- ৩২৪টি
১৯৮। ময়মনসিংহ বিভাগ সৃষ্টি করা হয় --
- ১৪ সেপ্টেম্বর ২০১৫ ( ৮ম, আয়তনে ক্ষুদ্র বিভাগ, জেলা- ৪টি)
১৯৯। ময়মনসিংহ বিভাগের সংসদীয় আসন --
- ২৪ টি।
২০০। জিডিপি প্রবৃদ্ধির হার কত?
- ৭.০৫%

সংগৃহীত
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    356 Views
    by sajib
    0 Replies 
    813 Views
    by rajib
    0 Replies 
    203 Views
    by kajol
    0 Replies 
    191 Views
    by tasnima
    0 Replies 
    72 Views
    by rafique

    বিষয় : রাষ্ট্রপতির কার্যালয়, আপন বিভাগের “[…]

    বিষয় : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্[…]

    Amendment of Vacancy announcement for the post of […]