Get on Google Play

ইংরেজি ব্যাকরণ বিষয়ক আলোচনা
#1301
Right form of verb এর চারটি সহজ সূত্র মন দিয়ে
পারলেই খুব সহজে Right form of verb ৫ এ ৫ পাওয়া
যাবে।
এখন আসি
Right form of verb এর চারটি সহজ সূত্র নিয়ে: আমরা
জানি, verb এর রুপসূমহ:
1.Base form(V1)-Eat, go
2.Past form(V2)-ate,went
3.Past pa(V3)-eaten,gone
4.S/es form(V1+s/es)-eats,goes..
5.Gerund form-(v+ing)-eating, going..
6.Infinite form-(to+V1)-to eat,to go..
এবার,
*To Be verb সূমহ:Am,is,are,
was,were,shall be/will be,have been,has been,shall have
been/
will have been.
*To Have Verb সূমহ:Have,has,had,shall have,will have
*To Do verb:Do,Does,Did.
*Model&Semi Modal সূমহ:Shall,should, will,would, can,
could,
may,might,must,
meed dare,used to,ought to,am to,are to,is to,was to,were
to,have to,has to,had to ইত্যাদি।
এবার আসি মাত্র চার টা সূত্রতে : সুত্র-১:( Model
Related) অর্থাৎ প্রশ্নে Modal থাকলেই চোখ বন্ধ
করে উত্তর দিয়ে দিবে।
1.Modal+V1
2.Modal+be+V3
3.Modal+have+V3
উদাহরণ :
1.She might have(hear) the name of Sk
=heard হবে।
খেয়াল করো,উপরের সূত্রতে বলা হয়েছে Modal+Have
থাকলেই V3 হবে। এজন্য Hear এর জায়গায় Heard
হয়েছে। কারন Might হচ্ছে Modal আর Might এর পরে
Have আছে।
2.It can easily be(solve) within seconds.
=Solved হবে।এটাও সহজ। উপরে লেখাই আছে। Modal
+be
verb থাকলেই V3 হবে।
Can হচ্ছে Modal,এর সাথে be আছে এজন্য Solve এর
জায়গায় Solved.
3. They must (following) the rules of behave..
=follow হবে।কারন উপরে বলাই আছে শুধু Modal থাকলে
V1 হয়।
সূত্র-২:(Do,Does,Did সংক্রান্ত)
1.To Do verb+V1
2.TO Have Verb+V3 হবে।
উদাহরণ দেখলেই বুঝা যাবে।
1. She did not (phoned) me last night.
= phone হবে, কারন উপরে বলাই আছে Do verb থাকলেই
V1 হয়।
Do,Does,Did ই হচ্ছে Do verb..ক্লিয়ার? 2.Have you ever
(is) in Dinajpur.
=Been হবে। Have verb
থাকলেই
V3 হয়। IS এর V3 হচ্ছে been.. সূত্র-৩: (preposition)
preposition থাকলেই V1 এর সাথে ing যোগ হবে। শুধু
একটা preposition এর ক্ষেত্রে ing হবে না। সেটা হচ্ছে
To থাকলে জাস্ট V1 হবে।
উদাহরণ-
1.To(buy) a pen,she went to New Market
=buy হবে,কারন উপরে বলাই আছে। জাস্ট To এর পরে
V1 ই
হয়,সুতরাং যা আছে, তাই ই হবে। 2. for (buy) a pen,she
went to new.
=buying হবে।অন্য কোন preposition থাকলেই ing হবে।
সেটা আগেই বলে দিয়েছি। for একটি preposition এটা
তোমরা জানো! এজন্যই ing হয়েছে। সূত্র-৪:( be verb
সংক্রান্ত)
1. To be verb হলে (V1+ing) হবে।এখানে মনে রাখতে
হবে active voice হলে Sub নিজে verb এর কাজ করে 2.To
be
verb+V3, এক্ষেত্রে Passive voice হলে Sub অলস থাকে।
উদাহরণ দেখলেই ক্লিয়ার হবা। 1.Sugar is(import) from
Brazil..
=Imported হবে। কারন এখানে সাবজেক্ট Sugar অলস।
কারন চিনি ব্রাজিল থেকে আনা হয়। এটা কেউ
আনে।
চিনি হেটে হেটে চলে আসে না। তাই be verb এর V3
হবে।
import এর V3 হচ্ছে Imported.
2. Govt is (import) sugar from Brazil.
=importing হবে। কারন এখানে সাবজেক্ট নিজে কাজ
করে। Govt সাবজেক্ট। আর Govt নিজে এটা ব্রাজিল
থেকে আনে। এই হচ্ছে চারটা সূত্র। এছাড়াও জেনে
রাখা দরকার
**ONU ARE DOGS হলে V1 হয়। O=Open,N=Normal
ly,U=Usually, A=Always, R=Regular, E=Everybody,
D=Daily,O=Ocasionaly,G=Generally, S=Sometimes এগুলা
থাকলেই present form হবে অর্থাৎ V1 হবে। 3rd person
singular হলে S/Es হবে।
উদাহরণ : 1.
They (visited) the place often
=visit হবে, কারন খেয়াল করো, ONU ARE DOGS এর
যেকোনো একটা এখানে আছে আই মিন Often আছে।
যেহেতু
2. She (attend) my class regularly.
=attends হবে। She 3rd person singular.
**YALOLALA কিংবা অতীতের কিছু থাকলেই V2 হয়।
YALOLA দিয়ে Y=Yesterday, A=Ago,
Lo=Longtime, long long ago
LA=Last time,last year..
উদাহরণ : I (see) him last time
=Saw হবে। কারন YOLALA এখানে আছে দ্যাটস মিন last
time আছে।
** JJAYLERS কিংবা এই মাত্র হয়েছে বললেই V3
অর্থাৎ
PP হবে।
JJAYLERS দিয়ে J=Just,J=just now,A=Already,L
=Lately, E=Even,R=Regularly বুঝায়।
উদাহরণ : I ( Receive) your Sms just now
=have Received হবে কারন এখানে Just now আছে। আর
আমরা জানি JJAYLERS থাকলেই V3/PP হয়। এই হচ্ছে
Right form of verb

Jabed Ahmed
    long long title how many chars? lets see 123 ok more? yes 60

    We have created lots of YouTube videos just so you can achieve [...]

    Another post test yes yes yes or no, maybe ni? :-/

    The best flat phpBB theme around. Period. Fine craftmanship and [...]

    Do you need a super MOD? Well here it is. chew on this

    All you need is right here. Content tag, SEO, listing, Pizza and spaghetti [...]

    Lasagna on me this time ok? I got plenty of cash

    this should be fantastic. but what about links,images, bbcodes etc etc? [...]