Get on Google Play

বিষয় ভিত্তিক প্রস্তুতি : বাংলা ভাষা ও সাহিত্য
#2763
১। চাষাভুষার কাব্য কার সাহিত্যকর্ম
- নির্মলেন্দু গুণ
২। বাংলা সাহিত্যে কাকে ছন্দের জাদুকর বলা হয়?
- সত্যেন্দ্রনাথ দত্ত
৩। বাংলার মুখ আমি দেখিয়াছি তাই পৃথিবীর রূপ খুঁজিতে যাইনা আর। কার লেখা?
- জীবনানন্দ দাশ
৪। সবার উপর মানুষ সত্য তাহার উপর নাই। উক্তিটি কার —
- চন্ডীদাস
৫। অনিল বাগচীর একদিন —উপন্যাসটির রচয়িতা কে?
- হুমায়ূন আহমেদ
৬। নীললোহিত কার ছদ্মনাম?
- সুনীল গঙ্গোপাধ্যায়
৭। কোনটি জহির রায়হান রচিত উপন্যাস নয়—
- নিষ্কৃতি
৮। বাংলা ভাষার প্রথম মুসলমান কবির নাম কি?
- শাহ মুহম্মদ সগীর
৯। অমর্ত্য সেন কোন বিষয়ে গবেষণা করে নোবেল পুরস্কার পান?
- দুর্ভিক্ষ ও দারিদ্র্য
১০। বাংলা ভাষায় যতি চিহ্নের প্রচলন করেন কে?
- ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
১১। কালান্তর শীর্ষক প্রবন্ধ গ্রন্থের রচিয়তা কে?
- রবীন্দ্রনাথ ঠাকুর
১২। কাজী নজরুল ইসলামের প্রথম উপন্যাস কোনটি?
- বাঁধনহারা
১৩। জাহান্নাম হইতে বিদায় কোন ধরনের উপন্যাস?
- মুক্তিযুদ্ধবিষয়ক
১৪। বাংলা ভাষায় রচিত প্রথম নাটক কোনটি?
- ভদ্রার্জুন
১৫। নুরজাহান একটি —
- ঐতিহাসিক নাটক
১৬। ক্রীতদাসের হাসি উপন্যাসের লেখক কে?
- শওকত ওসমান
১৭। কবর কবিতায় কতটি পঙক্তি রয়েছে?
- ১১৮ টি
১৮। জসীমউদ্দীনের শ্রেষ্ঠ কাহিনী কাব্য কোনটি?
- নকশী কাঁথার মাঠ
১৯। দৃষ্টিহীন কার ছদ্মনাম?
- মধুসূদন মজুমদার
২০। জসীমউদ্দীনের নাটক —
- বেদের মেয়ে
২১। প্রতিদিন ঘরহীন ঘরে কাব্যগ্রন্থের রচিয়তা —
- শামসুর রহমান
২২। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কৃষ্ণকান্তের উইল উপন্যাসের প্রধান দুটি চরিত্রের নাম কি?
- গোবিন্দলাল ও রোহিনী
২৩। ইসলামের ইতিহাস ও ঐতিহ্য কোন কাব্যের উপজীব্য?
- সাত সাগরের মাঝি
২৪। কাশবনের কন্যা কোন জাতীয় রচনা —
- উপন্যাস
২৫। শাহনামা কোন ভাষায় রচিত?
- ফারসি
২৬। কোনটি কবি ভারতচন্দ্রের উপাধি —
- রায়গুণাকর
২৭। জহির রায়হানের আরেক ফাল্গুন উপন্যাসের পটভূমিকা হলো
- একুশে ফেব্রুয়ারির ভাষা আন্দোলন
২৮। বিষাদ সিন্ধু উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র —
- ইমাম হোসেন
২৯। ইউসুফ জুলেখা কাব্য লেখেন —
- শাহ মুহাম্মদ সগীর
৩০। কোথায় স্বর্গ? কোথায় নরক? কে বলে তা বহুদূর? মানুষের মাঝে স্বর্গ, নরক মানুষেতে সুরাসুর —পংক্তিটি রচিয়তা কে?
- শেখ ফজলল করিম
৩১। কোন নাটকটি সেলিম আল দীনের?
- মুনতাসির ফ্যান্টাসি
৩২। লালসালু উপন্যাসের লেখক কে?
- সৈয়দ ওয়ালীউল্লাহ
৩৩। মরণ রে তুঁহু মম শ্যাম সমান। পংক্তিটি রচিয়তা কে?
- রবীন্দ্রনাথ ঠাকুর
৩৪। জন্ডিস ও বিবিধ বেলুন নাটকটির রচিয়তা কে? -সেলিম আল দীন
৩৫। দেখিনু সেদিন রেলে কুলি ব'লে এক বাবু সা'ব তারে ঠেলে দিলে নীচে ফেলে পংক্তিটি রচিয়তা কে?
- কাজী নজরুল ইসলাম
রাইসুল ইসলাম হৃদয়
৩৬। অপরাহ্ন নাটকটির রচিয়তা কে?
- হুমায়ূন আহমেদ
৩৭। ময়নামতির চর কাব্যগ্রন্থটির রচিয়তা কে?
- বন্দে আলী মিয়া
৩৮। পদ্মা নদীর মাঝি কি ধরনের রচনা
- উপন্যাস
৩৯। ওয়ারিশ উপন্যাসটির লেখক হচ্ছেন —
- শওকত আলী
৪০। সধবার একাদশী একটি —
- সামাজিক নাটক
৪১। বাংলা সাহিত্যে সর্বপ্রথম প্রচুর পরিমাণ আরবি ও ফারসি শব্দের ব্যবহার করেন
- মোহিতলাল মজুমদার
৪২। গৃহদাহ উপন্যাসের প্রধান দুটি চরিত্রের নাম কি?
- সুরেশ অচলা
৪৩। কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত লেখা কোনটি?
- বাউন্ডেলের আত্মকাহিনী
৪৪। বাঙালির ইতিহাস বইটির লেখক কে?
- নীহাররঞ্জন রায়
৪৫। আমার প্রেম আমার প্রতিনিধি কাব্যগ্রন্থটির রচয়িতা কে?
- আবুল হাসান
৪৬। ওরে বিহঙ্গ নাটকটি কার রচনা —
- জুবায়দা খানম
৪৭। বৈতালিক উপন্যাসটি কে রচনা করেছেন —
- নারায়ন গঙ্গোপাধ্যায়
৪৮। জুলেখার মন কাব্যগ্রন্থটির রচিয়তা কে?
- মোহাম্মদ মাহফুজ উল্লাহ
৪৯। ছোটদের অভিনয় নাটকটি কার রচনা?
- আল কামাল আবদুল ওহাব
৫০। তেইশ নম্বর তৈলচিত্র উপন্যাস টি চলচ্চিত্রায়িত হয়েছে কি নামে?
- বসুন্ধরা

সংগৃহীত
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    197 Views
    by mousumi
    0 Replies 
    1840 Views
    by romen
    0 Replies 
    80 Views
    by shahan
    0 Replies 
    356 Views
    by sajib
    0 Replies 
    203 Views
    by kajol

    বিষয় : রাষ্ট্রপতির কার্যালয়, আপন বিভাগের “[…]

    বিষয় : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্[…]

    Amendment of Vacancy announcement for the post of […]