Get on Google Play

বিষয় ভিত্তিক প্রস্তুতি : বাংলা ভাষা ও সাহিত্য
#3423
১. নিচের কোনটি ফরাসি শব্দ?
ক) হরতাল
খ) পাদ্রি
গ) তোপ
ঘ) কুপন
সঠিক উত্তর: (ঘ)
২. কোনটি দেশি শব্দের উদাহরণ?
ক) লুঙ্গি
খ) খোকা
গ) সাবেক
ঘ) সম্রাট
সঠিক উত্তর: (খ)
৩. মানুষের কন্ঠ নিঃসৃত বাক্ সংকেতের সংগঠনকে কী বলে?
ক) ধ্বনি
খ) শব্দ
গ) বাক্য
ঘ) ভাষা
সঠিক উত্তর: (ঘ)
৪. কোনটি আরবি শব্দ?
ক) গোসল
খ) রোযা
গ) বেহেশত
ঘ) নামায
সঠিক উত্তর: (ক)
৫. কোনটি প্রশাসনিক শব্দ?
ক) নালিশ
খ) নমুনা
গ) কলেজ
ঘ) রপ্তানি
সঠিক উত্তর: (ক)
৬. কোন ভাষা হতে বাংলা ভাষার জন্ম হয়?
ক) পালি
খ) হিন্দি
গ) উড়িয়া
ঘ) বঙ্গকামরূপী
সঠিক উত্তর: (ঘ)
৭. বাংলাদেশ ছাড়া আর কোন অঞ্চলের মানুষের সর্বজনীন ভাষা বাংলা ভাষা?
ক) আসাম
খ) পশ্চিমবঙ্গ
গ) গুজরাট
ঘ) উত্তর প্রদেশ
সঠিক উত্তর: (খ)
৮. গুজরাটি শব্দের উদাহরণ কোনটি?
ক) হরতাল
খ) লুঙ্গি
গ) রিক্সা
ঘ) চাকু
সঠিক উত্তর: (ক)
৯. প্রাতিপাদিক কী?
ক) সাধিত শব্দ
খ) বিভক্তিযুক্ত শব্দ
গ) বিভক্তিহীন নামশব্দ
ঘ) উপসর্গযুক্ত শব্দ
সঠিক উত্তর: (গ)
১০. নিচের কোনগুলো পর্তুগিজ শব্দ?
ক) আলমারি, গুদাম
খ) চাহিদা, শিখ
গ) চা, চিনি
ঘ) কুপন, ডিপো
সঠিক উত্তর: (ক)
১১. ভাষা কী?
ক) উচ্চারণের প্রতীক
খ) কন্ঠের উচ্চারণ
গ) ভাব প্রকাশের মাধ্যম
ঘ) ধ্বনির সমষ্টি
সঠিক উত্তর: (গ)
১২. ‘পাউরুটি’ শব্দটি কোন ভাষার?
ক) পর্তুগিজ
খ) ফরাসি
গ) গুজরাটি
ঘ) পাঞ্জাবি
সঠিক উত্তর: (ক)
১৩. কোনটি ফারসি শব্দ?
ক) যাকাত
খ) উকিল
গ) পয়গম্বর
ঘ) চশমা
সঠিক উত্তর: (ঘ)
১৪. ‘ডাক্তারখানা’ মিশ্র শব্দটি কোন ভাষার শব্দ নিয়ে গঠিত?
ক) ইংরেজি-ফারসি
খ) ইংরেজি-আরবি
গ) ইংরেজি-সংস্কৃত
ঘ) বাংলা-আরবি
সঠিক উত্তর: (খ)
১৫. নিচের কোনটি তৎসম শব্দ?
ক) চন্দ্র/ধর্ম
খ) গিন্নী
গ) ডিঙ্গা
ঘ) ঈমান
সঠিক উত্তর: (ক)
১৬. সংস্কৃত ভাষা থেকে আগত অপরিবর্তনীয় শব্দসমূহের নাম কী?
ক) তৎসম শব্দ
খ) তদ্ভব শব্দ
গ) অর্ধতৎসম শব্দ
ঘ) দেশি শব্দ
সঠিক উত্তর: (ক)
১৭. বক্তৃতায় ভাষার কোন রীতির ব্যবহার করা বাঞ্ছনীয়?
ক) সাধু
খ) চলিত
গ) কথ্য বাংলা
ঘ) আঞ্চলিক
সঠিক উত্তর: (খ)
১৮. কোনটি দেশি শব্দ নয়?
ক) পেট
খ) চাঙারী
গ) ঘর
ঘ) ঠোঙা
সঠিক উত্তর: (গ)
১৯. কোনটি ধর্মসংক্রান্ত ফারসি শব্দ?
ক) কুরআন
খ) রোযা/যাকাত
গ) নালিশ
ঘ) ঈদ
সঠিক উত্তর: (খ)
২০. বাংলা ভাষা ও সাহিত্যের মধ্যযুগের প্রথম নিদর্শন কোনটি?
ক) মধুমালতী
খ) সিকান্দারনামা
গ) শ্রীকৃষ্ণকীর্তন
ঘ) বৈষ্ণব পদাবলি
সঠিক উত্তর: (গ)
২১. ভাষাভাষী জনসংখ্যার দিক থেকে পৃথিবীতে বর্তমানে বাংলা ভাষার স্থান কততম
ক) চতুর্থ
খ) পঞ্চম
গ) ষষ্ঠ
ঘ) সপ্তম
সঠিক উত্তর: (ক)
২২. বাংলা ভাষা ও সাহিত্যের যুগবিভাগ কয়টি?
ক) ৩টি
খ) ৪টি
গ) ৫টি
ঘ) ৬টি
সঠিক উত্তর: (ক)
২৩. কোনটি মিশ্র শব্দ নয়?
ক) পকেটমার
খ) চৌ-হদ্দী
গ) খ্রিষ্টাব্দ
ঘ) হেডমাস্টার
সঠিক উত্তর: (ঘ)
২৪. বাংলা ভাষার কোন রীতি নাটকের সংলাপ ও বক্তৃতার অনুপযোগী?
ক) চলিত রীতি
খ) কথ্য রীতি
গ) সাধুরীতি
ঘ) আঞ্চলিক রীতি
সঠিক উত্তর: (গ)
২৫. কোনটি খাঁটি বাংলা শব্দের উদাহরণ?
ক) ডাগর
খ) হাত
গ) কুলা
ঘ) সবগুলো
সঠিক উত্তর: (খ)
২৬. কোনটি প্রশাসনিক ও সাংস্কৃতিক ফারসি শব্দ?
ক) দফতর, দস্তখত
খ) জান্নাত, গোসল
গ) আমদানি, রপ্তানি
ঘ) আদালত, কানুন
সঠিক উত্তর: (ক)
২৭. সাধুভাষার বৈশিষ্ট্য কোনটি?
ক) গুরুগম্ভীর
খ) গুরুচন্ডালী
গ) অবোধ্য
ঘ) দুর্বোধ্য
সঠিক উত্তর: (ক)
২৮. ‘চলিত ভাষায় ক্রিয়াপদ ও সর্বনাম পদ সংকুচিত হয়’ - এ কথাটি -
ক) ভিত্তিহীন
খ) অবাস্তব
গ) সম্পূর্ণ সত্য
ঘ) আংশিক সত্য
সঠিক উত্তর: (গ)
২৯. বাংলা ভাষার কোন শব্দগুলোকে খাঁটি বাংলা শব্দও বলা হয়?
ক) তৎসম
খ) তদ্ভব
গ) অর্ধ তৎসম
ঘ) দেশি
সঠিক উত্তর: (খ)
৩০. তামিল ভাষার শব্দ কোনটি?
ক) পেট
খ) কুলা
গ) চুলা
ঘ) কুড়ি
সঠিক উত্তর: (ক)
৩১. বাংলা ভাষার চলিত রীতির প্রবর্তন করেন কে?
ক) প্যারীচাঁদ মিত্র
খ) গিরীশচন্দ্র সেন
গ) প্রমথ চৌধুরী
ঘ) রবীন্দ্রনাথ ঠাকুর
সঠিক উত্তর: (গ)
৩২. ‘লুঙ্গি’ কোন ভাষার শব্দ?
ক) গুজরাটি
খ) পাঞ্জাবি
গ) তুর্কি
ঘ) মায়ানমার / বর্মি
সঠিক উত্তর: (ঘ)
৩৩. নিচের কোন ব্যক্তি চলিত ভাষার ক্ষেত্রে অনন্য অবদান রেখেছেন?
ক) রবীন্দ্রনাথ ঠাকুর
খ) কাজী নজরুল ইসলাম
গ) প্রমথ চৌধুরী
ঘ) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
সঠিক উত্তর: (গ)
৩৪. ‘আলপিন’ কোন ভাষার শব্দ?
ক) পর্তুগিজ
খ) ওলন্দাজ
গ) গুজরাটি
ঘ) তুর্কি
সঠিক উত্তর: (ক)
৩৫. ভাষা কিসের দ্বারা সৃষ্ট হয়?
ক) মনের সাহায্যে
খ) অঙ্গ-প্রত্যঙ্গের সাহায্যে
গ) ঠোঁটের সাহায্যে
ঘ) বাগযন্ত্রের সাহায্যে
সঠিক উত্তর: (ঘ)
৩৬. 'Oxygen' - এর ভাবানুবাদমূলক প্রতিশব্দ কোনটি?
ক) উদযান
খ) সহযান
গ) অম্লজান
ঘ) অক্সিজেন
সঠিক উত্তর: (গ)
৩৭. বিশুদ্ধ চীরত ভাষা কোনটি?
ক) সামনে একটা বাঁশ বাগান পড়ল
খ) সামনে একটি বাঁশ বাগান পড়ল
গ) সামনে একটি বাঁশ বাগান পড়িল
ঘ) সম্মুখে একটি বাঁশ বাগান পড়ল
সঠিক উত্তর: (খ)
৩৮. কোনটি পারিভাষিক শব্দ?
ক) ইনসান
খ) টোপর
গ) বিশ্ববিদ্যালয়
ঘ) ডাক্তারখানা
সঠিক উত্তর: (গ)
৩৯. ‘চানাচুর’ কোন দেশি শব্দ?
ক) চীনা
খ) হিন্দি
গ) আরবি
ঘ) ফারসি
সঠিক উত্তর: (খ)
৪০. মধ্যযুগে বাংলা লেখ্য সাধুরীতির সামান্য নমুনা পাওয়া যায় -
ক) কাব্যসাহিত্যে
খ) দলিল-দস্তাবেজে
গ) পুঁথি সাহিত্যে
ঘ) চিঠিপত্রে
সঠিক উত্তর: (খ)
৪১. বাংলা লেখ্য সাধুরীতির প্রকৃত বাংলা গদ্যরূপ কখন বিকাশ লাভ করে?
ক) মধ্যযুগের শুরুতে
খ) মধ্যযুগের মাঝামাঝি
গ) ইংরেজদের আগমনের পূর্বে
ঘ) ইংরেজদের আগমনের পরে
সঠিক উত্তর: (ঘ)
৪২. ভাষার কোন রীতি তদ্ভব শব্দবহুল?
ক) সাধুরীতি
খ) আঞ্চলিক কথ্য রীতি
গ) সাধু এবং চলিত উভয় রীতি
ঘ) চলিত রীতি
সঠিক উত্তর: (ঘ)
৪৩. সাধু ও চলিত রীতি বাংলা ভাষার কোন রূপে রয়েছে?
ক) লেখ্য
খ) কথ্য
গ) আঞ্চলিক
ঘ) উপভাষা
সঠিক উত্তর: (ক)
৪৪. অনার্য জাতির ব্যবহৃত শব্দকে কী শব্দ বলে?
ক) দেশি শব্দ
খ) বিদেশি শব্দ
গ) তৎসম শব্দ
ঘ) বাংলা শব্দ
সঠিক উত্তর: (ক)
৪৫. কোন শব্দগুচ্ছ সাধুভাষার উদাহরণ?
ক) তুলা, সহিত
খ) জুতো, মাথা
গ) পড়িল, দেখে
ঘ) বুনো, তুলো
সঠিক উত্তর: (ক)
৪৬. ‘বেহেস্ত’ কোন ভাষার শব্দ?
ক) বিদেশি
খ) আরবি
গ) ফারসি
ঘ) পর্তুগিজ
সঠিক উত্তর: (গ)
৪৭. কিসের ভেদে ভাষার পার্থক্য ও পরিবর্তন ঘটে?
ক) দেশ ও কালভেদে
খ) দেশ, কাল ও ব্যক্তিভেদে
গ) কাল, পরিবেশ ও ব্যক্তিভেদে
ঘ) দেশ, কাল ও পরিবেশভেদে
সঠিক উত্তর: (ঘ)
৪৮. আরবি ভাষার শব্দ নিচের কোনটি?
ক) দরবার
খ) দৌলত
গ) দোয়াত
ঘ) দফতর
সঠিক উত্তর: (গ)
৪৯. ‘দারোগা’ শব্দটি কোন ভাষা থেকে বাংলা ভাষায় এসেছে?
ক) ওলন্দাজ
খ) তুর্কি
গ) ফরাসি
ঘ) গুজরাটি
সঠিক উত্তর: (খ)
৫০. সাধুভাষা কোথায় অনুপযোগী?
ক) কবিতার পঙক্তিতে
খ) গানের কলিতে
গ) গল্পের বর্ণনায়
ঘ) নাটকের সংলাপে
সঠিক উত্তর: (ঘ)

Collected:-
    Similar Topics

    বিষয় : রাষ্ট্রপতির কার্যালয়, আপন বিভাগের “[…]

    বিষয় : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্[…]

    Amendment of Vacancy announcement for the post of […]