Get on Google Play

বিষয় ভিত্তিক প্রস্তুতি : বাংলা ভাষা ও সাহিত্য
#682
বাগধারা ব্যাকরণে বাক্যতত্ত্বে আলোচিত হয়।

১)অজগর বৃত্তি__________ আলসেমি।
২)অন্ধের যষ্টি}_____একমাত্র অবলম্বন।
অন্ধের নড়ি}____একমাত্র অবলম্বন।
৩)অহিনকুল সম্বন্ধ____ ভীষণ শত্রুতা।
৪)আক্কেল সেলামি}___ নির্বুদ্ধিতার দন্ড।
৫)আক্কেল গুড়ুম}___________ হতবুদ্ধি।
৬)আমড়া কাঠের ঢেঁকি______ অপদার্থ।
৭)ইঁদুর কপালে___________ মন্দভাগ্য।
৮)ইঁচরে পাকা___________ অকালপক্ব।
৯)উত্তম মধ্যম______________ প্রহার।
১০)উনকোটি চৌষট্টি_____ প্রায় সম্পূর্ণ।
১১)উভয় সংকট______ শাখের করাত।
১২)উড়নচন্ডী__________ অমিতব্যয়ী।
১৩)উড়োচিঠি_________ বেনামি পত্র।
১৪)ঊনপাঁজুরে_______ হতভাগ্য দুর্বল।
১৫)একচোখা___________ পক্ষপাতিত্ব।
১৬)একাদশে বৃহস্পতি_____ সৌভাগ্যের বিষয়/সুসময়।
১৭)এসপার ওসপার_______মীমাংসা।
১৮)কাক ভূষন্ডী_______ সম্পূর্ণ ভেজা।
১৯)কাঠের পুতুল_____নির্বাক/নির্জীব।
২০)কেতা দূরস্ত___________ পরিপাটি।
২১)করাতের দাঁত______ উভয় সংকট।
২২)কূল কাঠের আগুন____ তীব্র জ্বালা।
২৩)খয়ের খাঁ____ চাটুকার/মোসাহেব।
২৪)গোঁফ খেজুরে______ নিতান্ত অলস।
২৫)গৌরচন্দ্রিকা____ ভূমিকা/ ভনিতা।
২৬)চাঁদের হাট___ প্রিয়জনের সমাগম।
২৭)চক্ষুদান করা__________ চুরি করা।
২৮)চিনির পুতুল________ শ্রমকাতুরে।
২৯)ঢাকের কাঠি_________ তোষামুদে।
৩০)ঢাকের বাঁয়া__________ মূল্যহীন।
৩১)তামার বিষ______ অর্থের কুপ্রভাব।
৩২)তাসের ঘর____________ ক্ষণস্থায়ী।
৩৩)তেল নুন লকড়ি__মৌলিক প্রয়োজন।
৩৪)তুলসী বনের বাঘ________ ভন্ডসাধু।
৩৫)দুধের মাছি_________সুসময়ের বন্ধু।
৩৬)ননীর পুতুল___________শ্রমবিমুখ।
৩৭)নিরানব্বইয়ের ধাক্কা__সঞ্চয়ের প্রবৃত্তি।
৩৮)নদের চাঁদ_সুন্দর ব্যক্তি অথচ অপদার্থ।
৩৯)পুকুর চুরি________ বড় রকমের চুরি।
৪০)পটল তোলা_________ মারা যাওয়া।
৪১)পাথরে পাঁচ কিল______ সুখের সময়।
৪২)পায়াভারী_____________ অহংকার।
৪৩)ফেকলু পার্টি______ কদরহীন লোক।
৪৪)বক ধার্মিক}____________ ভন্ড সাধু।
বিড়াল তপস্বী}__________ভন্ড সাধু।
৪৫)বাঘের দুধ___________ দুঃসাধ্য বস্তু।
৪৬)ব্যাঙের সর্দি_________অসম্ভব ঘটনা।
৪৭)ব্যাঙের আধুলি_____ সামন্য সম্পদ।
৪৮)বসন্তের কোকিল_____ সুসময়ের বন্ধু।
৪৯)ভিজে বিড়াল__________ কপটচারী।
৫০)ভূশন্ডীর কাক________ দীর্ঘায়ু ব্যক্তি।
৫১)মাছের মা________________ নিষ্ঠুর।
৫২)যক্ষের ধন_________ কৃপনের কড়ি।
৫৩)রাবণের চিতা________ চির অশান্তি।
৫৪)রামগরুড়ের ছানা_গোমড়ামুখো লোক।
৫৫)লেফাফা দুরস্ত____ বাইরের পরিপাটি।
৫৬)শরতের শিশির_____ সুসময়ের বন্ধু।
৫৭)শাঁখের করাত________ উভয় সংকট।
৫৮)সুখের পায়রা________ সুসময়ের বন্ধু।
৫৯)সাক্ষী গোপাল_______ নিস্ক্রিয় দর্শক।
৬০)হাত ধুয়ে বসা_____ আশা ত্যাগ করা।
৬১)হাতভারী_________________ কৃপণ।
# অতিরিক্ত আরো কিছুঃ
১.অকাল কুষ্মাণ্ড__________অপদার্থ।
২.আদায় কাঁচকলায়______ঘোরশত্রু।
৩.উজানের কৈ_________সহজলভ্য।
৪.কলির সন্ধ্যা________কষ্টের সূচনা।
৫.কলুর বলদ_____________পরাধীন।
৬.কাঁঠালের আমস্বত্ব_____অসম্ভব বস্তু।
৭.কূপমন্ডুক_______সংকীর্ণমনা লোক।
৮.গোবর গণেশ_______________মূর্খ।
৯.গাছপাথর_________হিসাব নিকাশ।
১০.গড্ডালিকা প্রবাহ____অন্ধ অনুকরণ।
১১.টনক নড়া__________চৈতন্য হওয়া।
১২.বালির বাঁধ____________ক্ষণস্থায়ী।
১৩.রুই-কাতলা_________প্রভাবশালী।
১৪.শাপে বর________অনিষ্টে ইষ্ট লাভ।
১৫.হাতটান____________চুরির অভ্যাস।
১৬.হাতের পাঁচ___________শেষ সম্বল।

সংগৃহিত
    long long title how many chars? lets see 123 ok more? yes 60

    We have created lots of YouTube videos just so you can achieve [...]

    Another post test yes yes yes or no, maybe ni? :-/

    The best flat phpBB theme around. Period. Fine craftmanship and [...]

    Do you need a super MOD? Well here it is. chew on this

    All you need is right here. Content tag, SEO, listing, Pizza and spaghetti [...]

    Lasagna on me this time ok? I got plenty of cash

    this should be fantastic. but what about links,images, bbcodes etc etc? [...]