Get on Google Play

বিষয় ভিত্তিক প্রস্তুতি : বাংলা ভাষা ও সাহিত্য
#3328
দ্বন্দ্ব সমাস
যে সমাসে প্রত্যেকটি সমস্যমান পদের অর্থের প্রধান্য থাকে, তাকে দ্বন্দ্ব সমাস বলে । পূর্বপদ ও পরপদের সম্বন্ধ বোঝানোর জন্য ব্যাস বাক্যে এবং , ও , আর এ তিনটি অব্যয় পদ ব্যবহৃত হয়।
জমা ও খরচ= জমাখরচ
ভাই ও বোন= ভাই-বোন
কাগজ ও কলম= কাগজ-কলম
জায়া ও পতি= দম্পতি
অহি ও নকুল= অহিনকুল
মাতা ও পিতা= মাতাপিতা
চা ও বিস্কুট= চা-বিস্কুট
যাকে ও তাকে= যাকে তাকে
দা ও কুমড়া= দা-কুমড়া
আমি, তুমি ও সে= আমরা
১.মিলনাত্মক দ্বন্দ্ব: ভাই-বোন, মা-বাপ, মাসি-পিসি, ছেলে-মেয়ে, মশা-মাছি ইত্যাদি
২.বিরোধাত্মক দ্বন্দ্ব: দা-কুমড়া, ছোট-বড়, ভাল-মন্দ, আদা-জল, জমা-খরচ, হেস্ত-নেস্ত, অহি-নকূল, সুরাসুর, দেব-দানব, বিষামৃত ইত্যাদি।
৩.সমার্থক দ্বন্দ্ব: হাট-বাজার, কাগজ-পত্র, রাজা-বাদশা, রাজা-উজির ইত্যাদি
৪.অলুক দ্বন্দ্ব: দুধে-ভাতে, যাকে-তাকে, মায়ে-ঝিয়ে, যাকে-তাকে, বাঘে-মোষে, ভেবে-চিন্তে, ঘরে ও বাইরে, হাতে-কলমে ইত্যাদি
৫.বহুপদী দ্বন্দ্ব: আগ-পাছ-তলা, স্বর্গ-মর্ত্য-পাতাল ইত্যাদি
৬.একশেষ দ্বন্দ্ব: আমরা
বিভিন্ন প্রতিযোগীতামূলক পরীক্ষার প্রশ্নোত্তর
১.’জমাখরচ’ সমস্ত পদটির সঠিক ব্যাসবাক্য কোনটি?
-জমা ও খরচ
২.কোনটি দ্বন্দ্ব সমাসের উদাহরণ?
-ভাই-বোন
৩.’জায়া ও পতি’ সমাস করলে কি হয়?
-দম্পতি
৪.দম্পতি কোন সমাসের উদাহরণ/
-দ্বন্দ্ব
৫.নিচের কোনটি দ্বন্দ্ব সমাস?
-অহিনকুল
৬.কোনটি দ্বন্দ্ব সমাস?
-হাট বাজার
৭.’ছেলে-মেয়ে’ কোন প্রকার দ্বন্দ্ব সমাস?
-সাধারণ দ্বন্দ্ব
    Similar Topics
    TopicsStatisticsLast post
    1 Replies 
    1575 Views
    by Abrar
    0 Replies 
    535 Views
    by rafique
    0 Replies 
    388 Views
    by sajib
    0 Replies 
    823 Views
    by rajib
    0 Replies 
    225 Views
    by kajol
    long long title how many chars? lets see 123 ok more? yes 60

    We have created lots of YouTube videos just so you can achieve [...]

    Another post test yes yes yes or no, maybe ni? :-/

    The best flat phpBB theme around. Period. Fine craftmanship and [...]

    Do you need a super MOD? Well here it is. chew on this

    All you need is right here. Content tag, SEO, listing, Pizza and spaghetti [...]

    Lasagna on me this time ok? I got plenty of cash

    this should be fantastic. but what about links,images, bbcodes etc etc? [...]