Get on Google Play

বিষয় ভিত্তিক প্রস্তুতি : বাংলা ভাষা ও সাহিত্য
#2519
স্বরবর্ণ জনিত অক্ষর দ্বারাঃ-
অ—
অকাল কুষ্মাণ্ড= অপদার্থ, অকেজো।
অকাল বোধন= অসময়ে আবির্ভাব।
অন্ধের যষ্টি= একমাত্র অবলম্বন।
অকূল পাথার= ভীষণ বিপদ।
অক্কা পাওয়া= মারা যাওয়া।
অগস্ত্য যাত্রা= শেষ প্রস্থান।
অল্পবিদ্যা ভয়ঙ্করী= সামান্য বিদ্রার অহংকার।
অগাধ জলের মাছ= সুচতুর ব্যক্তি/অত্যন্ত কৌশলী।
অগ্নিশর্মা= নিরতিশয় ক্রুদ্ধ।
অগ্নিপরীক্ষা= কঠিন পরীক্ষা।
অগ্নিগর্ভ= তেজঃপূর্ণ।
অদৃষ্টের পরিহাস= ভাগ্যের নিষ্ঠুরতা।
অর্ধচন্দ্র= গলাধাক্কা।
অন্ধের ষষ্ঠি/অন্ধের নড়ি = একমাত্র অবলম্বন।
অকালকুসুম= অসম্ভব জিনিস।
অকালপক্ব= ইঁচরে পাকা।
অকূল পাথার= সীমাহীন বিপদ/মহাসংকট।
অমাবস্যার চাঁদ= দুর্লভ বস্তু।
অরণ্যে রোধন= নিষ্ফল আবেদন।
অহিনকুল সম্বন্ধ= ভীষণ শত্রুতা।
অক্ষয় বট= প্রাচীন ব্যক্তি।
অষ্টকপাল= আটকপালে/হতভাগ্য।
অষ্টরম্ভা= কাঁচকলা/কিছুই না।
আ—
আদায় কাঁচকলায়= ঘোর শত্রুতা।
আউলিয়া চাঁদ= যে অল্পেই আকুল হয়।
আকাশের চাঁদ= দুর্লভ বস্তু।
আকাশ কুসুম= অসম্ভব কল্পনা।
আক্কেল সেলামি= নির্বুদ্ধিতার দণ্ড।
আক্কেল গুড়ুম= হতবুদ্ধি/স্তম্ভিত।
আক্কেল দাঁত ওঠা= পাকা বুদ্ধি।
আগুনে ঘি ঢালা= রাগ বাড়ানো।
আটকপালে= হতভাগ্য।
আঠার মাসে বছর= দীর্ঘসূত্রিতা।
আদার ব্যাপারী= সামান্য বিষয়ে ব্যস্ত থাকা।
আবোল-তাবোল= বাজে কথা।
আমড়া কাঠের ঢেঁকি= অপদার্থ।
আমড়াগাছি করা= প্রতারণাপূর্ণ তোষামোদ।
আষাঢ়ে গল্প আজগুবি কেচ্ছা।
আঁটকুড়ো= নিঃসন্তান।
আঁকুপাঁকু= অতিরিক্ত ব্যগ্রতা বা ব্যস্ততার ভাব।
আষ্টেপৃষ্ঠে= সারা গায়/সর্বাঙ্গে।
আদিখ্যেতা= ন্যাকামি।
আঁতে ঘা= মনে ব্যথা দেয়া।
ই—
ইঁদুর কপালে= নিতান্ত মন্দ ভাগ্য।
ইঁচরে পাকা= আকালপক্ক।
ইলশে গুঁড়ি= গুঁড়ি গুঁড়ি বৃষ্টি।
ইতর বিশেষ= পার্থক্য/প্রভেদ।
ইতস্তত করা= সংকোচ করা/গড়িমসি করা।
ইনিয়ে বিনিয়ে= ঘুরিয়ে ফিরিয়ে/নানাভাবে।
ঈ—
ঈদের চাঁদ= অতি কাঙ্খিত বস্তু।
উ—
উত্তম মধ্যম=প্রহার/পিটুনি/মারা।
উনিশ বিশ= সামান্য পার্থক্য।
উভয় সংকট= শাখের করাত।
উলখাগড়া= গুরুত্বহীন লোক।
উলুবনে মুক্ত= অস্থানে মূল্যবান দ্রব্য প্রদান।
উড়নচণ্ডী= অমিতব্যয়ী।
উড়ো চিঠি= বেনামি পত্র।
উসখুস করা= ছটফট করা।
উচ্ছন্নে যাওয়া= অধঃপাতে যাওয়া/চরিত্রের অবনতি হওয়া।
ঊ—
ঊনপঞ্চাশ বায়ু= পাগলামী।
ঊনপাঁজরে= হতভাগ্য দুর্বল।
এ—
এক কথার মানুষ= দৃঢ় সংকল্প ব্যক্তি।
এক গোয়ালের গুরু= একই শ্রেণিভূক্ত।
এক চোখা= পক্ষপাতিত্ব।
একমাঘে শীত যায় না= বিপদ একবারই আসে না।
একাদশে বৃহস্পতি= সৌভাগ্যের বিষয়।
এলাহি কাণ্ড= বিরাট আয়োজন।
এলোপাতাড়ি= বিশৃঙ্খলা।
এলেবেলে= নিকৃষ্ট।
এসপার ওসপার= সীমাংসা।
ও—
এজন বুঝে চলা= আত্মমর্যাদা।
ওষুধ ধরা= আকাঙিক্ষত ফল লাভ।
ওষুধ পড়া= প্রভাব পড়া।
ওৎ পাতা= সুযোগের প্রতক্ষায় থাকা।
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    739 Views
    by rafique
    0 Replies 
    388 Views
    by sajib
    0 Replies 
    823 Views
    by rajib
    0 Replies 
    224 Views
    by kajol
    0 Replies 
    197 Views
    by tasnima
    long long title how many chars? lets see 123 ok more? yes 60

    We have created lots of YouTube videos just so you can achieve [...]

    Another post test yes yes yes or no, maybe ni? :-/

    The best flat phpBB theme around. Period. Fine craftmanship and [...]

    Do you need a super MOD? Well here it is. chew on this

    All you need is right here. Content tag, SEO, listing, Pizza and spaghetti [...]

    Lasagna on me this time ok? I got plenty of cash

    this should be fantastic. but what about links,images, bbcodes etc etc? [...]