Get on Google Play

লিখিত পরীক্ষা বিষয়ক
#486
০১। বিষয় ভিত্তিক জ্ঞান
০২। Introduction, Body & Conclusion
০৩। বাক্যের Structure
০৪। Connectors
০৫। Vocabulary

এবার আসুন একটি একটি করে বুঝি ।

০১ => ধরুন আপনি "পদ্মা সেতুর অর্থনৈতিক গুরুত্ব" নিয়ে একটি রচনা লিখবেন । তাহলে, এ বিষয়ে আপনার ন্যূনতম কিছু জ্ঞান থাকতে হবে । যেমন, অবস্থান, দৈর্ঘ্য, প্রস্থ, প্রস্তাবিত ব্যয়, অবকাঠামো ইত্যাদি ইত্যাদি ।

০২। যেহেতু সূচনা হতে হবে মুল রচনার সূত্র তাই এখানে বাড়তি কথা বাদ দিয়ে সার কথা লিখতে হবে । এখানে, যা লিখবেন সেটাই বডি তে ব্যাখ্যা করতে হবে । যেমন, আপনি লিখলেন => A bridge on any river puts huge impacts on both connecting sides. As Padma river is one of the largest river of Bangladesh, its multifarious importance is innumerable, and economic gravity is most evident. So, each economic value demands its own explanation. এখানে, আমি "অর্থনৈতিক গুরুত্ব" কে ইংগিত করে বললাম each economic value demands its own explanation. (প্রত্যেকটি অর্থনৈতিক গুরুত্ব ব্যাখ্যার দাবি রাখে) । অর্থাৎ, এর পরে আমি সেই ব্যাখ্যাগুলি করব ।

এবার, বডি -০১ => Industrialization = The bride is the precondition of developed communication system, and advanced transport network is vital to industrialization. For example, produced crops on the lands of the other sides of the bridge and finished goods of factories would come to other parts of the country very quickly. Moreover, raw materials would be transported to industries located on the other side of the bridge. As a whole, industries would get the required pulse for their operations.
বডি-০২ => Employment
বডি-০৩ => Poverty reduction
ইত্যাদি ইত্যাদি । এভাবে কত মার্ক থাকবে সে হিসেবে বডি যোগ করে ব্যাখ্যা করবেন ।

03. বাক্যের Structure => এ অংশটি খুব গুরুত্বপূর্ণ । শুধু তথ্য দিলেই হবে না সাথে আপনাকে Simple, Complex, compound, and complex-compound নিয়েও ভাবতে হবে । যেমন, দেখন A bridge on any river puts huge impacts on both connecting sides. একটি simple sentence. এর পরেরটি Complex-compound. অর্থাৎ, পুরো রচনায় আপনাকে Structure নিয়ে খেলতে হবে, একঘেয়েমিভাবে শুধু Simple বা complex বা compound লিখলে হবে না ।

04 => Connectors দেখুন আমি কিভাবে for example, moreover, as a whole ব্যাবহার করেছি । এখানে, একটি প্যারার বিভিন্ন অংশের সাথে একটা যোগাযোগ রাখতে হবে । কখনোই যেন মনে না হয় সুর/তাল কেটে গেছে ।

০৫। Vocabulary => দেখুন কিভাবে developed communication system এবং advanced transport network ব্যাবহার হয়েছে । এখানে দুটো ফ্রেজের অর্থ একই "উন্নত যোগাযোগ ব্যাবস্থা" । আবার, factories এবং industries । অর্থাৎ, ভালো মার্কস পেতে হলে ভিন্নতা আনতে হবে নচেৎ পরীক্ষক বুঝবে আপনি ঝাড়া মুখস্ত লিখে গেছেন ।

এছাড়াও, বাক্যে প্রয়োজন বুঝে ইডিওম ব্যাবহার করে আপনার পাণ্ডিত্য জাহির করতে পারেন । এ বিষয়টা হল রাস্তায় দেখা মেয়েটি যখন পার্লারে বউ সেজে আসে !!!!!
== পরিশেষে বলতে চাই, নিয়মিত অনুশীলন এবং বিষয়ভিত্তিক পড়াশোনা বা পেপার পড়া আপনাকে এগিয়ে রাখবে এটা নিশ্চিত ।
    Similar Topics
    long long title how many chars? lets see 123 ok more? yes 60

    We have created lots of YouTube videos just so you can achieve [...]

    Another post test yes yes yes or no, maybe ni? :-/

    The best flat phpBB theme around. Period. Fine craftmanship and [...]

    Do you need a super MOD? Well here it is. chew on this

    All you need is right here. Content tag, SEO, listing, Pizza and spaghetti [...]

    Lasagna on me this time ok? I got plenty of cash

    this should be fantastic. but what about links,images, bbcodes etc etc? [...]