Get on Google Play

বিষয় ভিত্তিক প্রস্তুতি : বাংলা ভাষা ও সাহিত্য
#6013
১.বাংলা ভাষার ইতিবৃত্ত গ্রন্থের রচয়িতা কে?
-মুহম্মদ শহীদুল্লাহ।
২.বাক্যে কোন যতি চিহ্ন থাকলে থামার প্রয়োজন নেই?
-হাইফেন ।
৩.সংবাদ প্রভাকর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক কে ছিলেন?
-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর।
৪.পানি শব্দের প্রতিশব্দ কোনটি?
-পয়ঃ
৫.কোন বানানটি শুদ্ধ?
-মুমূর্ষ।
৬.ধামাধরা বাগধারাটির অর্থ কী?
-তোষামদকারী
৭.দর্শনীয় শব্দটির প্রকৃতি প্রত্যয় কী?
-দৃশ+অনীয়।
৮.সাথী শব্দটি কোন লিঙ্গ?
-উভয় লিঙ্গ।
৯.সাপের খোলস এক কথায় প্রকাশ কী?
-নির্মোক।
১০.রাজায় রাজায় লড়াই করছে এ বাক্যে রাজায় রাজায় কী?
-ব্যতিহার কর্তা।
১১.উষ্ণ শব্দের যুক্তাক্ষরটি কোন কোন বর্ণের সমন্বয়ে গঠিত?
-ষ+ণ
১২.কোনটি সম্প্রদান কারকে চতুর্থী বিভক্তির উদাহরণ?
-ভিক্ষুককে ভিক্ষা দাও।
১৩.প্রসারণ এর বিপরীত শব্দ-
-আকুঞ্চন
১৪.কোনটি ফরাসি শব্দ?
-চাকর
১৫.কোনটি ধ্বনি বিপর্যয়ের উদাহরণ?
-পিশাচ>পিচাশ
১৬.কৃতবিদ্য শব্দের ব্যাসবাক্য কোনটি?
-কৃত বিদ্যা যার।
১৭.কোন সমাসে পরপদের অর্থ প্রধান থাকে?
-কর্মধারয়।
১৮.যোগরূঢ় শব্দ কোনটি?
-পঙ্কজ।
১৯.কোনটি সমার্থক শব্দ নয়?
-পবন।
২০.কোনটি ব্যঞ্জন সন্ধির উদাহরণ?
-সংবাদ।
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    357 Views
    by sajib
    0 Replies 
    204 Views
    by kajol
    0 Replies 
    725 Views
    by rafique
    0 Replies 
    185 Views
    by tasnima
    0 Replies 
    198 Views
    by tamim

    বিষয় : রাষ্ট্রপতির কার্যালয়, আপন বিভাগের “[…]

    বিষয় : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্[…]

    Amendment of Vacancy announcement for the post of […]