Get on Google Play

বিষয় ভিত্তিক প্রস্তুতি : বাংলা ভাষা ও সাহিত্য
#5846
১.নিচের কোনটি ধ্বন্যাত্মক দ্বিরুক্তির উদাহরণ?
-ঝম-ঝম।
২.কোনটি প্রত্যয়যুক্ত পদে মূর্ধন্য ‘ষ’ হয় না?
-সাৎ
৩.ব্যর্থ শব্দটির সন্ধি বিচ্ছেদ কী?
-বি+অর্থ
৪.বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ‘পথের পাঁচালি’র প্রকাশকাল –
-১৯২৯
৫.একেই কি বলে সভ্যতা কী জাতীয় রচনা?
-প্রহসন
৬.Notification এর পারিভাষিক অর্থ কী?
-প্রজ্ঞাপন
৭.কুঞ্জর শব্দের অর্থ কী?
-হাতি
৮.কোনটি দেশি শব্দ?
-ঢোল
৯.’পাঠক’ শব্দটিতে কোন প্রত্যয় ব্যবহৃত হয়েছে?
-সংস্কৃত।
১০.দুটি সমবর্ণের একটির পরিবর্তনকে কী বলে?
-বিষমীভবন
১১.পদুমাবৎ কাব্যটির রচয়িতা কে?
-মালিক মুহম্মদ জায়সী
১২.বঙ্গবাণী কবিতাটি আবদুল হাকিমের কোন কাব্যের অন্তর্গত?
-নূরনামা।
১৩.বাংলা সাহিত্যে কখন গদ্যের সূচনা হয়?
-উনিশ শতকে
১৪.কোন পত্রিকাটি ১৯২৩ সালে প্রকাশিত হয়?
-কল্লোল
১৫.ওরা আমার মুখের ভাষা কাইড়া নিতে চায়- গানটির গীতিকার কে?
-আব্দুল লতিফ
১৬.রবীন্দ্রনাথ ঠাকুর রচিত ‘সোনার তরী’ কবিতা কোন ছন্দে রচিত?
-মাত্রাবৃত্ত।
১৭.বাংলা সাহিত্যের প্রথম মহিলা কবি কে?
-চন্দ্রাবতী
১৮.সুফিয়া কামাল কবে একুশে পদকে ভূষিত হন?
-১৯৭৬
১৯.বিনয়কৃষ্ণ মুখোপাধ্যায় এর ছদ্মনাম কী?
-যাযাবর।
২০.পূজারিণী কবিতাটির লেখক কে?
-কাজী নজরুল ইসলাম।
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    356 Views
    by sajib
    0 Replies 
    203 Views
    by kajol
    0 Replies 
    725 Views
    by rafique
    0 Replies 
    185 Views
    by tasnima
    0 Replies 
    198 Views
    by tamim

    বিষয় : রাষ্ট্রপতির কার্যালয়, আপন বিভাগের “[…]

    বিষয় : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্[…]

    Amendment of Vacancy announcement for the post of […]