Get on Google Play

বিষয় ভিত্তিক প্রস্তুতি : বাংলা ভাষা ও সাহিত্য
#7259
বাংলা ভাষা
প্রয়োগ – অপপ্রয়োগ
- উত্তরবঙ্গের সব জেলাসমূহে। বাক্যটিতে যে ধরনের অপপ্রয়োগ হয়েছে – বহুবচন জনিত।
- ’কনিষ্ঠতম’ শব্দের সঠিক প্রয়োগ – সর্বকনিষ্ঠ।
- ’আয়ত্তাধীন’ শব্দের মধ্যে যে ধরনের অপপ্রয়োগ হয়েছে – বাহুল্যজনিত।
- ’আভ্যন্তরীণ’ শব্দের সঠিক প্রয়োগ – অভ্যন্তরীণ।
বানান ও বাক্য শুদ্ধি
বানান শুদ্ধি
- অপেক্ষমাণ, শিরশ্ছেদ, স্বায়ত্তশাসন, লজ্জাকর, উন্মীলিত, দৌরাত্ম্য, দ্ব্যর্থ, নিরিখ, উদ্ভিজ্জ, সান্তনা, পৌরোহিত্য, সন্ন্যাসী, শ্বশুর।
বাক্য শুদ্ধি
অশুদ্ধ : ইহা একটি কিম্বদন্তী।
শুদ্ধ: ইহা একটি কিংবদন্তি।
অশুদ্ধ: রচনাটির উৎকর্ষতা অনস্বীকার্য।
শুদ্ধ: রচনাটির উৎকর্ষ অনস্বীকার্য।
অশুদ্ধ : এটা অপক্ক হাতের লেখা।
শুদ্ধ: এটা কাঁচা হাতের লেখা।
অশুদ্ধ: তাহার সাংঘাতিক আনন্দ হল।
শুদ্ধ: তাহার অপরিসীম আনন্দ হইল।

পারিভাষিক শব্দ
Holding Company -ইজারাদার কোম্পানি
Juvenile Literature - কিশোর সাহিত্য
Impeachment - অভিশংসন
Ombudsman - ন্যায়পাল
Pestilence - মহামারি।

সমার্থক শব্দৎ
• যুদ্ধ: সংগ্রাম, সমর, আহব, বিগ্রহ, রণ
• পর্বত: মহীধর, পাহাড়, গিরি, অচল, শৈল, ভূধর
• শক্র: অরাতি, অরি, বৈরী, আররু, রিপু, প্রতিপক্ষ
• অন্ন: ভাত, ওদন, আহার, তন্ডুল
• হস্ত: বাহু, ভুজ, কর, হাত, পানি।
বিপরীতার্থক শব্দ
অগ্র – পশ্চাৎ
ঐহিক – পারত্রিক
কৃত্রিম – স্বাভাবিক
আগমন – নির্গমন
কেজো – অকেজো
আমদানি – রপ্তানি।

ধ্বনি ও বর্ণ
তাড়নজাত বর্ণগুলো – ড়,ঢ়।
ভাষার মূল উপকরণ – বাক্য।
ব্যঞ্জনবর্ণের মাত্রাহীন বর্ণ হয় – ছয়টি।
’অ’ এর উচ্চারণ স্থান – কণ্ঠ্য।
’প’ এর উচ্চারণ স্থান – ওষ্ঠ্য।

শব্দ ও পদ
’গৃহ’ শব্দটি – তৎসম।
হাটবাজার শব্দটি গঠিত হয়েছে – বাংলা + ফারসি।
’জয়ন্তি’ ‘খদ্দর’ যে ভাষার শব্দ – গুজরাটি।
’সাপ’ যে ভাষার শব্দ – তদ্ভব।
’ঢেঁকি’ যে ভাষার শব্দ – দেশি।

বাক্য
- বাংলা ভাষায় বাক্য – তিন প্রকার।
- ’গফুর কত কী চিন্তা করিয়া হঠাৎ সেই সমস্যার সমাধান করিয়া ফেলিল’ যে ধরনের বাক্য -সরল।
- ’সুনাম পেতে চাও, নামের প্রতি লোভ ছাড়’ বাক্যটি – যৌগিক।
প্রত্যয়
চরিত্র = √চর + ইত্র
দীপ্যমান =√দীপ +শানচ্
পঠিত = √পঠ + ইত
বাগ্মী = বাচ + মিন
মহিমা = মহৎ + ইমন
সাহিত্যিক = সাহিত্য + ষ্ণিক >ইক
বৎসল = বৎস + ল
দয়াবান = দয়া + বতুপ।

সন্ধি
বাগীশ = বাক্ + ঈশ
পুনর্জন্ম = পুনঃ + জন্ম
বেশকম = বেশি + কম
অন্বেষণ = অনু + এষণ
বসুন্ধরা = বসুম + ধরা
ষড়যন্ত্র = ষট্ + যন্ত্র
পদ্ধতি = পদ্ + হতি
উদ্ধত = উৎ +হত।

সমাস
বাহুল্যতা – উপমিত কর্মধারয়
ভিক্ষান্ন – মধ্যপদলোপী কর্মধারয়
ফুটিফাটা – উপমান কর্মধারয়
গণতন্ত্র – ষষ্ঠ তৎপুরুষ
নীলোৎপল – কর্মধারয়
বেহায়া – অব্যয়ীভাব
অষ্টধাতু – দ্বিগু।
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    197 Views
    by mousumi
    0 Replies 
    1840 Views
    by romen
    0 Replies 
    22774 Views
    by shanta
    0 Replies 
    77 Views
    by raihan
    0 Replies 
    354 Views
    by sajib

    বিষয় : রাষ্ট্রপতির কার্যালয়, আপন বিভাগের “[…]

    বিষয় : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্[…]

    Amendment of Vacancy announcement for the post of […]