Get on Google Play

আর্ন্তজাতিক বিষয়ক সাধারণ জ্ঞান
#1021
আজকের মহাদেশ: আফ্রিকা

★আয়তনে বিশ্বের ২য় বৃহত্তম মহাদেশ। আন্ধকারাছন্ন মহাদেশ। ধারনা করা হয়, এই মহাদেশে প্রথম মানুষের আবির্ভাব ঘটে।
★মোট দেশঃ ৫৪টি।
★সর্বোচ্চ পর্বতশৃঙ্গ- কিলিমাঞ্জারো
★পৃথিবীর চিড়িয়াখানা বলা হয়।

#দেশঃ

১. আলজেরিয়াঃ পৃথিবীর দশম ও আয়তনে আফ্রিকার বৃহত্তম রাষ্ট্র। রাজধানী: আলজিয়ার্স। ১ম রাষ্ট্র হিসেবে ফিলিস্তিনকে স্বীকৃতি দেয়। রাজধানী আলজিয়ার্সকে বলা হয় রূপার নগরী(রজত নগরী)

২. সুদানঃ রাজধানী- খার্তুম। দারফুর সুদানের পশ্চিমপার্শ্বের একটি প্রদেশ। এখানে গৃহযুদ্ধ চলছে।

৩. দক্ষিণ সুদানঃ রাজধানী - জুবা। ১৯৫তম স্বাধীন দেশ হিসেবে আত্মপ্রকাশ করে- ৯ জুলাই, ২০১১। জাতিসংঘের ১৯৩তম সদস্য।

৪. লিবিয়াঃ রাজধানী- ত্রিপলি। গাদ্দাফি ৪২ বছর ক্ষমতায় ছিলেন।

৫. কেনিয়াঃ রাজধানী- নাইবেরি। চা রপ্তানিতে শীর্ষ দেশ। UNEP এর সদর দপ্তর রয়েছে।

৬. মরক্কোঃ রাজধানী- রাবাত। বিশ্বের প্রাচীনতম বিশ্ববিদ্যালয় "কারুইন" এখানে অবস্থিত।

৭. মিশরঃ রাজধানী- কায়রো। পিরামিডের দেশ। নীল নদের তীরে অবস্থিত। সুয়েজ খাল জাতীয়করণ করেন- ১৯৫৬ সালে। আল- আজহার বিশ্ববিদ্যালয় এখানে অবস্থিত। সমুদ্রবন্দর - পোর্ট সৈয়দ।

৮. তিউনিসিয়াঃ রাজধানী- তিউনিস। আরব বসন্ত প্রথম শুরু হয়। (১০ জানু, ২০১১)

৯. ঘানাঃ রাজধানী- আক্রা। আফ্রিকার ১ম স্বাধীন দেশ(UK)। কফি আনানের জন্মস্থান।

১০. আইভারিকোষ্টঃ রাজধানী- আবিদজান। কোকো উৎপাদনে শীর্ষ দেশ।

১১. জিম্বাবুয়েঃ রাজধানী- হারারে(সালসবেরী)

১২. নাইজারঃ রাজধানী- নিয়ামি।

১৩. সিয়েরা লিওনঃ রাজধানী- ফ্রিটাউন। বাংলাকে ২য় রাষ্ট্রভাষা করে।

১৪. মালিঃ রাজধানী- বামাকো।

১৫. দক্ষিণ আফ্রিকাঃ রাজধানী - কেপটাউন। ছিদ্রায়িত রাষ্ট্র। এর ভিতর ২টি রাষ্ট্র- সোয়াজিল্যান্ড এবং লেসেথো।

১৬. মোজাম্বিকঃ রাজধানী- মাপুতো

১৭. জাম্বিয়াঃ রাজধানী- লুসাকা

১৮. ইরিত্রিয়াঃ রাজধানী- আসমার

১৯. জিবুতিঃ রাজধানী- জিবুতি

২০. সোমালিয়াঃ রাজধানী - মোসাদিসু

২১. ইথিওপিয়াঃ রাজধানী- আদ্দিস আবাবা

২১. তানজেনিয়াঃ রাজধানী- দারুস সালামম

২২. উগান্ডাঃ রাজধানী- কাম্পালা।

২৩. রুয়ান্ডাঃ রাজধানী- কিগালী

২৪. বুরুন্ডিঃ রাজধানী- বুজুম্বুরা

২৫. এ্যাঙ্গোলাঃ রাজধানী- লুয়ান্ডা

২৬. নামিবিয়াঃ রাজধানী- উইন্ডহোয়েক।

২৭. বতসোয়ানাঃ রাজধানী- গ্যবরোন। হীরা উৎপাদনে ১ম।

২৮. নাইজেরিয়াঃ রাজধানী- আবুজা

২৯. ক্যমেরুনঃ রাজধানী- ইয়াউন্ডি।

৩০. কঙ্গো প্রজাতন্ত্রঃ রাজধানী- ব্রাজাভিল।

৩১. মালাবিঃ রাজধানী- লিলানগিয়ে।

৩২. গ্যাবনঃ রাজধানী- লিব্রেভিল।

৩৩. মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রঃ রাজধানী- বাঙ্গুই।

৩৪. চাঁদ/শাদঃ রাজধানী- জামেনা।

৩৫. গণতান্ত্রিক প্রজাতান্ত্রিক কঙ্গোঃ রাজধানী- কিনসাসা।

৩৬. গিনিঃ রাজধানী- কোনাক্রি

৩৭. সেনেগালঃ রাজধানী- ডাকার।

৩৮. গাম্বিয়াঃ রাজধানী- বাঞ্জু।

৩৯. গিনি বিসাউঃ রাজধানী- বিসাউ।

৪০. টোগোঃ রাজধানী- লোমে

৪১. বেনিন প্রজাতন্ত্রঃ রাজধানী- পের্টনভ। বিমান দুর্ঘটনায় ১৫ বাংলাদেশি নিহত হয়।

৪২. নিরক্ষীয় গিনিঃ রাজধানী- মালাবো

৪৩. কেপভার্দেঃ রাজধানী- প্যারায়া। LDC থেকে মুক্ত হওয়া দেশ।

৪৪. পশ্চিম সাহারাঃ রাজধানী- এল আয়ুম

৪৫. বারকিনা ফাসোঃ রাজধানী- ওয়াগাডোগৌ।

৪৬. মাদাগাস্কারঃ রাজধানী- আন্তানানারিবো।

৪৭. সিসেলিসঃ রাজধানী- ভিক্টোরিয়া। আয়তনে ও জনসংখ্যায় আফ্রিকার সবচেয়ে ছোট দেশ।

৪৮. মরিসাসঃ রাজধানী- পোর্টলুইস

৪৯. কমোরসঃ রাজধানী- মরোনি

৫০. লাইবেরিয়াঃ বাংলাদেশি সেনারা এইদেশে "শান্তি অঙ্গন " ও "বাংলাদেশ স্কয়ার" নামে দুটি ভাস্কর্য নির্মাণ করেন।

৫১. সাওটোম এন্ড প্রিন্সপি

৫২. লেসেথোঃ ল্যন্ডলক দেশ, রাজধানী- মাসেরু। আফ্রিকার সবচেয়ে উঁচু দেশ।

৫৩. সোয়াজিল্যান্ডঃ উলঙ্গ রাজার দেশ। রাজধানী- বাবেন। নিরঙ্কুশ রাজতন্ত্রের দেশ এবং সবচেয়ে বেশি এইডস আক্রান্ত দেশ।

৫৪. রিইউনিয়ন

#আফ্রিকার গুরুত্বপূর্ণ তথ্যঃ

★নেলসন ম্যন্ডেলাঃ জন্ম- ১৮ জুলাই, ১৯১৮, মৃত্যু- ৫ ডিসেম্বর, ২০১৩
★দক্ষিণ আফ্রিকার রাজধানী ৩টি। ১. প্রিটোরিয়া- প্রশাসন সংক্রান্ত। ২. কেপটাউন- আইন পরিষদ সংক্রান্ত। ৩. ব্লুমফনটেন- বিচার বিভাগীয় রাজধানী।
★আয়তনে আফ্রিকার বৃহত্তম দেশ- আলজেরিয়া ।
★জনসংখ্যায় বৃহত্তম দেশ- নাইজেরিয়া।
★আফ্রিকার প্রায় মধ্যভাগ দিয়ে অতিক্রম করেছে- বিষুব রেখা।
★পৃথিবীর সবচেয়ে বেশী হীরা উত্তলিত হয় - কিম্বালী খনি (দক্ষিণ আফ্রিকা প্রায় ৬০%)।
★আফ্রিকার তথা পৃথিবীর বৃহত্তম নদী- নীল নদ (১১টি দেশের উপর দিয়ে প্রবাহিত)।
★পৃথিবীর বৃহত্তম মরুভূমি আফ্রিকা মহাদেশের- সাহারা মরুভূমি।
★Horns of Africaবলা হয়- ইথিওপিয়া, সোমালিয়া, জিবুতি, ইরিত্রিয়া।
★পৃথিবীর সর্বাপেক্ষা খার্বাকায় জাতি বাস করে আফ্রিকার কঙ্গোতে (পিগমি জাতি)।
★আফ্রিকার বৃহত্তম হ্রদ ভিক্টোরিয়া।
★সাভানা তৃণভূমি কেনিয়া: সুদান: তানজানিয়া: জিম্বাবুয়েতে অবস্থিত।

#রাজনৈতিক তথ্য:

★আফ্রিকার দুঃখ বলা হয় - জাতিগত বিভেদ।
★ইসলামিক কোর্টস অব মিলেশিয়া সোমালিয়ার বিদ্রোহী গ্রুপ।
★ইথিওপিয়ার সেনাবাহিনী সোমালিয়ার বিদ্রোহী গ্রুপের: সাথে যুদ্ধে জড়িত।
★ইরিত্রিয়া পূর্বে যে দেশের অংশ ছিল- ইথিওপিয়া।
★দারফুর সংকট সৃষ্টি হয়- সুদানে।
★জানজাবিদ মিলশিয়া - সুদানের বিদ্রোহী গ্রুপ
★মিশর সুয়েজ খালকে জাতীয় করণ করে- ১৯৫৬ সালে।
★নেলসন ম্যান্ডেলার রাজনৈতিক দলের নাম- : ANC: (১৯৯২ সালে গঠিত)।
★আফ্রিকার ক্যাস্ট্রো বলা হয় জিম্বাবুয়ের- রবার্ট মুগার কে।
★WHO: এর রিপোর্ট অনুযায়ী নাইজেরিয়ার লোকেরা সব থেকে কম ধুমপান করে।
★আফ্রিকার যে দেশ বাংলাকে রাষ্ট্রীয় ভাবে সরকারী ভাষার মর্যাদা দেওয়া হয়েছে- সিয়েরা লিয়ন।
★আফ্রিকার যে অঞ্চল বাংলাদেশী শান্তি রক্ষী নিহত হয়েছে - কঙ্গোর ইতুরি প্রদেশ।
★Pearl of Africa নামে পরিচিত- উগান্ডা।
★ঘানার পূর্ব নাম- গোল্ড কোস্ট।
★পিরামিড যে দেশের প্রধান আকর্ষণীয় স্থান মিশর (ফারাও সম্রাটের আমলে নির্মিত)।
★ফেজ টুপির বিখ্যাত মরক্কোর- ফেজ নগর।

Golam Morshed
    long long title how many chars? lets see 123 ok more? yes 60

    We have created lots of YouTube videos just so you can achieve [...]

    Another post test yes yes yes or no, maybe ni? :-/

    The best flat phpBB theme around. Period. Fine craftmanship and [...]

    Do you need a super MOD? Well here it is. chew on this

    All you need is right here. Content tag, SEO, listing, Pizza and spaghetti [...]

    Lasagna on me this time ok? I got plenty of cash

    this should be fantastic. but what about links,images, bbcodes etc etc? [...]