Get on Google Play

বিষয় ভিত্তিক প্রস্তুতি : বাংলা ভাষা ও সাহিত্য
#2419
● "জ্ঞান যেখানে সীমাবদ্ধ, বুদ্ধি যেখানে আড়ষ্ট, মুক্তি সেখানে অসম্ভব" এ উক্তি টি কোন পত্রিকার প্রতি সংখ্যায় লেখা থাকত? = শিখা।
● "যেখানে ফ্রি থিংকিং নেই সেখানে কালচার নেই" উক্তি টি কোন লেখকের প্রবন্ধে পাওয়া যায়? = রবীন্দ্রনাথ ঠাকুর।
● "ওরে বাছা মাতৃকোষে রতনের রাজি,
এ ভিখারী দশা তোর আজি" এ পঙক্তিদ্বয় কোন কবিতার অন্তর্ভুক্ত? = বঙ্গভাষা।
● "সব কটি জানালা খুলে দাও না" এই গানটির গীতিকার কে? = নজরুল ইসলাম বাবু।
● "আমি বিজয় দেখেছি" এই গ্রন্থটির রচয়িতা কে? = এম আর আকতার মুকুল।
● "একাত্তরের ডায়েরি" কার রচনা? = সুফিয়া কামাল।
●" পায়ের আওয়াজ পাওয়া যায়" কার লেখা? = সৈয়দ শামসুল হক।
● মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস কোনটি? = জলাংগী।
● জহির রায়হানের "আরেক ফাল্গুন" কী ধরনের উপন্যাস? = ভাষা আন্দোলনভিত্তিক।
● গৌড়ীয় বাংলা ব্যাকরণ রচনা করেন = রাজা রামমোহন রায়।
●"পদ্মরাগ" রচনা করেন = বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন।
● 'দেনাপাওনা' উপন্যাস এর লেখক = শরৎচন্দ্র চট্টোপাধ্যায়।
●"দেনাপাওনা" ছোট গল্পের লেখক হলেন = রবীন্দ্রনাথ ঠাকুর।
● "রক্ত করবী" ও রক্তাক্ত প্রান্তর লিখেছেন যথাক্রমে = রবীন্দ্রনাথ ঠাকুর ও মুনীর চৌধুরী।
● কাজি ইমদাদুল হকের "আবদুল্লাহ" উপন্যাসের প্রদান উপজীব্য হলো = তৎকালীন মুসলিম মধ্যবিত্ত সমাজের চিত্র।
● "পদ্মা নদীর মাঝি" উপন্যাসের উপজীব্য হলো = জেলে জীবনের বিচিত্র সুখ দুঃখ।
● মীর মশাররফ হোসেন এর "বিষাদ সিন্ধু" কোন ঐতিহাসিক ঘটনা অবলম্বনে রচিত হয় = কারবালার যুদ্ধ।
● জীবনানন্দ দাশের "রূপসী বাংলা" কাব্যগ্রন্থ কিসের পরিচায়ক = স্বদেশপ্রীতি ও নিসর্গময়তা।
● সাহিত্য লেখা প্রবন্ধের "রোদ্যাঁ" কে = ফরাসি ভাস্কর।
● "ঠক চাচা" চরিত্র টি কোন উপন্যাসের = আলালের ঘরে দুলাল।
● বিদ্রোহী বধু জমিলা কোন উপন্যাসের চরিত্র = লালসালু।
● "গৃহদাহ" উপন্যাসের প্রধান দুটি চরিত্রের নাম কি = সুরেশ ও অচলা
● রবীন্দ্রনাথ ঠাকুর এর কোন গল্পটিতে মুসলমান চরিত্র আছে = কাবুলিওয়ালা।
● মীর মশাররফ হোসেন এর আত্মজীবনীমূলক রচনা = গাজী মিয়ার বন্তানী।
● চাঁদ সওদাগর কোন মঙ্গলকাব্যের প্রধান চরিত্র = মনসামঙ্গল।
● রবীন্দ্রনাথ ঠাকুর এর "চোখের বালি" উপন্যাসের প্রধান দুটি চরিত্র হলো = মহেন্দ্র ও বিনোদিনী।
● "নন্দিনী " রবীন্দ্রনাথ ঠাকুর এর কোন লেখার প্রধান চরিত্র = রক্তকরবী।
● "রোহিণী" কোন উপন্যাসের নায়ক নায়িকা = কৃষ্ণকান্তের উইল।
● "পথিক তুমি পথ হারিয়েছ" উদ্বৃতাংশের পথিক কে = নবকুমার ।
●" আমরা সবাই রাজা" এই পংক্তির রচয়িতা কে = রবীন্দ্রনাথ ঠাকুর।
● যে সবে বঙ্গেতে জন্মি হিংসে বঙ্গবানী,
সে সবে কাহার জন্ম নির্ণয় ন জানি" কোন কবির লেখা = কবি আবদুল হাকিম।
● "দেশী ভাষা বিদ্যা যার মনে ন জুয়ায়
নিজ দেশ ত্যাগী কেন বিদেশ নি যায়" কবিতাংশটি কার রচনা = আবদুল হাকিম।
● "জন্মেছি মাগো তোমার কোলেতে মরি যেন এই দেশে" = এই আকাঙ্ক্ষা কার = সুফিয়া কামাল।
● বাংলা কাব্য সাহিত্যে আধুনিকতার জনক কে = মাইকেল মধুসূদন দত্ত।
● কাজী নজরুল ইসলামের মহরম কবিতাটি কোন কাব্যের অন্তর্গত = অগ্নিবীণা।
●" দেওয়ান মদিনা" কোন কাব্যের অন্তর্গত = মৈমনসিংহ গীতিকা।
●" স্পেন বিজয়" ও "অনল প্রবাহ" কাব্যের রচয়িতা কে = ইসমাইল হোসেন সিরাজ।
● কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতাটি কোন সালে প্রকাশিত হয় = 1921
● শামসুর রাহমানের কাব্য = প্রথম গান দ্বিতীয় মৃত্যুর আগে।
● শাহনামা বাংলা অনুবাদ করেন = মোজাম্মেল হক।
● বাংলা সাহিত্যের প্রথম মহাকাব্য = মহাভারত।
● বাংলা সাহিত্যের কথা দুই খন্ড গ্রন্থটির রচয়িতা = ডঃ মুহাম্মদ শহীদুল্লাহ।
● বাংলা একাডেমী সংক্ষিপ্ত বাংলা অভিধান এর সম্পাদক কে = আহমদ শরীফ।
● ভাষা প্রকাশ বাঙ্গালা ব্যাকরণ কে রচনা করেন = ডঃ সুনীতিকুমার চট্টোপাধ্যায় ।
● কোন গ্রন্থটি বাংলা সাহিত্যের ইতিহাস = বাংলা গদ্যরীতির ইতিহাস।
● বাংলাদেশের আঞ্চলিক ভাষার অভিধান এর সম্পাদক = ডঃ মোহাম্মদ শহীদুল্লাহ।
●" বাংলার ইতিহাস" গ্রন্থটির রচয়িতা কে = সুকুমার সেন।
● বাংলা সাহিত্যের ইতিহাস বিষয়ক প্রথম উল্লেখযোগ্য গ্রন্থ রচনা করেছেন = ডঃ দ্বীনেশচন্দ্র সেন।

সংগৃহীত
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    63 Views
    by bdchakriDesk
    0 Replies 
    387 Views
    by sajib
    0 Replies 
    224 Views
    by kajol
    0 Replies 
    210 Views
    by mousumi
    0 Replies 
    96 Views
    by shanta
    long long title how many chars? lets see 123 ok more? yes 60

    We have created lots of YouTube videos just so you can achieve [...]

    Another post test yes yes yes or no, maybe ni? :-/

    The best flat phpBB theme around. Period. Fine craftmanship and [...]

    Do you need a super MOD? Well here it is. chew on this

    All you need is right here. Content tag, SEO, listing, Pizza and spaghetti [...]

    Lasagna on me this time ok? I got plenty of cash

    this should be fantastic. but what about links,images, bbcodes etc etc? [...]