Get on Google Play

চাকরি প্রর্থীদের সমস্যা, প্রশ্ন, মতামত এবং বিভিন্ন পেশা সর্ম্পকে আলোচনা, অভিজ্ঞতা ও পরামর্শ
#1045
প্রশ্ন ১: আমার সাবজেক্ট অমুক,আমি কোন কোন ক্যাডার চয়েজ দিতে পারব?
উত্তর: বিসিএস এ আবেদন ফর্মে আপনার সাবজেক্ট input দেওয়ার পর আপনি যতটা/যেসব ক্যাডারে আবেদন করতে পারবেন সেসব ক্যাডারের একটা তালিকা চোখের সামনে ভেসে উঠবে। আপনি চাইলেই যেকোনো ক্যাডার চয়েস দিতে পারবেন না। উক্ত list থেকেই দিতে হবে। এবার আপনি একটি চয়েজ দিবেন নাকি সব দিবেন সেটা আপনার ব্যাপার।

প্রশ্ন২: আমার cgpa কম,এটা কি ভাইভাতে প্রভাব ফেলবে??
উত্তর: না কোন প্রভাব ফেলবে না। শুধু পরীক্ষায় অংশগ্রহণ করার মত cgpa থাকলে হবে।বরং cgpa বেশি থাকলে আপনার পঠিত বিষয়ের উপর ভালো দক্ষতা রাখতে হবে কারণ আপনার পঠিত বিষয় সম্পর্কে যদি না জানেন তবে আপনার বিশ্ববিদ্যালয়ের / ডিপার্টমেন্টের পড়াশোনার মান নিয়ে প্রশ্ন করবে। এটা আপনার জন্য একটা নেগেটিভ সাইড হতে পারে। তাই সিজিপিএ কম হলে হতাশ হওয়ার কিছুই নেই।

প্রশ্ন ৩:আমি জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়ি, আমি কি ক্যাডার হতে পারব?
উত্তর: প্রতিটা বিসিএস এ জাতীয় বিশ্ববিদ্যালয় হতে ৩০০ থেকে ৪০০ বা এরও বেশী ক্যাডার হয়ে থাকেন। এবার বুঝুন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা কেমন পরিশ্রমী ও মেধাবী। পুলিশ, ফরেন, admin, শিক্ষাসহ সব ক্যাডারে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রী রয়েছেন।

প্রশ্ন ৪:আমি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্র, আমি ক্যাডার হতে পারব??
উত্তর:আগে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা সরকারি চাকরির দিকে ছুটত কম। এখন তাদের মধ্যে আগ্রহ সৃষ্টি হয়েছে এবং ক্যাডার হচ্ছেন। 34 তম বিসিএস এ ফরেন তথা সম্মিলিত মেধা তালিকায় প্রথম যিনি তিনি কিন্তু প্রাইভেট বিশ্ববিদ্যালয় আহসানউল্লাহর ছাত্র ছিলেন।

প্রশ্ন ৫:আমি কোন কোন ক্যাডার চয়েজ দেবো??
উত্তর: আপনার যে যে ক্যাডার ভালো লাগে সেটা চয়েজে রাখবেন। পোস্ট একটি হলেও তাই করবেন। হুজুগে চয়েজ দিবেন না। প্রতিটা ক্যাডার সম্পর্কে জেনে নিবেন আগে।

সবার প্রতি ইদের শুভেচ্ছা রইল ।
প্রকাশ কুমার নাথ
সহকারী পরিচালক ( প্রোগ্রাম )
বাংলাদেশ বেতার , বান্দরবান ।
বিসিএস (তথ্য), ৩৬ তম বিসিএস ।
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    23 Views
    by bdchakriDesk
    0 Replies 
    5432 Views
    by delower
    0 Replies 
    359 Views
    by sajib
    0 Replies 
    813 Views
    by rajib
    0 Replies 
    201 Views
    by shohag

    বিষয় : রাষ্ট্রপতির কার্যালয়, আপন বিভাগের “[…]

    বিষয় : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্[…]

    Amendment of Vacancy announcement for the post of […]