Get on Google Play

বাংলাদেশ বিষয়ক সাধারণ জ্ঞান
#1070
কোন ফসলের উচ্চ ফলনশীল জাতকে বলে >> উফসী

১। ‘‘পদ্মা’’ নদী বাদে >>> তরমুজের উন্নত জাত
২। ‘‘যমুনা’’ নদী বাদে >>> মরিচের উন্নত জাত
৩। ‘‘মহানন্দা’’ নদী বাদে>>> আমের উন্নত জাত
৪। পাখি ছাড়া ‘‘ময়না‘‘ >>>> ধানের উন্নত জাত
৫।পাখি ছাড়া ‘‘দোয়েল‘‘ , ‘‘বলাকা‘‘ >> গমের উন্নত জাত

বিটি বেগুন >> সিংনাথ, দোহাজারী, ঘটঘটিয়া (সম্প্রতি )
ধানের উন্নত জাত >> ইরাটম , হীরা , মুক্তা, আশা , মালা
গমের উন্নত জাত >>>> সোনালিকা, আকবর , আনন্দ, কাঞ্চন, শতাব্দী ।
তুলার উন্নত জাত >>রুপালী ও ডেলফোজ
ভুট্টার উন্নত জাত >>> বর্ণালি ও শুভ্রা ,উত্তরণ
তামাকের উন্নত জাত >> সুমাত্রা , ম্যানিলা
আলুর উন্নত জাত >>>>> ডায়মন্ড , কার্ডিনাল, সিন্দুরী
টমেটো উন্নত জাত>>> বাহার, মানিক, রতন, মিন্টো, ঝুমকা , শ্রাবণী।
বেগুন উন্নত জাত >>>>> শুকতারা , তারাপুরী ,ইওরা।
কলা উন্নত জাত >>>>>> মোহনবাশী, কানাইভোগ, অগ্নিশ্বর , বীজটবা ইত্যাদি ।
লবণাক্তসহিষ্ণু ধান >> বিনা -৮ , বিনা -৯, ব্রি ৮৭।
মঙ্গা এলাকার ধান >> বিআর -৩৩
জলমগ্ন এলাকায় সহনশীল ধান >> বিআর ১১ আর ১ ।
জোয়ার -ভাটা অঞ্চলের উপযুক্ত ধান >> ব্রি ধান ৪৪, ব্রি ধান ৩৩, বিআর ১১।
বন্যা পরবতী এলাকার উপযুক্ত ধান >> ব্রি ধান ৪৬।
বাংলাদেশের বৃহত্তম কৃষি খামার >> দত্তনগর কৃষি খামার , ঝিনাইদহ জেলার মহেশপুর।
জাতীয় বীজাগার >> গাজীপুর
আঞ্চলিক বীজাগার >> ঈশ্বরদী,পাবনা।
collected

    বিষয় : রাষ্ট্রপতির কার্যালয়, আপন বিভাগের “[…]

    বিষয় : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্[…]

    Amendment of Vacancy announcement for the post of […]