Get on Google Play

বিগত নিয়োগ পরীক্ষার প্রশ্নসমুহ ও সমাধান
#719
৬৫১) গোরক্ষ বিজয়-এর রচয়িতা কে?
ক. শেখ আলিমুদ্দিন
খ. জৈনুদ্দিন
গ. শেখ ফয়জুল্লাহ
ঘ. মোজাম্মেল হক
উত্তরঃ গ

৬৫২) মঙ্গলকাব্যের মূল উপজীব্য কি?
ক. ধর্মপ্রচারঙ
খ. মানবন্দনা
গ. দেবদেবীর গুণগান
ঘ. লোককাহিনী
উত্তরঃ গ

৬৫৩) সন-তারিখযুক্ত প্রাচীনতম ধর্মমঙ্গল কাব্যের রচয়িতা কে?
ক. ময়ূর ভট্ট
খ. আদি রূপরাম
গ. রূপরাম চক্রবর্তী
ঘ. বলরাম চক্রবর্তী
উত্তরঃ গ

৬৫৪) 'মনসাবিজয়' কাব্যের রচয়িতা কে?
ক. বিপ্রদাস পিপিলাই
খ. কেতকাদাস ক্ষেমানন্দ
গ. বিজয় গুপ্ত
ঘ. নারায়ণদেব
উত্তরঃ ক

৬৫৫) শ্রী চৈতন্যদেব কোন ধর্ম প্রচার করেন?
ক. হিন্দুধর্ম
খ. বৌদ্ধধর্ম
গ. বৈষ্ণবধর্ম
ঘ. মানবধর্ম
উত্তরঃ গ

৬৫৬)'Song Offerings' কোন কাব্যগ্রন্থের ইংরেজি অনুবাদ?
ক. গীতাঞ্জলী
খ. গীতাঞ্জলীর কিয়দাংশ
গ. গীতাঞ্জলী ও অন্যান্য কিছু কবিতা
ঘ. এটি একটি মৌলিক কাব্যগ্রন্থ
উত্তরঃ গ

৬৫৭) কোন শাসকদের সময়কে বাংলা সাহিত্যের অন্ধকার যুগ বলা হয় ?
ক. পাল
খ. সেন
গ. গুপ্ত
ঘ. তুর্কী
উত্তরঃ ঘ

৬৫৮) বসন্তরঞ্জন রায়ের উপাধি কি ছিল?
ক. মহামহোপাধ্যায়
খ. বিদ্বদ্বল্লভ
গ. আচার্য
ঘ. কাব্যতীর্থ
উত্তরঃ খ

৬৫৯) “এ ভরা বাদর মাহ ভাদর শূন্য মন্দির মোর।” -কে লিখেছেন?
ক. চণ্ডীদাস
খ. বিদ্যাপতি
গ. রবীন্দ্রনাথ
ঘ. কাজী নজরুল ইসলাম
উত্তরঃ খ

৬৬০) জল ভরা সুন্দরী কইন্যা জলে দিছ ঢেউ হাসি মুখে কওনা কথা সঙ্গে নাই মোর কেউ।। -ময়মনসিংহ গীতিকার কোন পালা থেকে গৃহীত?
ক. দেওয়ানা মদিনা
খ. মহুয়া
গ. মলুয়া
ঘ. কাজল রেখা
উত্তরঃ খ

৬৬১) ‘ময়মনসিংহ গতিকা’ কতটি ভাষায় অনূদিত?
ক. ১০
খ. ১৩
গ. ২০
ঘ. ২৩
উত্তরঃ ঘ

৬৬২) কোনটি সঙ্গীত সম্বন্ধনীয় কাব্য?
ক. গাজী বিজয়
খ. জয়নালের চৌতিশা
গ. গোরক্ষ বিজয়
ঘ. রাগনামা
উত্তরঃ গ

৬৬৩) রংপুর থেকে ‘মানিক রাজার গান’ কে সংগ্রহ করেছিলেন?
ক. ড. দীনেশচন্দ্র সেন
খ. চন্দ্র কুমার দে
গ. জর্জ গ্রিয়ার্সন
ঘ. পল্লীকবি জসীমউদ্দীন
উত্তরঃ গ

৬৬৪) 'জয়নালের চৌতিশা' গ্রন্থটির লেখক কে?
ক. শেখ ফয়জুল্লাহ
খ. বাহরাম খান
গ. নজরুল ইসলাম
ঘ. শাহ মুহাম্মদ সগীর
উত্তরঃ ক

৬৬৫) ডাক, খনার বচন ও রূপকথা এগুলো কোন যুগের?
ক. প্রাচীন যুগের
খ. অন্ধকার যুগের
গ. প্রাক চৈতন্য যুগের
ঘ. প্রাক চৈতন্য
উত্তরঃ ক

৬৬৬) ড. দীনেশচন্দ্র সেন কতজন মনসা কবির কথা উল্লেখ করেছেন?
ক. পঁয়ত্রিশ
খ. চল্লিশ
গ. পঞ্চান্ন
ঘ. বাষটি
উত্তরঃ ঘ

৬৬৭) জর্জ গ্রিয়ার্সন কোন অঞ্চল থেকে ‘ক্লাসিক রাজার গান’ সংগ্রহ করেন?
ক. চট্টগ্রাম
খ. রংপুর
গ. রাজশাহী
ঘ. কুমিল্লা
উত্তরঃ খ

৬৬৮) ধর্মমঙ্গল কাব্যের একটি অংশ হলো--
ক. লাউসেনের কাহিনী
খ. আক্ষেটিক অংশ
গ. বণিক অংশ
ঘ. কোনটিই নয়
উত্তরঃ ক

৬৬৯) ‘শুনহ মানুষ ভাই, সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই’ -কবিতাংশটি রচনা করেন-
ক. যতীন্দ্রনাথ সেনগুপ্ত
খ. সত্যেন্দ্রনাথ দত্ত
গ. কাজী নজরুল ইসলাম
ঘ. চন্ডীদাস
উত্তরঃ ঘ

৬৭০) আকুল শরীর মোর বেআকুল মন! বাঁশীর শবদেঁ মোর আউলাইলোঁ রান্ধন। কোন কবির রচনা?
ক. বিদ্যাপতি
খ. বড়ু চণ্ডীদাস
গ. জ্ঞানদাস
ঘ. পদাবলীর চণ্ডীদাস
উত্তরঃ খ

৬৭১) 'গুলে বাকাওলী' কাব্যখানির রচয়িতা কে?
ক. আব্দুল হাকিম
খ. আলাওল
গ. দৌলত কাজী
ঘ. নওয়াজিস খান
উত্তরঃ ঘ

৬৭২) কালিদাসের 'মেঘদূত' কাব্যের বঙ্গানুবাদ করেন নিচের কোন লেখক?
ক. দ্বিজেন্দ্রনাথ ঠাকুর
খ. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
গ. অবনীন্দ্রনাথ ঠাকুর
ঘ. অবনীন্দ্রনাথ দত্ত
উত্তরঃ ক

৬৭৩) হারামণি সংগ্রহ করেন কে?
ক. মনসুর উদ্দিন
খ. সুকুমার সেন
গ. ড. দীনেশচন্দ্র সেন
ঘ. মনসুর বয়াতি
উত্তরঃ ক

৬৭৪) কোন সময়কে বাংলা সাহিত্যের 'অন্ধকার যুগ' বলা হয়?
ক. ১২০১-১৩৫০ খ্রি.
খ. ৬০০-৯৫০ খ্রি.
গ. ১৩৫১-১৫০০ খ্রি.
ঘ. ৬০০-৭৫০ খ্রি.
উত্তরঃ ক

৬৭৫) কার উদ্যোগে সর্বপ্রথম রামায়ণ মূদ্রিত হয়?
ক. গুণরাজ খান
খ. উইলিয়াম কেরি
গ. ডিরোজিও
ঘ. রুকনুদ্দিন বরবক শাহ
উত্তরঃ খ


৬৭৬) কোন গ্রন্থের কাহিনী প্রাচীন?
ক. রামায়ণ
খ. মহাভারত
গ. লাইলী মজনু
ঘ. ফুলমনি ও করুণার বিবরণ
উত্তরঃ ক

৬৭৭) পূর্ববঙ্গ গীতিকায় ময়মনসিংহ ছাড়া আর কোন অঞ্চলের গান সংগৃহীত হয়েছে?
ক. রংপুর
খ. নোয়াখালী
গ. চট্টগ্রাম
ঘ. খ ও গ
উত্তরঃ ঘ

৬৭৮) সমস্ত ধর্মমঙ্গল কাব্য কয়টি কাহিনী নিয়ে রচিত?
ক. দুটি
খ. তিনটি
গ. চারটি
ঘ. পাঁচটি
উত্তরঃ ক

৬৭৯) 'চাহার দরবেশ' গ্রন্থটি কার রচনা?
ক. ফকির গরীবুল্লাহ
খ. বাহরাম খান
গ. মোহাম্মদ দানেশ
ঘ. শাহ মুহাম্মদ সগীর
উত্তরঃ গ

৬৮০) মধ্যযুগের বাংলা সাহিত্যে মুসলমান কবিদের উল্লেখযোগ্য অবদান কোনটি?
ক. নাথ সাহিত্য
খ. রোমান্টিক প্রণয়োপাথ্যান
গ. জীবনী সাহিত্য
ঘ. মঙ্গলকাব্য
উত্তরঃ খ

৬৮১) চণ্ডীমঙ্গল কাব্যধারার প্রথম কবি কে?
ক. মুকুন্দরাম চক্রবর্তী
খ. ঘনরাম
গ. মানিক দত্ত
ঘ. হরিদত্ত
উত্তরঃ গ

৬৮২) রামায়ণে কতটি শ্লোক গ্রথিত আছে?
ক. ১৮ হাজার
খ. ২২ হাজার
গ. ২৪ হাজার
ঘ. ২৬ হাজার
উত্তরঃ গ

৬৮৩) কোরআন শরীফের অনুবাদক গিরিশচন্দ্র সেনের বাড়ি কোন জেলায়?
ক. নরসিংদী
খ. মুন্সীগঞ্জ
গ. গাজীপুর
ঘ. মানিকগঞ্জ
উত্তরঃ ক

৬৮৪) অন্ধকার যুগ কোনটি?
ক. ১২০১-১৩০০
খ. ১২০১-১৪০০
গ. ১২০১-১৩৫০
ঘ. ১২০১-১৪৫০
উত্তরঃ গ

৬৮৫) বিপ্রদাস পিপিলাই রচিত মনসাবিজয় কাব্যে কয়টি পালা পাওয়া গেছে?
ক. পাঁচটি
খ. সাতটি
গ. নয়টি
ঘ. এগারটি
উত্তরঃ গ।

৬৮৬) অন্নদামঙ্গল কাব্যের প্রধান কবি কে?
ক. মুকুন্দরাম চক্রবর্তী
খ. বিদ্যাপতি
গ. ভারতচন্দ্র রায়
ঘ. কবি কঙ্ক
উত্তরঃ গ

৬৮৭) কবি আলাওলের জন্মস্থান-
ক. সিলেট
খ. চট্টগ্রাম
গ. ফরিদপুর
ঘ. বরিশাল
উত্তরঃ খ

৬৮৮) মধ্যযুগের অনুবাদ সাহিত্য মূলত-
ক. আক্ষরিক অনুবাদ
খ. ব্যাকরণিক অনুবাদ
গ. ভাবানুবাদ
ঘ. মৌলিক রচনা
উত্তরঃ গ

৬৮৯) সর্বপ্রথম বাংলা সাহিত্যে মুসলিম কবিদের আবির্ভাব ঘটে কোন যুগে?
ক. প্রাচীন যুগের শেষভাগে
খ. মধ্যযুগে
গ. আধুনিক যুগে
ঘ. অন্ধকার যুগে
উত্তরঃ খ।

৬৯০) কবি আলওলের জন্মস্থান কোনটি?
ক. ফরিদপরের সুরেশ্বর
খ. চট্টগ্রামের জোবরা
গ. চট্টগ্রামের পটিয়া
ঘ. বার্মার আরাকান
উত্তরঃ খ।

৬৯১) মুরারিগুপ্তের কাব্যের প্রকৃত নাম কি?
ক. মুরারিগুপ্তের কড়চা
খ. শ্রী চৈতন্যভাগবত
গ. কটকচ্চ
ঘ. শ্রী শ্রী কৃষ্ণ চৈতন্য-চরিতামৃতম
উত্তরঃ ঘ।

৬৯২) মুসলমান কবি রচিত প্রাচীনতম বাংলা কাব্য-
ক. ইউসুফ জুলেখা
খ. রসুল বিজয়
গ. নূরনামা
ঘ. শবে মেরাজ
উত্তরঃ ক

৬৯৩) যে কোন মঙ্গলকাব্য কয়টি অংশ থাকে?
ক. ৪টি
খ. ৫টি
গ. ৬টি
ঘ. ৭টি
উত্তরঃ খ

৬৯৪) ইংরেজিতে লোককথা বা লোককাহিনীকে কি বলে?
ক. স্টোরি
খ. ফেয়ারি টেলস
গ. ফকলোর
ঘ. ব্যালাড
উত্তরঃ গ

৬৯৫) কে বাহরাম খানকে ‘দৌলত উজির’ উপাধি প্রদান করেন?
ক. মহারাজ কৃষ্ণকান্ত রায়
খ. জমিদার রঘুনাথ সিং
গ. নৃপতি নেজাম শাহ সুর
ঘ. মালিক মুহম্মদ জায়সী
উত্তরঃ গ।

৬৯৬) ময়নামতি গোপীচন্দ্রের কাহিনী কে সংগ্রহ করেন?
ক. দীনেশচন্দ্র সেন
খ. চন্দ্রকুমার দে
গ. সুনীতিকুমার চট্টোপাধ্যায়
ঘ. জর্জ গ্রিয়ার্সন
উত্তরঃ খ

৬৯৭) ড. সুকুমার সেনের মতে কতজন কবি চণ্ডীমঙ্গল কাব্য রচনা করেছেন?
ক. ১৩ জন
খ. ১৯ জন
গ. ২২ জন
ঘ. ২৪ জন
উত্তরঃ খ

৬৯৮) শ্রী চৈতন্যের প্রথম জীবনী লেখক কে?
ক. দামোদর
খ. গোবিন্দ দাস
গ. মুরারিগুপ্ত
ঘ. বৃন্দাবন দাস
উত্তরঃ গ

৬৯৯) হিন্দি ‘পদুমাবৎ’ এর অবলম্বনে ‘পদ্মাবতী’ কাব্যের রচয়িতা-
ক. দৌলত উজির বাহরাম খান
খ. সৈয়দ সুলতান
গ. আব্দুল করিম সাহিত্য বিশারদ
ঘ. আলাওল
উত্তরঃ ঘ

৭০০) "মোদের গরব মোদের আশা আ'মরি বাংলা ভাষা" - রচয়িতা কে?
ক. দ্বিজেন্দ্রলাল রায়
খ. রজনীকান্ত সেন
গ. অতুল প্রসাদ সেন
ঘ. সজনী কান্ড
উত্তরঃ গ

#____রমজান____®
(কোন ভুল লক্ষ্য করলে সঠিক উত্তর কমেন্টে লিখবেন)
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    211 Views
    by shohag
    0 Replies 
    823 Views
    by rajib
    0 Replies 
    3251 Views
    by apple
    0 Replies 
    197 Views
    by tasnima
    0 Replies 
    213 Views
    by tamim
    long long title how many chars? lets see 123 ok more? yes 60

    We have created lots of YouTube videos just so you can achieve [...]

    Another post test yes yes yes or no, maybe ni? :-/

    The best flat phpBB theme around. Period. Fine craftmanship and [...]

    Do you need a super MOD? Well here it is. chew on this

    All you need is right here. Content tag, SEO, listing, Pizza and spaghetti [...]

    Lasagna on me this time ok? I got plenty of cash

    this should be fantastic. but what about links,images, bbcodes etc etc? [...]