Page 1 of 1

প্রশ্ন সমাধান নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর: পর্ব ০২

Posted: Mon Apr 26, 2021 10:44 pm
by didar
পদ: সিনিয়র স্টাফ নার্স
পরীক্ষা: ২৮ জানুয়ারি ২০২১

৫১. রক্তের মাধ্যমে ছড়ায় না কোনটি?-
(ক) হেপাটাইটিস-A
৫২. জাতিসংঘ দিবস কোনটি? - (ঘ) ২৪ অক্টোবর।
৫৩. An Omnivore is and animal that eats - (ক) all types of food।
৫৪. শতভাগ (১০০%) বিশুদ্ধ অক্সিজেন শরীরের জন্য - (ক) ক্ষতিকর।
৫৫.’Pass away’ means- (ঘ) die।
৫৬. কোন জেলায় রেল যোগাযোগ নেই? - (গ) সাতক্ষীরা।
৫৭. What is the superlative degree of ‘bad’? - (ক) worst।
৫৮. কোনটি কোষের অংশ নয়? - (গ) প্লাজমা।
৫৯. বাংলাদেশি মহিলাদের গড় আয়ু কত?
(ক) ৮০.৬বছর (খ)৫৭.৫ বছর
(গ) ৬৪.৪ বছর (ঘ) ৭৩.৮ বছর
[Note: অর্থনৈতিক সমীক্ষা ২০২০ অনুযায়ী, মহিলাদের গড় আয়ু ৭৪.২ বছর।]
৬০.বাংলাদেশের অস্থায়ী সরকার শপথ গ্রহণ করে- (গ) ১৭ এপ্রিল ১৯৭১।
৬১. কোনটি রক্তে অক্সিজেন পরিবহন ক্ষমতা খর্ব করে? - (গ) কার্বন মনোঅক্সাইড।
৬২. ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’ এ গানটির রচয়িতা কে? - (গ) আবদুল গাফ্ফার চৌধুরী।
৬৩. A doctor who treats patients with heart diseases is known as a/an- (খ) cardiologist
৬৪. হৃৎস্পন্দন কত বেশি হলে তাকে Tachycardia বলে? -
(ক) 40 (খ) 60 (গ) 90 (ঘ) 72
[Note: সঠিক উত্তর হবে 100।]
৬৫. কোন ওষুধটি রক্ত পাতলা রাখতে সাহায্য করে? - (খ) এসপিরিন।
৬৬. Which one is a conjunction? - (খ)or।
৬৭. The passive form of the sentence who can do it? - (খ)By whom can it be done?
৬৮. মানুষের ক্রোমোজমের সংখ্যা - (গ) ২৩ জোড়া।
৬৯. মানবদেহে অত্যাবশ্যকীয় ফ্যাটি অ্যাসিড কয়টি? - (খ) ৩।
৭০. শ্বেত রক্তকণিকার পরিমাণ প্রতি ঘন মিলিমিটার রক্তে কত হলে Thrombocytopenia বলে?
(ক) ৮০০০ এর নিছে (খ) ৪০০০ এর নিচে (গ)১০০০০ এর নিচে (ঘ) ৫০০০ এর নিচে [Note: প্রশ্নটি অসামঞ্জস্যপূর্ণ।]
৭১. নিচের কোনটি জীবনানন্দ দাশের রচনা? - (গ) রূপসী বাংলা।
৭২. খাদ্য হজম প্রক্রিয়া শুরু হয়? - (ক) পাকস্থলীতে।
৭৩. ডেঙ্গু জ্বরের বাহক কোন মশা? - (খ) এডিস।
৭৪. ‘মৈমনসিংহ গীতিকা’ -এর সংগ্রাহক ছিলেন কে? - (গ) চন্দ্রকুমার দে।
৭৫. ভাষা আন্দোলন ভিত্তিক নাটক কোনটি? - (ঘ) কবর।
৭৬. আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কোনটি? - (গ) ২১ ফেব্রুয়ারি।
৭৭. বিভক্তিহীন নাম শব্দকে কী বলে? - (ক) প্রাতিপদিক।
৭৮. একলেমশিয়া রোগটি কাদের হয়? - (গ) গর্ভবতী মায়ের।
৭৯. ‘জজসাহেব’ কোন সমাসের উদাহরণ? - (ঘ) কর্মধারয়।
৮০. কোনটি রক্তের কাজ নয় - (ঘ) জারক রস বিতরণ করা।
৮১. কোন হরমোনের অভাবে ‘Diabetes Mellitus’ হয়? - (খ) ইনসুলিন।
৮২. কোন রক্তকণিকা দেহে এন্টিবডি তৈরি করে? - (ঘ) লিম্ফোসাইট।
৮৩. সংক্রামক ব্যাধি কোনটি? - (ক) এইডস।
৮৪. ফ্লোরেন্স নাইটিঙ্গেল নামটি কোন যুদ্ধের সাথে সংশ্লিষ্ট? - (ঘ) ক্রিমিয়ায়র যুদ্ধ।
৮৫. কারক কত প্রকার? - (খ) ৬ (ছয়) প্রকার।
৮৬. সিন্ধু সভ্যতা কোন যুগের সভ্যতা? - (ক) তাম্র।
৮৭. ‘রূপাই’ জসীমউদ্দীনের কোন কাব্যগ্রন্থের চরিত্র? (খ) নক্সী কাঁথার মাঠ।
৮৮. নাড়ির স্পন্দন প্রবাহিত হয় - (ক) ধমনির ভিতর।
৮৯. উৎস বা উৎপত্তি অনুসারে বাংলা শব্দের শ্রেণি বিভাগ কয়টি? -(গ) পাঁচ।
৯০. পাটের জিনোম সিকোয়েন্স আবিষ্কার করেন কোন বিজ্ঞানী? - (গ) ড. মাকসুদুল আলম।
৯১. বাংলাদেশে কোভিড-১৯ টিকা প্রদান কার্যক্রম কোন তারিখে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়? - (খ) ২৭/০১/২১।
৯২. বাংলাদেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় পদক কোনটি? - (খ) স্বাধীনতা পদক।
৯৩. Which one does not mean the opposite of ‘old’? -(খ) different
৯৪. তিয়ান মেন স্কয়ার কোথায় অবস্থিত? - (ক) বেইজিং।
৯৫. ‘ভানু’ শব্দের অর্থ কী? - (গ) সূর্য।
৯৬. বৃহদন্ত্রের অংশ কোনটি? - (ঘ) ইলিয়াম।
৯৭. জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্ত্রী প্রমীলার সমাধি কোথায়? (ঘ) ভারতের চুরুলিয়া।
৯৮. Disinfactant হিসেবে কোনটি ব্যবহৃত হয় না? - (গ) ফেনল।
৯৯. স্যালাইন পুস করার জন্য প্রয়োজন - (গ) মিডিয়াল কিউবিটাল ভেইন।
১০০. কোন দেশের সাথে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি সবচাইতে বেশি? - (ঘ) চীন।