Get on Google Play

লিখিত পরীক্ষা বিষয়ক
#1230
মাহমুদ হাসান হৃদয়
সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট

১.আন্তর্জাতিক বিষয়াবলীতে ভাল নাম্বার পাওয়ার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় পৃথিবীর ম্যাপ সম্পর্কে খুব ভাল ধারনা রাখা।

২.যেকোন দেশের কোন ইস্যু কিংবা ভৌগলিক অবস্থা অথবা যুদ্ধ পরিস্থিতি বর্ণনা করার ক্ষেত্রে আপনি একটা অবস্থানগত চিত্র তুলে ধরতেই পারেন।

৩.আন্তজার্তিক রাজনীতি,অর্থনীতি কিংবা সামরিক বিশ্লেষকদের নাম ও তাদের লেখা সম্পর্কে ধারনা রাখা ভাল নাম্বার পাওয়ার ক্ষেত্রে সহায়ক হবে।

৪.আন্তজার্তিক বিশ্লেষকদের উক্তি কিংবা তাদের গুরুত্বপূর্ণ বই বা প্রবন্ধের নাম ব্যবহার করা যেতে পারে।

৫.যেকোন একটি বাংলা পত্রিকা এবং একটি ইংরেজি পত্রিকার আন্তর্জাতিক পাতা ফলো করা উচিত।

৬.সেই সাথে গুরুত্বপূর্ণ টপিকসগুলোর পেপার কাটিং আলাদা আলাদা করে সংগ্রহ করে রাখলে গাইড বই পড়ার চেয়ে অনেক বেশি কাজে লাগবে।

৭.আন্তর্জাতিক বিষয়াবলীর ক্ষেত্রে আর একটি বিষয় খুব কাজে লাগে লাগতে পারে,সেটা হচ্ছে হাতের কাছে নেট কানেকশন রাখা।

৮.আপনি ইচ্ছা করলেই যেকোন টপিক এর উপর অসংখ্য গবেষনাপত্রের পিডিএফ ফাইল পেয়ে যাবেন।এখান থেকে গুরুত্বপূর্ণ অংশ আপনি সূত্রসহ সংগ্রহে রাখতে পারবেন।

৯.পত্রিকা বা অন্য মাধ্যম থেকে তথ্য সংগ্রহের ক্ষেত্রে অবশ্যই হাতের কাছে কাগজ-কলম রাখবেন,প্রয়োজনীয় অংশ টুকে রাখার জন্য।

১০.কয়েকটা নোট খাতা তৈরি করে ফেলুন এবং টপিক ওয়াইজ তথ্য নোট খাতায় তুলে ফেলুন।

১১.কিছু টপিকস আছে স্থায়ী আবার কিছু আছে রিসেন্ট ইস্যু।টপিকস সিলেক্ট করাও গুরুত্বপূর্ণ একটি কাজ।

১২.বাজারের গাইড হাতের কাছে রাখবেন প্রশ্ন সম্পর্কে ধারনা পাওয়ার জন্য।এছাড়া আন্তজার্তিক বিষয়াবলীর উপর লেখা ভাল লেখকের একটা বইও হাতের কাছে রাখতে পারেন।

শুভকামনা রইলো।
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    191 Views
    by raja
    0 Replies 
    117 Views
    by rajib
    0 Replies 
    691 Views
    by raja
    0 Replies 
    672 Views
    by raihan
    0 Replies 
    22880 Views
    by shanta

    Thanks for the information.

    Achieving the best SEO (Search Engine Optimization[…]

    Creating a website easily on WordPress is a popula[…]

    Creating a website on BigCommerce offers a seamles[…]