Get on Google Play

বিষয় ভিত্তিক প্রস্তুতি : বাংলা ভাষা ও সাহিত্য
#7261
সাহিত্য
ক. প্রাচীন ও মধ্যযুগ
- চর্যাপদের যে পদগুলো পাওয়া যায় নি- ২৪,২৫,৪৮ এবং ২৩ এর কিছু অংশ বিশেষ।
- চর্যাপদ প্রকাশিত হয় – ১৯১৬ সালে, কলকাতার বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে।
- গৌরচন্দ্রিকার শ্রেষ্ঠ পদকর্তা – গোবিন্দ দাস।
- মর্সিয়া সাহিত্যের আদি কবি – শেখ ফয়জুল্লাহ।
- শ্রীকৃষ্ণকীর্তন প্রকাশিত হয় – ১৩টি খণ্ডে।
- চন্ডীমঙ্গল কাব্যের আদি কবি – মানিক দত্ত।
- ‘নবীবংশ’ যে কাব্য ‘কাসাসুল আম্বিয়া’।
- টপ্পাগানের পবর্তক বলা হয় – রামনিধি গুপ্তকে।
খ. আধুনিক যুগ (১৮০০-বর্তমান)
- মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার অন্যতম লেখক – ফোর্ট উইলিয়াম কলেজের।
- লিপিমালা (১৮০২) গ্রন্থটির রচয়িতা – রাম রাম বসু।
- ‘সুধাকর’ পত্রিকাটি প্রকাশিত হয় – ১৮৮৯ সালে।
- বাংলা সমালোচনা সাহিত্যের সূত্রপাত হয় – ঊনিশ শতকের মাঝামাঝি সময়ে।
- বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বিখ্যাত ব্যঙ্গরসাত্মক রচনা – কমলাকান্তের দপ্তর।
- ‘পেশোয়ার থেকে তাসখন্দ’ ভ্রমণকাহিনীর রচয়িতা – শহীদুল্লা কায়সার।
- বাংলা কাব্য সাহিত্যে আধুনিক যুগের প্রবর্তক – মাইকেল মধূসুদন দত্ত।
- বাংলা সাহিত্যের বিদ্রোহী প্রধান কাব্য – অগ্নিবীণা।
- অমিত্রাক্ষর ছন্দে রচিত প্রথম পূর্ণাঙ্গ গ্রন্থ - তিলোত্তমাসম্ভব কাব্য।
- ‘কিন্তু মনুষ্য কখনো পাষাণ হয় না’ উক্তিটি – বঙ্কিমচন্দ্রের রাজসিংহ উপন্যাসের।
- রবীন্দ্রনাথের প্রথম প্রকাশিত গীতিনাট্য – বাল্মীকি প্রতিভা।
- সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী এর উপাধি – স্বপ্নাতুর কবি।
- ‘লালসালু’ উপন্যাসে প্রতিবাদের প্রতীক – জমিলা।
- ’রক্তাক্ত প্রান্তর’ নাটকটির মূল উপজীব্য – ১৭৬১ সালের পানিপথের তৃতীয় যুদ্ধ।
- সৈয়দ শামসুল হক জন্মগ্রহণ করেন – ১৯৩৫ সালে কুড়িগ্রামে।
-’খেলারাম খেলে যা’ উপন্যাসকে বলা হয় – পিন-আপ নভেল।
- আল মাহমুদের স্মৃতিবিজড়িত নদী - তিতাস।
- ‘বলপয়েন্ট’ কার আত্মজীবনীমূলক গ্রন্থ – হুমায়ূন আহমেদ।
-’বেগম’ পত্রিকার প্রথম সম্পদক ছিলেন – সুফিয়া কামাল।
- শরৎচন্দ্রের প্রথম প্রকাশিত গল্পের নাম – মন্দির।
- সুকান্ত ভট্টাচার্য-এর পৈতৃক নিবাস – গোপালগঞ্জের কোলিপাড়ায়।
- ‘পদ্মরাগ’ উপন্যাসটির রচয়িতা – রোকেয়া সাখাওয়াত হোসেন।
- ‘মানুষের প্রতি বিশ্বাস হারানো পাপ’ উক্তিটি যে প্রবন্ধে উল্লেখ আছে – সভ্যতার সংকট।
- ‘ পদ্মানদীর মাঝি’ উপন্যাসটি যে পত্রিকায় প্রকাশিত হয় – পূর্বাশা প্রত্রিকায়।
#7517
পুর্বের প্রশ্ন থেকে কিছু না কিছু কমন থাকেই। তাছাড়া প্রশ্ন সম্পর্কেও ধারণা পাওয়া যায়। ধন্যবাদ

    বিষয় : রাষ্ট্রপতির কার্যালয়, আপন বিভাগের “[…]

    বিষয় : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্[…]

    Amendment of Vacancy announcement for the post of […]