Get on Google Play

স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয়
#7673
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উল্লেখিত বর্ণিত পদসমূহ পূরণের জন্য বাংলাদেশী নাগরিকদের নিকট আহবান করা যাচ্ছে।
সহকারী অধ্যাপক: আবেদনকারীদের ভূগোল ও পরিবেশ বিষয়ে ৪ বছর , বছর মেয়াদি স্নাতক (সম্মান) /সমমান ও স্নাতকোত্তর /সমমান ডিগ্রিসহ উভয় পরক্ষিার সনাতন পদ্ধতিতে ১ম শ্রেণি ও গ্রেডিং পদ্ধতিতে সিজি পি এ ৩.৫০ (৪.০০স্কেলে) থাকতে হবে। স্নাতকোত্তর /সমমানের ডিগ্রিধারী প্রার্থীদের ক্ষেত্রে প্রভাষক হিসেবে বিশ্ববিদ্যালয় পর্যায়ে নূন্যতম ৩ বছরের সক্রিয় শিক্ষাগতার অভিজ্ঞতা থাকতে হবে। এমফিএল /সমমানের ডিগ্রিধারী প্রার্থীদের ক্ষেত্রে প্রভাষক হিসেবে বিশ্ববিদ্যালয় পর্যায়ে নূন্যতম ২ বছরের সক্রিয় শিক্ষকতার অভিজ্ঞতা থাকতে হবে। পি এইচডি ‍ডিগ্রিধারী প্রার্থীদের ক্ষেত্রে প্রভাষক হিসেবে বিশ্ববিদ্যালয় ১ বছেরের সক্রিয় শক্ষকতার অভিজ্ঞতা থাকতে হবে। স্বীকৃত জার্নালে (পিয়ার রিভিউড )নুন্যতম ৩টি প্রকাশনা থাকতি হবে , যার মধ্যে First author হিসেবে নূন্যতম ১ টি প্রকাশনা থাকতে হবে।
প্রভাষক : আবেদনকারীদের ভূগোল ও পরিবেশ বিষয়ে ৪ বছর মেয়াদি স্নাতক ,/সমমান/ডিগ্রিসহ উভয় পরীক্ষার সনাতন পদ্ধতিতে ১ম শ্রেণি ও গ্রেডিং পদ্ধতিতে সিজিপিএ ৩.৫(৪.০০স্কেলে) থাকতে হবে। পিএইচডি এবং ইমপ্যাক্ট ফ্যাক্টর জার্নালে প্রকাশন থাকলে অগ্রাধিকার দেয়া যেতে পারে ।আগ্রহী প্রার্থীগণ অফিস চলাকালীন সময়ে নিম্নস্বাক্ষরকারীর অফিস থেকেও বিজ্ঞপ্তি কপি এবং আবেদন ফরম সংগ্রহ করতে পারবেন। ওয়েব সাইট www.juniv.edu থেকেও উক্ত ফরম সংগ্রহ করা যাবে। অসম্পূর্ণ দরখাস্ত বাতিল বলে গণ্য হবে।
সোর্স :দৈনিক জনকণ্ঠ
তারিখ: ৩১/০১/২০২৪ ইং
You do not have the required permissions to view the files attached to this post.
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    262 Views
    by bdchakriDesk
    0 Replies 
    880 Views
    by bdchakriDesk
    0 Replies 
    219 Views
    by bdchakriDesk
    0 Replies 
    599 Views
    by bdchakriDesk
    0 Replies 
    977 Views
    by bdchakriDesk

    ব্যারিস্টার সুলতান আহমদ চৌধুরি কলেজ, বন্দর, (বর্তম[…]

    বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জনবল কাঠামো ও এমপিও নীত[…]

    সর্বশেষ সরকারি বিধি মোতাবেক বিশনন্দী হাজী খোকন উচ্[…]

    জনবল কাঠমো ও এমপিও নীতিমালা অনুযায়ী কুমিল্লা জেলা[…]