Get on Google Play

দৈনন্দিন বিজ্ঞান বিষয়ক সাধারণ জ্ঞান
#1091
1.Multitasking কাকে বলে?
Ans: একই সময়ে একাধিক প্রোগ্রাম সচল রাখার ক্ষমতাকে বলে multitasking.
2.টাস্কবার কাকে বল?
Ans: ডেক্সটপের নিচের দিকে start লেখা সম্ফলিত বারকে টাক্স বার বলে।
3.রিসাইকেলবিন কি?
Ans: রিসাইকেলবিন হচ্ছে একটি ট্রন্সজিট মেমোরি লোকেশন।
4.Defragmentation কি?
Ans: যে ইউটিলিটি প্রোগ্রাম একটি ডিস্কের গতি বৃদ্ধি করে তা হল defragmentation.
5.ফরমেট কাকে বলে?
Ans:ডিস্ককে তথ্য ধারণের উপযোগী করাকে ফরমেট বলে।

⑴ বিশ্বের প্রথম ল্যাপটপের নকশা করেন → বিল মোগরিজ
⑵ সর্বপ্রথম পূর্ণাঙ্গ ডিজিটাল কম্পিউটার হলো → Mark - 1
⑶ 'হার্ডডিস্ক' মাপার একক হলো → গিগাবাইট
⑷ মোবাইল ডিভাইসের প্রাণ বলা হয় → অ্যাপকে
⑸ স্বচ্ছ টাচস্ক্রিন উদ্ভাবিত হয় → ১৯৭৪ সালে
⑹ অ্যান্ড্রয়েড ব্যবহৃত প্রথম ফোন → HTC Dream, যা T- mobile G1 নামে পরিচিত
⑺ কম্পিউটার হার্ডওয়্যারের মধ্যে থাকে → ৩ টি অংশ
⑻ কম্পিউটারে মেকানিক্যাল ডিভাইসকে বলা হয় → হার্ডওয়্যার
⑼ IC আবিষ্কৃত হয় → ১৯৫৮ সালে
⑽ ভাইরাস নামকরণ করেন → → গবেষক ফ্রেডরিক কোহেন

১. প্রশ্ন: Fire fox OS কে সংক্ষেপে কি বলা হয়?
উত্তর: B2G
২. প্রশ্ন: COD এর পূর্ণরূপ-
উত্তর: Cash on Delivery
৩. প্রশ্ন: Oracle Corporation - এর প্রতিষ্ঠাতা কে?
উত্তর: Lawrence J. Ellison
৪. প্রশ্ন: কমিউনিকেশন সিস্টেমে গেটওয়ে কি কাজে ব্যবহার করা হয়?
উত্তর: দুই বা তার অধিক ভিন্ন ধরনের নেটওয়ার্ককে সংযুক্ত করার কাজে
৫. প্রশ্ন: সাধারণত ইনফ্রারেড ডিভাইস ব্যবহার করা হয়--
উত্তর: WAN-এ
৬. প্রশ্ন: WiMAX এর পূর্ণরূপ কি?
উত্তর: Worldwide Interoperability for Microwave Access
৭. প্রশ্ন: কোনটি 3G Language নয়--
উত্তর: Machine Language/Assembly Language
৮. প্রশ্ন: wi-fi কোন স্ট্যান্ডার্ড-এর উপর ভিত্তি করে কাজ করে?
উত্তর: IEEE 802.11
৯. প্রশ্ন: LinkedIn কি ধরনের সার্ভিস?
উত্তর: এটি একটি বিজনেস অরিয়েন্টেড সোশ্যাল নেটওয়ার্কিং সার্ভিস
১০. প্রশ্ন: আইনের ৭ম ধারায় তথ্য প্রযুক্তির কতটি বিষয়কে আইনের আওতায় রাখা হয়েছে?
উত্তর: ২০
১১. প্রশ্ন: বাংলাদেশ তথ্য ডিজিটাল করনের ফলে সিদ্ধান্ত গ্রহণে কত ভাগ কম সময় লাগছে?
উত্তর: ৮০-৯০
১২. প্রশ্ন: দেশের ১৫টি চিনিকলের চাষি একযোগে তথ্য পাচ্ছে কোথা থেকে?
উত্তর: ই- পুর্জি
১৩. প্রশ্ন: COD এর পূর্ণরূপ-
উত্তর: Cash on Delivery
১৪. প্রশ্ন: বাংলাদেশে কত সালের পরপর ই-কমার্সের প্রসার হয়?
উত্তর: ২০১১-১২
১৫. প্রশ্ন: Twitter -এ সর্বোচ্চ কত অক্ষরের বার্তা প্রকাশ করা যায়?
উত্তর: ১৪০
১৬. প্রশ্ন: কোনো দেশ প্রযুক্তিতে পিছিয়ে থাকলে কিভাবে অন্য দেশের সমান হতে পারে? Raisul Islam Hridoy
উত্তর: Leap Frog এর মাধ্যমে
১৭. প্রশ্ন: রেজিস্ট্রি ক্লিন আপ ব্যবহার না করলে কি হয়?
উত্তর: কম্পিউটার ঠিক ভাবে কাজ করে না
১৮. প্রশ্ন: BSA পূর্ণরূপ-
উত্তর: Business Software Alliance
১৯. প্রশ্ন: তথ্য প্রযুক্তিতে দক্ষ লোকের চাহিদা আগামী ২-৩ বছরে কীরূপ হবে?
উত্তর: দ্বিগুন
২০. প্রশ্ন: GPS এর পূর্ণরূপ--
উত্তর: Global Positioning System

৪১. প্রশ্ন: অ্যান্ড্রয়েড ব্যবহৃত হয় প্রথম -- ফোনে।
উত্তর: HTC
৪২. প্রশ্ন: প্রতি সেকেন্ডে যে বিট টান্সমিট করা হয় তাকে বলে -
উত্তর: Bandwith
৪৩. প্রশ্ন: Coaxial Cable এর সাহায্যে ডিজিটাল প্রেরণ করা যায়_____ কিলোমিটার পর্যন্ত।
উত্তর: ১
৪৪. প্রশ্ন: বাংলাদেশের সাবমেরিন ল্যান্ডিং স্টেশন অবস্থিত -
উত্তর: কক্সবাজার
৪৫. প্রশ্ন: কম্পিউটার নেটওয়ার্ক কত প্রকার ?
উত্তর: ৫
৪৬. প্রশ্ন: Man এর উৎকৃষ্ট উদাহরন -
উত্তর: ক্যাবল টিভি নেটওয়ার্ক
৪৭. প্রশ্ন: ক্রাউড কম্পিউটার এর সেবা দেয়া শুরু হয় -
উত্তর: ২০০৫ সালে
৪৮. প্রশ্ন: দূরত্ব বেশি হলে বেস স্টেশনের সংখ্যা -
উত্তর: বাড়াতে হয়
৪৯. প্রশ্ন: সংরক্ষিত ডেটাবেজকে বলে -
উত্তর: Back end
৫০. প্রশ্ন: ইন্টারনেট একাউন্ট গ্রহণকারীদের বলা হয় -
উত্তর: নেটিজেন
৫১. প্রশ্ন: বর্তমানে ইন্টারনেট ব্যবহারে শীর্ষে কোন দেশ?
উত্তর: চীন
৫২. প্রশ্ন: বিশ্বের প্রথম কম্পিউটার নেটওয়ার্কের নাম -
উত্তর: ARPANET
৫৩. প্রশ্ন: বাংলাদেশে প্রথম অফ-লাইন ইন্টারনেট চালু হয় -
উত্তর: ১৯৯৪ সালে
৫৪. প্রশ্ন: ইন্টারনেটের জনক বলা হয় -
উত্তর: VintonGray Cert কে
৫৫. প্রশ্ন: বাংলাদেশের প্রথম অনলাইন পত্রিকা -
উত্তর: bdnews24. com
৫৬. প্রশ্ন: প্রত্যন্ত অঞ্চল থেকে ইন্টানেট ব্যবহার করতে চাইলে প্রয়োজন--
উত্তর: মডেম
৫৭. প্রশ্ন: ইন্টারনেট সংযোগ সাধারণত কত প্রকার?
উত্তর: ২
৫৮. প্রশ্ন: IP Address এর বর্তমান প্রচলিত ভার্সন--
উত্তর: IPV 4
৫৯. প্রশ্ন: E-mail ঠিকানায় কয়টি অংশ থাকে?
উত্তর: ২
৬০. প্রশ্ন: Cyber Crime রোধে ১৯৯২ সালে কয়টি নির্দেশনা দেয়া হয়?
উত্তর: দশ

৬১. প্রশ্ন: Bar Code সাধারণত কোথায় ব্যবহার করা হয়?
উত্তর: Supermarkets
৬২. প্রশ্ন: LAN card এর অপর নাম কি?
উত্তর: NIC
৬৩. প্রশ্ন: গুগলের অপ্রতিষ্ঠানিক মূলমন্ত্র-
উত্তর: Don't be evil
৬৪. প্রশ্ন: ’অ্যাপল’ কম্পিউটার বাজারে আসে -
উত্তর: ১৯৭৬ সালে
৬৫. প্রশ্ন: ইন্টেলের জন্ম _____ সালে।
উত্তর: ১৯৬৮
৬৬. প্রশ্ন: ইন্টেল প্রথম বানিজ্যিক প্রসেসর তৈরী করে কত সালে?
উত্তর: ১৯৭১
৬৭. প্রশ্ন: টুইটার চালু হয় কত সালে?
উত্তর: ২০০৬
৬৮. প্রশ্ন: ইনস্টাগ্রাম চালু হয় কত সালের অক্টোবরে?
উত্তর: ২০১০
৬৯. প্রশ্ন: সর্বপ্রথম “রোবট” শব্দটি ব্যবহৃত হয় কত সালে?
উত্তর: ১৯২০
৭০. প্রশ্ন: একটি মোবাইল ইউনিটে কতটি অংক থাকে?
উত্তর: ৩
৭১. প্রশ্ন: মোবাইল ফোনে GSM প্রযুক্তি চালু হয় কত সালে?
উত্তর: ১৯৯১
৭২. প্রশ্ন: মোবাইল ফোনের তৃতীয় প্রজন্ম চালু হয়-
উত্তর: ২০০০ সালে
৭৩. প্রশ্ন: সিম্বিয়ান অপারেটিং সিস্টেমে ব্যবহৃত প্রথম মোবাইল ফোন-
উত্তর: এরিকসন আর ৩০৮
৭৪. প্রশ্ন: Mozilla Firefox OS উদ্ভাবন হয় কত সালে?
উত্তর: ২০১২
৭৫. প্রশ্ন: ডেটা ট্রান্সমিশন পদ্ধতি কয় ধরনের?
উত্তর: ৪
৭৬. প্রশ্ন: ইনফ্রারেডের ডেটা ট্রান্সফার রেট কত?
উত্তর: 1-4Mbps
৭৭. প্রশ্ন: একটি LAN এ সর্বোচ্চ রিপিটার স্টেশন-
উত্তর: ৪ টি
৭৮. প্রশ্ন: হটস্পট প্রযুক্তি নয়-
উত্তর: Broadband
৭৯. প্রশ্ন: ব্লুটুথের একটি পিকোনেটে সর্বোচ্চ কতটি স্ল্যাভ থাকতে পারে?
উত্তর: ৭
৮০. প্রশ্ন: কম্পিউটার নেটওয়ার্ক নয়--
উত্তর: WAN
৮১. প্রশ্ন: ক্লাউড কম্পিউটিং প্রথম সেবা দেয়া শুরু করে-
উত্তর: Amazon
৮২. প্রশ্ন: ইন্টারনেট সোসাইটি প্রতিষ্ঠিত হয়-
উত্তর: ১৯৯২ সালে
৮৩. প্রশ্ন: Internet শব্দটির উৎপত্তি-
উত্তর: Internet connected Network থেকে
৮৪. প্রশ্ন: Tcp/IP প্রটোকলের উদ্ভাবন হয়-
উত্তর: ১৯৮২ সালে
৮৫. প্রশ্ন: European Laboratory For Particle Physics কোথায় অবস্থিত?
উত্তর: জেনেভা
৮৬. প্রশ্ন: Opera-mini'র জনক-
উত্তর: স্টিফেন্সন
৮৭. প্রশ্ন: Google e-book সেবা চালু হয়-
উত্তর: ২০১০ সালে
৮৮. প্রশ্ন: বিশ্বগ্রাম ধারণার জনক--
উত্তর: মার্শাল ম্যাক্লুহান
৮৯. প্রশ্ন: বর্তমানে মাইক্রোসফট এর প্রধান নির্বাহী কর্মকর্তা-
উত্তর: সত্য নাদেলা
৯০. প্রশ্ন: ই-কমার্সকে সাধারণত কয় ভাগে ভাগ করা যায়?
উত্তর: ৪
৯১. প্রশ্ন: বৈদ্যুতিক টেলিগ্রাফ আবিষ্কৃত হয় কত সালে?
উত্তর: ১৮৩৭
৯২. প্রশ্ন: ব্লগিং এর জনক-
উত্তর: ইভান উইলিয়াম
৯৩. প্রশ্ন: উইকিলিক্স কত সনে যাত্রা শুরু করে?
উত্তর: ২০০৬
৯৪. প্রশ্ন: বিশ্বের প্রথম মোবাইল ব্যাংকিং চালু হয় কখন?
উত্তর: ১৯৯৭
৯৫. প্রশ্ন: বাংলাদেশের কোন ব্যাংক সর্বপ্রথম মোবাইল ব্যাংকিং সেবা চালু করে?
উত্তর: ডাচ বাংলা ব্যাংক
৯৬. প্রশ্ন: বুলেটিন বোর্ড ব্যবহৃত হয় কি কাজের জন্য?
উত্তর: ইন্টারনেটে বিজ্ঞান প্রদানের জন্য
৯৭. প্রশ্ন: GSM মোবাইল ফোনের জন্য থাকে--
উত্তর: SIM
৯৮. প্রশ্ন: Fire fox OS কে সংক্ষেপে কি বলা হয়?
উত্তর: B2G
৯৯. প্রশ্ন: স্বচ্ছ টাচস্ক্রিন কত সালে উদ্ভাবন হয়?
উত্তর: ১৯৭৪ সালে
১০০. প্রশ্ন: বাংলাদেশের একমাত্র অপটিক্যাল ফাইবার প্রস্তুতকারী প্রতিষ্ঠান কোথায় অবস্থিত?
উত্তর: খুলনা
১২১. প্রশ্ন: মাইক্রোসফটের মিডিয়ারুম হলো-
উত্তর: সেট-টপ বক্স
১২২. প্রশ্ন: আইবিএম গবেষকবৃন্দ এযাবতকালে কতটি নোবেল পুরস্কার পেয়েছেন?
উত্তর: ৫
১২৪. প্রশ্ন: “অটোমেটেড টেলার মেশিন” কি কাজে ব্যবহৃত হয়?
উত্তর: ব্যাংকিং কার্যক্রমের জন্য ব্যবহৃত হয়
১২৫. প্রশ্ন: IPVC কত বিটের হবে?
উত্তর: ১২৮
১২৬. প্রশ্ন: আরপানেট বন্ধ হয়ে যায় কত সালে?
উত্তর: ১৯৯০
১২৭. প্রশ্ন: ব্লু-টুথ ফ্রিকোয়েন্সি রেঞ্জ কত পর্যন্ত?
উত্তর: 2.4 GHz
১২৮. প্রশ্ন: কোন মোবাইল কোম্পানি বাংলাদেশে প্রথম আসে?
উত্তর: সিটিসেল
১২৯. প্রশ্ন: মোবাইল ডিভাইসের প্রাণ বলা হয় কোনটিকে?
উত্তর: অ্যাপকে
১৩০. প্রশ্ন: মোবাইল ফোনের প্রথম প্রজন্মের সময়সীমা কত ছিল?
উত্তর: ১৯৮০-১৯৯১ সাল পর্যন্ত
১৩১. প্রশ্ন: GSM কি ধরণের চ্যানেল একসেস পদ্ধতি?
উত্তর: সম্মিলিত
১৩২. প্রশ্ন: বর্তমানে একমাত্র কোন দেশ 4G ব্যবহার করছে?
উত্তর: দক্ষিণ কোরিয়া
১৩৩. প্রশ্ন: সাবমেরিন কেবল কোথায় স্থাপন করা হয়?
উত্তর: সাগরের তলদেশে
১৩৪. প্রশ্ন: কোনটি খুবই দ্রুত গতির?
উত্তর: SPX
১৩৫. প্রশ্ন: IPV4 ভার্সনের IP Address এর পরের দুটি অকটেট কি প্রকাশ করে?
উত্তর: Host ID
১৩৬. প্রশ্ন: ইন্টারনেট যে প্রোটোকলের অধীনে HTML আদান প্রদান করে--
উত্তর: http
১৩৭. প্রশ্ন: কোনটি ছাড়া ইন্টারনেটে প্রবেশ করা সহজ নয়?
উত্তর: Web browser
১৩৮. প্রশ্ন: E-mail ঠিকানায় @ সর্বপ্রথম কত সালে ব্যবহৃত হয়?
উত্তর: ১৯৭২ সালে
১৩৯. প্রশ্ন: ২০১৩ সালে সারা বিশ্বে ৫০টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে বাংলাদেশের কতটি বিশ্ববিদ্যালয় রোবটিক্স প্রতিযোগীতায় অংশগ্রহণ করে?
উত্তর: ৫
১৪০. প্রশ্ন: ২০১৩ সালের রোবটিক্স প্রোগ্রামে বাংলাদেশের মধ্যে কোন বিশ্ববিদ্যালয় প্রথম হয়?
উত্তর: MIST
১৬১. প্রশ্ন: "Chorndro Bot-2" রোবটের অবস্থান সারাবিশ্বে কততম?
উত্তর: ১২তম
১৬২. প্রশ্ন: একটি রোবটের আশেপাশের বস্তুগুলোর অবস্থান পরিবর্তন বা বস্তুটির পরিবর্তন করার পদ্ধতিকে কি বলে?
উত্তর: Manipulation
১৬৩. প্রশ্ন: ক্রায়োথেরাপি চিকিৎসায় আক্রান্ত টিস্যু ধ্বংস করা যায় কত ভাগ?
উত্তর: ৯০
১৬৪. প্রশ্ন: বায়োমেট্রিক সিস্টেম শনাক্তকরণে কি ধরণের বায়োলজিক্যাল ডেটা ব্যবহৃত হয়?
উত্তর: শারীরবৃত্ত
১৬৫. প্রশ্ন: একটি সাধারণ রোবটে কয়টি উপাদান থাকে?
উত্তর: ৪
১৬৬. প্রশ্ন: মঙ্গলগ্রহে প্রথম মহাশূন্যযান প্রেরণ করা হয় কত সালে?
উত্তর: ১৯৭৬ সালে
১৬৭. প্রশ্ন: Robot শব্দটির উৎপত্তি কোন দেশী শব্দ থেকে?
উত্তর: চেক
১৬৮. প্রশ্ন: IBM প্রতিষ্ঠিত হয় কত সালে?
উত্তর: ১৯১১ সালে
১৬৯. প্রশ্ন: Unauthentic এবং Unwanted মেইল কোথায় জমা হয়?
উত্তর: Spam
১৭০. প্রশ্ন: BTRC- এর ইংরেজি পূর্ণরূপ কোনটি?
উত্তর: Bangladesh Telecommunication Regulatory Commission
১৭১. প্রশ্ন: কম্পিউটার থেকে কম্পিউটারে তথ্য আদান- প্রদানের প্রযুক্তিকে বলা হয়—
উত্তর: ইন্টারনেট

Raisul Islam Hridoy
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    388 Views
    by sajib
    0 Replies 
    823 Views
    by rajib
    0 Replies 
    224 Views
    by kajol
    0 Replies 
    246 Views
    by shihab
    0 Replies 
    212 Views
    by shohag
    long long title how many chars? lets see 123 ok more? yes 60

    We have created lots of YouTube videos just so you can achieve [...]

    Another post test yes yes yes or no, maybe ni? :-/

    The best flat phpBB theme around. Period. Fine craftmanship and [...]

    Do you need a super MOD? Well here it is. chew on this

    All you need is right here. Content tag, SEO, listing, Pizza and spaghetti [...]

    Lasagna on me this time ok? I got plenty of cash

    this should be fantastic. but what about links,images, bbcodes etc etc? [...]